MCQ
14941. মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী?
চণ্ডীমঙ্গল
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
ধর্মমঙ্গল
14942. 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে।'- এই মনোবাঞ্ছাটি কার?
ভবানন্দের
ঈশ্বরী পাটুনীর
ভাঁড়ুদত্তের
ফুল্লরার
14943. 'নবীবংশ' পুস্তকটি কে রচনা করেছেন?
গোলাম মোস্তফা
মীর মশাররফ
হোসেন হাজী মোহাম্মিল
সৈয়দ সুলতান
14944. 'ভাঁড়ুদত্ত' চরিত্রটি পাওয়া যায় কোন গ্রন্থে?
অন্নদামঙ্গল কাব্য
মনসামঙ্গল কাব্য
চণ্ডীমঙ্গল কাব্য
ধর্মমঙ্গল কাব্য
14945. 'মানসিংহ ভবানন্দ উপাখ্যান' কার রচনা?
কানাহরি দত্ত
মুকুন্দরাম
বিজয় গুপ্ত
ভারতচন্দ্র
14946. 'মর্সিয়া' শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
উর্দু
আরবি
ফারসি
তুর্কি
14947. 'বড়র পিরীতি বালির বাঁধ। ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ'- চরণ দুটি কার রচনা?
আলাওল
ভারতচন্দ্র রায়গুণাকর
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ ফজলল করিম
14948. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
মনসামঙ্গল
মনসাবিজয়
পদ্মপুরাণ
পদ্মাবতী
14949. 'চৈতন্যমঙ্গল' এর রচয়িতা-
রবিদাস
গুপিদাস
প্রেমদাস
লোচনদাস
14950. বারমাস্যা কাকে বলে?
বারমাসের চাষাবাদের বিবরণ
নায়ক-নায়িকার প্রেমের ধারাবাহিক বিন্যাস
দেবদেবীর পূজা প্রচারের কাহিনী
নায়িকার বারমাসের সুখ-দুঃখের বর্ণনা
14951. 'মঙ্গলকাব্য'-এ ধর্মীয় আরাধনা মুখ্য হলেও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হলো-
ব্যক্তির মুক্তি
সামাজিক মিথষ্ক্রিয়া
শ্রেণিদ্বন্দ্ব
অন্ত্যেবাসী মানুষ
14952. মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
হরি দত্ত
মুকুন্দরাম চক্রবর্তী
ভারতচন্দ্র রায়গুণাকর
চণ্ডীদাস
14953. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া-
মুকুন্দরাম চক্রবর্তী
মদনমোহন তর্কালঙ্কার
ভারতচন্দ্র রায়গুণাকর
কামিনী রায়
14954. 'অন্নদামঙ্গল' কাব্য কে রচনা করেন?
কানাহরি দত্ত
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বিজয় গুপ্ত
ভারতচন্দ্র রায়গুণাকর
14955. ভুরসুট পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন-
মুকুন্দরাম চক্রবর্তী
ভারতচন্দ্র রায়গুণাকর
ময়ূর ভট্ট
কানাহরি দত্ত
14956. 'চণ্ডীমঙ্গল' কাব্যের উপাস্য 'চণ্ডী' কার স্ত্রী?
জগন্নাথ
প্রজাপতি
বিষ্ণু
শিব
14957. 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়' বিখ্যাত এই ভাবদ্যোতক প্রবচন এর কবি কে?
বিজয় গুপ্ত
দ্বিজ বংশীদাস
ভারতচন্দ্র রায়গুণাকর
বিপ্রদাস পিপিলাই
14958. 'ফুল্লরার বারমাস্যা' কোন মঙ্গলকাব্যের অন্তর্গত?
মনসামঙ্গল
অন্নদামঙ্গল
চণ্ডীমঙ্গল
ধর্মমঙ্গল
14959. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- বাংলার সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে?
মনসামঙ্গল কাব্য
অন্নদামঙ্গল
পদ্মাবতী
লায়লী-মজনু
14960. মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী?
ঈশ্বরচন্দ্র গুপ্ত
রামরাম বসু
ভারতচন্দ্র রায়গুণাকর
শাহ মুহম্মদ সগীর