MCQ
14981. নিচের কোন জন বাংলা ভাষার কবি?
সুরদাস
জ্ঞানদাস
কালিদাস
জয়দেব
14982. বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কী?
মাগধী
অসমিয়া
ব্রজবুলি
জগাখিচুড়ি
14983. কবি গোবিন্দদাস কার ভাবশিষ্য ছিলেন?
জয়দেব
শ্রী চৈতন্যদেব
বিদ্যাপতি
চণ্ডীদাস
14984. পদ বা পদাবলি বলতে কি বুঝায়?
কলাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী
পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
বাউল বা মরমী গীতি
14985. বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?
ফারসি
ব্রজবুলি
মারাঠি
হিন্দি
14986. কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন?
বিদ্যাপতি
জয়দেব
গোবিন্দদাস
এদের কেউ নয়
14987. 'ব্রজবুলি'র প্রবর্তক / স্রষ্টা কে?
চণ্ডীদাস
বিদ্যাপতি
আলাওল
রবীন্দ্রনাথ ঠাকুর
14988. 'ব্রজবুলি'তে কোন কবি পদাবলি রচনা করেন?
চণ্ডীদাস
জ্ঞানদাস
বিদ্যাপতি
গোবিন্দদাস
14989. বৈষ্ণব পদাবলির অবাঙালি কবি কে?
গোবিন্দদাস
জ্ঞানদাস
চণ্ডীদাস
বিদ্যাপতি
14990. 'ব্রজবুলি' কোন স্থানের ভাষা?
আসাম
মিথিলা
গৌড়
পশ্চিমবঙ্গ
14991. কোন কবির উপাধি 'কবিকণ্ঠহার'?
চণ্ডীদাস
বিদ্যাপতি
মুকুন্দরাম চক্রবর্তী
ভারতচন্দ্র
14992. বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
সন্ধ্যাভাষা
অধিভাষা
ব্রজবুলি
সংস্কৃত ভাষা
14993. 'ব্রজবুলি' বলতে কী বোঝায়?
ব্রজধামে কথিত ভাষা
মৈথিলি ভাষার একটি উপভাষা
এক রকম কৃত্রিম কবিভাষা
বাংলা ও হিন্দির যোগফল
14994. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
ভাবরস
মধুররস
প্রেমরস
লীলারস
14995. 'মৈথিল কোকিল' খ্যাত কে?
জ্ঞানদাস
গোবিন্দদাস
বিদ্যাপতি
চণ্ডীদাস
14996. ব্রজভাষা কী?
বাংলার ভাষা
ব্রজভূমির ভাষা
বৃন্দাবনের ভাষা
মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
14997. কে বাংলা ভাষার কবি নন?
জ্ঞানদাস
জয়দেব
মুকুন্দরাম
চণ্ডীদাস
14998. 'গীতগোবিন্দ' কোন ভাষায় রচিত?
প্রাচীন বাংলা
সংস্কৃত
ব্রজবুলি
অবহটঠ
14999. বৈষ্ণব পদকর্তা 'চণ্ডীদাস' কত জন?
৩ জন
২ জন
৪ জন
৫ জন
15000. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
নবদ্বীপের
মিথিলার
বৃন্দাবনের
বর্ধমানের