Image
MCQ
15001. গঠনরীতিতে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মূলত-
পদাবলি
ধামলি
প্রেমগীতি
নাটগীতি
15002. পদাবলির প্রথম কবি কে?
শ্রীচৈতন্য দেব
বিদ্যাপতি
জ্ঞানদাস
চণ্ডীদাস
15003. মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
শ্রীকৃষ্ণকীর্তন
চর্যাপদ
নাথ সাহিত্য
বৈষ্ণব পদাবলি
15004. বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা কে?
চণ্ডীদাস
বিদ্যাপতি
জ্ঞানদা
আলাওল
15005. 'শ্রীকৃষ্ণকীর্তন কাব্য' কোথা থেকে উদ্ধার করা হয়েছিল ?
নেপালের রাজদরবার থেকে
গোয়ালঘর থেকে
পাঠশালা থেকে
কান্তজীর মন্দির থেকে
15006. 'বড়ায়ি' কোন কাব্যের চরিত্র?
মনসামঙ্গল
চণ্ডীমঙ্গল
শ্রীকৃষ্ণকীর্তন
পদ্মাবতী
15007. অনিষ্ট করতে গিয়ে ভাল করাকে কী বলে?
তামার বিষ
শাপে বর
একাদশে বৃহস্পতি
তীর্থের কাক
15008. 'হাড়হদ্দ' বাগধারা দিয়ে বোঝায়-
স্পর্ধা
নাড়ীনক্ষত্র
অকৃত্রিম
দৃঢ়তা
15009. 'শ্রীকৃষ্ণকীর্তন' আবিষ্কার করেন-
হরপ্রসাদ শাস্ত্রী
রামমোহন রায়
বসন্তরঞ্জন রায়
প্রমথ চৌধুরী
15010. 'কুল রাখি না শ্যাম রাখি'- বাক্য কোন অর্থে ব্যবহৃত হয়?
প্রতিবাদ
উভয়সংকট
ব্যাঙ্গার্থে
সম্মানার্থে
15011. 'সাপের পাঁচ পা দেখা' প্রবাদের অর্থ কী?
ভয় পাওয়া
চোখে অন্ধকার দেখা
শেষ মুহুর্ত পর্যন্ত আশায় থাকা
অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা
15012. কোনটি 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের অন্তর্ভুক্ত নয়?
বান খন্ড
তাম্বুল খন্ড
কালিদমন খন্ড
নৌকা খন্ড
15013. 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগধারার অর্থ কী?
রামায়ণের সাত পর্ব
রামায়ণে বর্ণিত বৃক্ষ
রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
বৃহৎ বিষয়
15014. 'হাতের পাঁচ' এর সঠিক অর্থ-
নিকটজন
শেষ সম্বল
পরমাত্মীয়
বন্ধু
15015. 'সুখের পায়রা' বাগধারার অর্থ-
খারাপ ব্যক্তি
অনিষ্টকর আত্মীয়
সুসময়ের বন্ধু
ভণ্ড
15016. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রচয়িতা-
চণ্ডীদাস
বড়ু চণ্ডীদাস
দ্বিজ চণ্ডীদাস
দীন চণ্ডীদাস
15017. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
মধুমালতী
সিকান্দরনামা
শ্রীকৃষ্ণকীর্তন
বৈষ্ণব পদাবলি
15018. 'রজ্জুতে সর্পজ্ঞান' বাগধারাটির অর্থ কী?
আচমকা বিপদ
সাপকে দড়ি দিয়ে বাধা
যাদুকরী বিদ্যা অর্জন করা
বিভ্রম
15019. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের খণ্ড সংখ্যা-
১৪
১৫
১৩
১২
15020. মধ্যযুগের প্রথম কবি কে?
বড়ু চণ্ডীদাস
ভারতচন্দ্র রায়গুণাকর
বিদ্যাপতি
মুকুন্দরাম চক্রবর্তী