MCQ
1941. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বসন্ত
বিসর্জন
ডাকঘর
অচলায়তন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: 'বসন্ত' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। রবীন্দ্রনাথ ঠাকুর নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে।
1942. 'চর্যাপদ' কে আবিষ্কার করেন?
সুকুমার সেন
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
হরপ্রসাদ শাস্ত্রী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাকার থেকে আবিষ্কৃত হয়। চর্যার পুঁথিতে ৫১টি গান ছিল, যার মধ্যে সাড়ে ৪৬টি পাওয়া গেছে।
1943. সঠিক বানান কোনটি?
প্রতিযোগীতা
মুমুর্ষু
পুরস্কার
সবগুলোই
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: শুদ্ধ বানান- প্রতিযোগিতা, মুমূর্ষু।
1944. নিচের কোন আকৃতির Soil particle-কে Fine aggregae বলা হয়?
৪.৭৫ মিমি
৪.৭৬ মিমি অপেক্ষা কম
৬.৭৫ মিমি
৬.৭৫ মিমি অপেক্ষা বেশি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Fine aggregate-এর Sieve size যথাক্রমে ৪.৭৫ মিমি, ২.৩৬ মিমি, ১.১৮ মিমি, ৬০০ মাইক্রোন, ৩০০ মাইক্রোন, ১৫০ মাইক্রোন।
1945. 'বাংলা গদ্যের জনক' কাকে বলা হয়?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রাজা রামমোহন রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। তাঁর বলিষ্ট প্রতিভার জাদুস্পর্শে বাংলা গদ্য উৎকর্ষের এক উচ্চতর পরিসীমায় উন্নীত হয়।
1946. কোন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশে একমাত্র কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে?
কর্ণফুলী
সাঙ্গু
তিস্তা
মেঘনা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলায় অবস্থিত একমাত্র কৃত্রিম হ্রদ। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে এই হ্রদ তৈরি করা হয়েছে।
1947. She is currently at work - a literary thriller.
over
beside
on
into
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: কোনো বিষয়ের উপর/বিষয়ে কাজ করা বুঝাতে Work-এর সাথে 'on' preposition ব্যবহৃত হয়।
1948. নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?
৩.৪৩ কিমি
৩.৩৪ কিমি
৪.৩৩ কিমি
৪.৪৩ কিমি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেলের নাম দেয়া হয়েছে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল'। এটি কর্ণফুলী নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করবে।
1949. ইউক্রেনের রাজধানীর বর্তমান নাম কী?
জেনেভা
কিয়েভ
রোস্টভ
বদরুঙ্কু
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: ইউক্রেনের, রাজধানীর নাম কিয়েভ। এটি দনিপার নদীর তীরে অবস্থিত।
1950. Rail-এর Super-elevarion কোন Parameter-এর সাথে বিপরীত আনুপাতিক (Inversely proportional)?
Velocity
Radius of the curve
Gauge
কোনোটিই নয়
1951. কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে কোন দেশে?
চীন
ভারত
পাকিস্তান
থাইল্যান্ড
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে (১০,৩৭,৬৬৪ জন)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত (৫,২৪,৮০৩ জন)।
1952. ১০ মিটার দৈর্ঘ্যের একটি Simiply supported beam- এর ঠিক মধ্যখানে একটি 10KN concentrated load প্রয়োগ করলে সর্বোচ্চ Bending moment কত হবে?
100 KN-m
25 KN-m
50 KN-m
কোনোটিই নয়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Bending moment, M= PL/4= 10x10/ 4 = 25 kN-m
1953. In his dealings--- parents, he was always sincere.
into
with
to
at
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: কারো সাথে আচরণ/ব্যবহার কর! অর্থে deal with ব্যবহৃত হয়।
1954. মাটির ভারবহন ক্ষমতা নির্ধারণের জন্য কোন ধরনের পরীক্ষা করা হয়?
Specific gravity test
Soil cone method
SPT
Hammer test
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য Plate bearing test, standard penetration test, Field vane shear test ইত্যাদি করা হয়।
1955. কোন ক্ষেত্রে Critical path method ব্যবহার করা হয় না?
ভবন নির্মাণ
রাস্তা নির্মাণ
সেতু নির্মাণ
Research and development project
1956. 'নিসর্গ' শব্দটির অর্থ কী?
প্রকৃতি
বেহেস্ত
যা সর্গ নয়
অধ্যায়
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: 'নিসর্গ শব্দটির অর্থ- সৃষ্টি, প্রকৃতি, স্বভাব, রূপ।
1957. সিমেন্ট গুদামজাত করলে স্তুপের উচ্চতা নিচের কোন পরিমাপের অধিক হওয়া উচিত নয়?
১০ ব্যাগ
২০ ব্যাগ
১৫ ব্যাগ
কোনোটিই নয়
1958. Concrete-এর Water-cement ration 0.5 হলে 10 ব্যাগ Cement-এর জন্য কতটুকু পানি প্রয়োজন?
150 Litre
400 Litre
250 Litre
200 Litre
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: W/C Ratio = Water/ Cement
⇒0.5 = Water/10 ×50
⇒ Water = 250 litre.
1959. Choose the correct sentence:
He was absorbed in his work
He did absorbed in his work
He was absorbed at his work
He absorbed at his work
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: 'Absorb in' এর অর্থ অধিক মনোযোগসহকারে কিছু করা। এখানে সে মনোযোগী তার কাজের প্রতি বুঝাতে absorbed adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। Adjective-এর পূর্বে একটি auxillary verb বসে। Option (ক) সঠিক উত্তর। Option (খ) তে absorbed in থাকলেও সেটি সঠিক নয় কারণ এখানে did আছে এবং did এর পরে সবসময় verb-এর base form বসে।
1960. 'Animal Farm' is written by -.
George Orwell
Jane Austen
Henry Fielding
E.M. Forster
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: 'Animal Firm', ব্রিটিশ ঔপন্যাসিক Georga Orwell রচিত একটি উপন্যাস। Jane Austen তাঁর Pride & Prejudice উপন্যাসের জন্য পরিচিত। E.M. Forster, Passage to India এবং Henry Fielding, Tom Jones-এর জন্য বিখ্যাত।