Image
MCQ
141. রঙিন টেলিভিশনে যে কম্পোজিট ভিডিও সিগন্যাল ব্যবহৃত হয়, তা পাঠাতে মোট ব্যান্ডউইডথ লাগে-
5 মেগাহার্টজ
7 মেগাহার্টজ
7.5 মেগাহার্টজ
10 মেগাহার্টজ
142. বাংলাদেশে বেতার কেন্দ্রগুলো থেকে সাধারণত যে মডুলেশন পদ্ধতিতে সিগন্যাল সম্প্রচার করা হয়, তার নাম-
অ্যামপ্লিচিউড মডুলেশন
ওফ্রিকুয়েন্সি মডুলেশন
ফেজ মডুলেশন
কোয়াড্রেচার অ্যামপ্লিচিউড মডুলেশন
143. টেলিফোনে ডিজিটাল ভয়েস কমিউনিকেশনের জন্য যে বিট-রেট প্রয়োজন, তা হলো-
প্রতি সেকেন্ডে ৪ কিলোবিট
প্রতি সেকেন্ডে 16 কিলোবিট
প্রতি সেকেন্ডে 32 কিলোবিট
প্রতি সেকেন্ড 64 কিলোবিট
144. রেডিও রিসিভার অডিও সিগন্যাল ডিটেক্ট করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো-
ফস্টার-সিলি ডিটেক্টর
সিংক্রোনাস ডিটেক্টর
ইনভেলাপ/ডায়োড ডিটেক্টর
কহিরেন্ট ডিটেক্টর
146. অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করার সময় ট্রানজিস্টরের ইমিটার বেস জাংশন ফরোয়ার্ড বায়াসড় এবং কালেক্টর বেস জাংশন-
ফরোয়ার্ড বায়াসড় রাখতে হয়
রিভার্স বায়াসড্ রাখতে হয়
নেগেটিভ ভোল্টেজে রাখতে হয়
0.2 ভোল্টের কম রাখতে হয়
147. একটি Remote control calling bell কাজ করে যে ফ্রিকুয়েন্সিতে, তা হলো-
RF
VHF
Microwave
কোনোটিই নয়
149. বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠানো হয়-
অ্যামপ্লিচিউড মডুলেশন করে
ফ্রিকুয়েন্সি মন্ডুলেশন করে।
ফেজ মডুলেশন করে
বাইনারি মডুলেশন করে
150. একটি রেকর্ডকৃত সাউন্ডকে পুনরায় শোনার জন্য যে তত্ত্বটি ব্যবহৃত হয়, তা হলো-
Dolby's law
Nyquist's law
Sampling principle
Bell's theorem
151. স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) কমিউনিকেশনে আকাশে ভাসমান স্যাটেলাইটের 'ডাউন-লিংক ফ্রিকুয়েন্সি' তার 'আপ লিংক ফ্রিকুয়েন্সি'র তুলনায়-
সমান রাখা হয়
বেশি রাখা হয়
কম রাখা হয়
৪০ মেগাহার্টজ কম রাখা হয়
153. Amplitude modulation-এর ক্ষেত্রে-
Carrier frequency-টি হয় high
Envelop- frequency-টি হয় high
Carmer frequency-কে modulite করা হয়
Carrier এবং envelop দুটিই হয় high frequency-
154. কোনো সিগন্যালে কী কী ফ্রিকুয়েন্সি কোন কোন মাত্রায় আছে তা পরিমাপ করা যায় যে যন্ত্র দিয়ে, তার নাম-
অসিলোস্কোপ
পাওয়ার মিটার
সিআরও
স্পেকট্রাম অ্যানালাইজার
155. 'মডেম'-এর মধ্যে যা থাকে তা হলো-
একটি মডুলেটর
একটি এনকোডার
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
একটি কোডেক
156. টেলিভিশন সেটে যে আউট ডোর অ্যান্টেনা ব্যবহার করা। হয়, সেটি একটি-
সাধারণ ডাইপোল অ্যান্টেনা
টেলিস্কোপিক অ্যান্টেনা
ফোন্ডেড ডাইপোল অ্যান্টেনা
অমনি-ডাইরেকশনাল অ্যান্টেনা
157. 'সুপারহেটারোডাইন' রেডিও রিসিভারে যে ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি ব্যবহার হয়, তা হলো-
450 কিলোহার্টজ
470 কিলোহার্টজ
455 কিলোহার্টজ
70 কিলোহার্টজ
158. বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। টেলিফোন করা যায়, তার নাম-
ভয়েস অভার ইন্টারনেট প্রটোকল (OVIP)
ইন্টারনেটে টেলিফোনি
মডেম
পোস্ট অফিস প্রটোকল
159. মাল্টিস্টেজ ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারে পাওয়ার অ্যামপ্লিফিকেশনের কাজে যে ধরনের কাল্পিং ব্যবহার করা হয়, তা হলো-
ডাইরেক্ট কাল্লিং
আরসি কাল্পিং
ট্রান্সফর্মার কাপ্লিং
রেজিস্ট্যান্স কাপ্লিং
160. আমরা টেলিফোন চ্যানেলের মাধ্যমে যখন কথা আদান- প্রদান করি, তখন তার ফ্রিকুয়েন্সি রেঞ্জ থাকে-
20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ
300 হার্টজ থেকে 3500 হার্টজ
০ হার্টজ থেকে 4 কিলোহার্টজ
10 হার্টজ থেকে 10 কিলোহার্টজ