MCQ
141. রঙিন টেলিভিশনে যে কম্পোজিট ভিডিও সিগন্যাল ব্যবহৃত হয়, তা পাঠাতে মোট ব্যান্ডউইডথ লাগে-
5 মেগাহার্টজ
7 মেগাহার্টজ
7.5 মেগাহার্টজ
10 মেগাহার্টজ
142. বাংলাদেশে বেতার কেন্দ্রগুলো থেকে সাধারণত যে মডুলেশন পদ্ধতিতে সিগন্যাল সম্প্রচার করা হয়, তার নাম-
অ্যামপ্লিচিউড মডুলেশন
ওফ্রিকুয়েন্সি মডুলেশন
ফেজ মডুলেশন
কোয়াড্রেচার অ্যামপ্লিচিউড মডুলেশন
143. টেলিফোনে ডিজিটাল ভয়েস কমিউনিকেশনের জন্য যে বিট-রেট প্রয়োজন, তা হলো-
প্রতি সেকেন্ডে ৪ কিলোবিট
প্রতি সেকেন্ডে 16 কিলোবিট
প্রতি সেকেন্ডে 32 কিলোবিট
প্রতি সেকেন্ড 64 কিলোবিট
144. রেডিও রিসিভার অডিও সিগন্যাল ডিটেক্ট করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো-
ফস্টার-সিলি ডিটেক্টর
সিংক্রোনাস ডিটেক্টর
ইনভেলাপ/ডায়োড ডিটেক্টর
কহিরেন্ট ডিটেক্টর
145. VLSI কথাটি হলো-
Very Large System Intergration
Very Large Scale Integration
Very Long System Integration
Very Long System Input
146. অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করার সময় ট্রানজিস্টরের ইমিটার বেস জাংশন ফরোয়ার্ড বায়াসড় এবং কালেক্টর বেস জাংশন-
ফরোয়ার্ড বায়াসড় রাখতে হয়
রিভার্স বায়াসড্ রাখতে হয়
নেগেটিভ ভোল্টেজে রাখতে হয়
0.2 ভোল্টের কম রাখতে হয়
147. একটি Remote control calling bell কাজ করে যে ফ্রিকুয়েন্সিতে, তা হলো-
RF
VHF
Microwave
কোনোটিই নয়
148. ইলেকট্রনিক পরিভাষায় 'AM' দ্বারা বুঝায়-
Anno median
Angelo Marconi
Amperes
Amplitude Modulation
149. বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠানো হয়-
অ্যামপ্লিচিউড মডুলেশন করে
ফ্রিকুয়েন্সি মন্ডুলেশন করে।
ফেজ মডুলেশন করে
বাইনারি মডুলেশন করে
150. একটি রেকর্ডকৃত সাউন্ডকে পুনরায় শোনার জন্য যে তত্ত্বটি ব্যবহৃত হয়, তা হলো-
Dolby's law
Nyquist's law
Sampling principle
Bell's theorem
151. স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) কমিউনিকেশনে আকাশে ভাসমান স্যাটেলাইটের 'ডাউন-লিংক ফ্রিকুয়েন্সি' তার 'আপ লিংক ফ্রিকুয়েন্সি'র তুলনায়-
সমান রাখা হয়
বেশি রাখা হয়
কম রাখা হয়
৪০ মেগাহার্টজ কম রাখা হয়
152. VSAT বলতে বুঝায়-
Virtual satellite
Very Small Apапше Terminal
Very Small Applitude Terminal
Vertical Satellite
153. Amplitude modulation-এর ক্ষেত্রে-
Carrier frequency-টি হয় high
Envelop- frequency-টি হয় high
Carmer frequency-কে modulite করা হয়
Carrier এবং envelop দুটিই হয় high frequency-
154. কোনো সিগন্যালে কী কী ফ্রিকুয়েন্সি কোন কোন মাত্রায় আছে তা পরিমাপ করা যায় যে যন্ত্র দিয়ে, তার নাম-
অসিলোস্কোপ
পাওয়ার মিটার
সিআরও
স্পেকট্রাম অ্যানালাইজার
155. 'মডেম'-এর মধ্যে যা থাকে তা হলো-
একটি মডুলেটর
একটি এনকোডার
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
একটি কোডেক
156. টেলিভিশন সেটে যে আউট ডোর অ্যান্টেনা ব্যবহার করা। হয়, সেটি একটি-
সাধারণ ডাইপোল অ্যান্টেনা
টেলিস্কোপিক অ্যান্টেনা
ফোন্ডেড ডাইপোল অ্যান্টেনা
অমনি-ডাইরেকশনাল অ্যান্টেনা
157. 'সুপারহেটারোডাইন' রেডিও রিসিভারে যে ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি ব্যবহার হয়, তা হলো-
450 কিলোহার্টজ
470 কিলোহার্টজ
455 কিলোহার্টজ
70 কিলোহার্টজ
158. বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। টেলিফোন করা যায়, তার নাম-
ভয়েস অভার ইন্টারনেট প্রটোকল (OVIP)
ইন্টারনেটে টেলিফোনি
মডেম
পোস্ট অফিস প্রটোকল
159. মাল্টিস্টেজ ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারে পাওয়ার অ্যামপ্লিফিকেশনের কাজে যে ধরনের কাল্পিং ব্যবহার করা হয়, তা হলো-
ডাইরেক্ট কাল্লিং
আরসি কাল্পিং
ট্রান্সফর্মার কাপ্লিং
রেজিস্ট্যান্স কাপ্লিং
160. আমরা টেলিফোন চ্যানেলের মাধ্যমে যখন কথা আদান- প্রদান করি, তখন তার ফ্রিকুয়েন্সি রেঞ্জ থাকে-
20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ
300 হার্টজ থেকে 3500 হার্টজ
০ হার্টজ থেকে 4 কিলোহার্টজ
10 হার্টজ থেকে 10 কিলোহার্টজ