Image
MCQ
21. ক্রিটিকাল অ্যাকটিভিটির ফ্লোট কত হবে?
হেড ও টেইল স্নাবের বিয়োগফল
কোনটিই নয়
22. কংক্রিটের Strength জানার জন্য সাধারণত Concrete-এর Cylinder-এর কতদিনের test করা হয়?
15 দিন
20 দিন
28 দিন
35 দিন
26. Concrete-এর workability কার সমানুপাতিকা
Agg.cement ratio
Agg.grading
প্রস্তুতির সময়
সবগুলি
27. Sunshade-এর নিচে গড়ানো ঠেকাতে সিমেন্টের যে ব্যান্ড দেয়া হয় তার নাম
Drop Course
Rain Course
Water course
Dip Course
29. কোন ধরনের aggregate ব্যবহার করলে workabillity ভালো পাওয়া যায়?
Elongated
angular
rounded
সবগুলি
31. পানির মধ্যে নির্মাণ এলাকা শুদ্ধ রাখার জন্য ব্যবহৃত হয়-
পাইল
ওয়েল
কেইসন
কফার ড্যাম
32. Cast iron তৈরিতে ব্যবহৃত ফার্নেস হলো-
Blast furnace
Cupola furnace
Open hearth furnace
Bessemer converter
33. জবনের ছাদে পানি চুয়ানো বন্ধের জন্য ও তাপ প্রতিরোধ করার জন্য নিচের কোনটি ব্যবহৃত
সিমেন্ট কংক্রিট
লাইম কংক্রিট
বিটুমিনাস কংক্রিট
কোনোটিই নয়
35. Concrete placing এবং compacting এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
segregation
bulking
bleeding
creeping
37. প্রথম শ্রেণির ইটের নূন্যতম ক্রাশিং স্ট্রেংথ সাধারণত কত MN/m² হয়ে থাকো -
7.5
10.5
12.5
14.0
38. BSTI মানে কী ?
British Standards and Testing
British Standards and Testing Instroment
Bangladesh Standards and Testing Institution
Bangladesh Standards and Testing Instroment
39. গাঁথুনিতে ব্যবহারের পূর্বে ইটকে পানিতে ভিজানো হয় কেন?
ইটকে পরিষ্কার করার জন্য
ইট ঠাণ্ডা করার জন্য
ইট যাতে মসলায় ব্যাবহৃত পানি শোষণ করতে না পারে।
কোনোটিই নয়