Image
MCQ
301. ইস্ত্রির “থার্মোস্ট্যাট” কী পদার্থের তৈরি?
স্টিল
সিলভার
লোহা
ক ও খ
302. রুম হিটারের হিটিং এলিমেন্ট কীসের তৈরি?
নিকেল
স্টিল
নাইক্রোম
লোহা
303. ইস্ত্রিতে থার্মোস্ট্যাটের বাইমেটালিক স্ট্রিপ কত তাপমাত্রায় বন্ধ হয়?
160°F
170°F
180°F
200°F
304. বৈদ্যুতিক ইস্ত্রির মাইকা শিট কী হিসাবে কাজ করে?
পরিবাহী
অর্ধপরিবাহী
অপরবাহী
কওখ
305. বাসাবাড়িতে ইলেকট্রিক কেটলির ওয়াট কত হয়ে থাকে?
300W থেকে 500W
500W থেকে 1000W
1000W থেকে 2500W
2000W থেকে 3500W
306. ইঞ্জিতে থার্মোস্ট্যাটের বাইমেটালিক স্ট্রিপ কত তাপমাত্রায় খোলে?
160°F
170°F
180°F
200°F
307. ইস্ত্রির ওয়াট কী কী ধরনের হয়, লেখ।
100W
400W
200W
1000W
308. "ওয়ার্ম” পজিশনে ভাত কত ঘণ্টা গরম থাকে?
২ থেকে ৬ ঘণ্টা
৩ থেকে ৮ ঘণ্টা
৪ থেকে ১০ ঘণ্টা
৫ থেকে ১২ ঘণ্টা
310. "কুক” পজিশন থেকে "ওয়ার্ম” পজিশনে আসতে কত সময় লাগে?
৫ থেকে ১০ মিনিট
১০ থেকে ১৫ মিনিট
১৫ থেকে ২০ মিনিট
২০ থেকে ২৫ মিনিট
311. রাইস কুকারে ম্যাগনেটিক সুইচের অবস্থান কোথায়?
হিটিং প্লেটের মাঝখানে
হিটিং প্লেটের উপরে
হিটিং প্লেটের নিচে
আউটার লিডে
312. রুম হিটারের গার্ডওয়্যার কীসের তৈরি?
এবোনাইট
স্টিল
প্লাস্টিক
কোনোটিই নয়
313. রাইস কুকারের মূল অংশটি কীসের তৈরি?
লোহার
সিলভারের
স্টিলের
অ্যালুমিনিয়ামের
314. ওয়াটার হিটারে হিটিং এলিমেন্টের সাথে কন্ট্রোল থার্মোস্ট্যাট কীভাবে সংযুক্ত থাকে?
সিরিজ
প্যারালাল
কওখ
স্টার-ডেল্টা
315. ওয়াটার হিটারে কয়টি হিটিং এলিমেন্ট থাকে?
দুটি
তিনটি
চারটি
পাঁচটি
316. রাইস কুকারের হিটিং এলিমেন্টটি কীসের তৈরি?
ক্রোমিয়াম
নিকেল
স্টিল
নাইক্রোম
317. রুম হিটারে কী প্রক্রিয়ায় উৎপন্ন তাপ বাতাসে ছড়িয়ে পড়ে?
পরিবহন
বিকিরণ
পরিচলন
ক ও খ
318. হিট রিফ্লেকটর চকচকে আয়নার মতো না হলে কী হয়?
তাপের রেডিয়েশনের মাত্রা কমে যায়
তাপের রেডিয়েশনের মাত্রা বেড়ে যায়
তাপের রেডিয়েশনের মাত্রা একই থাকে
কোনোটিই না
319. ইন্ডিকেটর ল্যাম্পটি কত ভোল্টের হয়?
IV থেকে 1.5V
1.5V থেকে 3V
2V থেকে 4V
3V থেকে 4.5V
320. রাইস কুকারের কন্ট্রোল প্যানেলে সুইচ থাকে-
ম্যাগনেটিক সুইচ
রাইস কুক ল্যাম্প
হিটিং প্লেট
সবগুলো