Image
MCQ
261. । মাইক্রোওয়েভ ওভেনে কোন ধরনের মোটর ব্যবহার করা হয়?
ইন্ডাকশন মোটর
সিনক্রোনাস মোটর
ব্লোয়ার মোটর
সিরিজ মোটর
262. কোন অংশকে ডি-হিউমিডিফায়ার সিস্টেমের হৃৎপিণ্ড বলা হয়?
কম্প্রেসার
কন্ডেন্সার
ব্লোয়ার
ইউপোরেটর
263. মাইক্রোওয়েভ ওভেনে বস্তুকণাগুলো প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে?
৪.৯ মিলিয়ন বার
৫.৯ মিলিয়ন বার
৬.৯ মিলিয়ন বার
৭.৯ মিলিয়ন বার
264. বাজারে কী কী ধরনের ওয়াশিং মেশিন প্রচলিত আছে?
টাব টাইপ
সেমি-অটোমেটিক টাইপ
ঘূর্ণন টাইপ
সবগুলো
265. মাইক্রোওয়েভ ওভেনের হিট কন্ট্রোলের অংশ কয়টি?
তিনটি
চারটি
পাঁচটি
ছয়টি
266. একটি ডি-হিউমিডিফায়ার সারা দিন একটি প্রমাণ সাইজের রুম থেকে কী পরিমাণ পানি অপসারণ করে?
১ থেকে ২ গ্যালন
২ থেকে ৩ গ্যালন
৩ থেকে ৪ গ্যালন
৪ থেকে ৫ গ্যালন
267. রেফ্রিজারেন্ট হিসাবে ডি-হিউমিডিফায়ারে কী ব্যবহৃত হয়?
ফ্রেয়ন গ্যাস
অ্যামোনিয়া
সালফার ডাই-অক্সাইড
CFCs
268. মাইক্রোওয়েভ ওভেন কোন নীতিতে কাজ করে?
কেমিক্যাল নীতিতে
মেকানিক্যাল নীতিতে
তাপনীতিতে
ক ও খ
269. ব্লেন্ডার মোটর অন অবস্থায় একটানা কতক্ষণ চালানো উচিত নয়?
২/৩ মিনিট
৩/৪ মিনিট
৪/৫ মেনিট
১/২ মিনিট
270. ডি-হিউমিডিফায়ারে ইভাপোরেটরের পরিবর্তে কী ব্যবহৃত হয়?
Jin an tube
Microchannel technology
Coiled tube
ক ও খ
271. সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনে কয়টি 'টাব' থাকে?
দুটি
তিনটি
চারটি
পাঁচটি
275. ডি-হিউমিডিফায়ারের কাজ কী?
বাতাসের আর্দ্রতা কমায়
তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
উভয় কাজ করে
কোনোটিই না
276. ওয়াশিং মেশিনে ওয়াটার লেভেলের কয়টি পজিশন থাকে?
একটি
দুইটি
তিনটি
চারটি
277. ওয়াশিং মেশিনে ওয়াশিং কাজে কী এনার্জি ব্যবহৃত হয়?
হিট এনার্জি
কেমিক্যাল এনার্জি
মেকানিক্যাল এনার্জি
ক ও খ
278. মাইক্রোওয়েভ ওভেনে রন্ধনকার্যে কী এনার্জি ব্যবহার করা হয়?
হিট এনার্জি
কেমিক্যাল এনার্জি
মাইক্রোওয়েভ এনার্জি
মেকানিক্যাল এনার্জি
279. মাইক্রোওয়েভ ওভেনের কুকিং সুইচ অন করলে কী কী সক্রিয় হয়?
ব্লোয়ার মোটর
কুকিং রিলে
ম্যাগনেট্রন টিউব
সবগুলো
280. মাইক্রোওয়েভ ওভেনের টাইমারের অংশ কোনটি?
টাইমার সুইচ কন্ট্যাক্ট
টাইমার মোটর
টাইমার বেল
সবগুলো