Image
MCQ
241. তাপমাত্রা কী?
কোনো বস্তুর তাপীয় অবস্থা
একপ্রকার শক্তি
কোনো বস্তুর ওজন
কোনো বস্তুর অভ্যন্তরীণ গুণাগুণ
242. হিমায়ন পদ্ধতি প্রধানত কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
244. রেফ্রিজারেশনের অর্থ কী?
তরলীকরণ
"হিমায়ন” বা ঠান্ডাকরণ
বাষ্পীকরণ
শীতাতপ নিয়ন্ত্রণ
245. থার্মোডাইনামিক্স শব্দের অর্থ কী?
গতিবিজ্ঞান
স্থিতি বিজ্ঞান
বায়ুগতিবিদ্যা
তাপবিজ্ঞান
247. এয়ারকন্ডিশনিং-এর অর্থ কী?
তাপমাত্রা নিয়ন্ত্রণ
শীতাতপ নিয়ন্ত্রণ
তরলের চাপ নিয়ন্ত্রণ
তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণ
248. কোন দেশে প্রথম রেফ্রিজারেশন পদ্ধতির নিদর্শন পাওয়া যায়?
ভারত
জাপান
চীন
ইংল্যান্ড
249. প্রাচীন মিশরীয়রা রেফ্রিজারেশনের কোন পদ্ধতি আবিষ্কার করেন?
সংকোচন
ঘনীভবন
ইভাপোরেশন
বাষ্পীভবন
250. এক টন বরফকে ২৪ ঘণ্টায় গলাতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে বলে।
COP (Coefficient Of Performance)
TOR (Ton Of Refrigeration)
MFR (Mass Flow Rate)
সম্পৃক্ত তাপ
251. তাপ সঞ্চালনের উপর ভিত্তি করে রেফ্রিজারেশন পদ্ধতি কত প্রকার?
৪ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
253. অটোমোবাইল এয়ারকন্ডিশনিং পদ্ধতি চালু হয় কত সালে?
১৯২০
১৯৩০
১৯৪০
১৯৫০
254. "Thermo" এবং "Dynamics" শব্দ দুটির উৎপত্তি হয়েছে কোন শব্দ হতে?
ইংরেজি শব্দ
ফারসি শব্দ
গ্রিক শব্দ
আরবি শব্দ
255. তাপমাত্রা পরিমাপক যন্ত্র কোনটি?
ব্যারোমিটার
অ্যানিমোমিটার
থার্মোমিটার
ওয়াটমিটার
256. স্বয়ংক্রিয় রেফ্রিজারেশন যন্ত্র আবিষ্কার হয় কত সালে?
১৯২০
১৯২৫
১৯৩০
১৯৪০
258. বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম-
থার্মোমিটার
ক্যালরিমিটার
ব্যারোমিটার
অ্যানিমোমিটার
259. কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে বলে।
অনুমেয় তাপ
সুপ্ততাপ
আপেক্ষিক তাপ
কোনোটিই নয়
260. যে তাপ প্রয়োগের ফলে কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি। ১ পায়, তাকে বলে।
সুপ্ততাপ
অনুমেয় বা অনুভূত তাপ
আপেক্ষিক তাপ
পরম তাপমাত্রা