MCQ
2641. নিচের কোন ডায়োডের রিভার্স রিকোভারি সময় বেশি?
জেনারেল পারপাস ডায়োড
ফাস্ট রিকোভারি ডায়োড
উভয়েই
কোনোটিই নয়
2642. এক ধরনের সেমিকন্ডাক্টর, যা এর base অথবা gate-এর দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং যা সাধারণত সুইচিং কিংবা অ্যামপ্লিফায়ার বর্তনীকে ব্যবহৃত হয়, তা হলো-
transistor
diode
resistor
varistor
2643. Transistor তৈরি করতে প্রয়োজন হলো-
Conductor
Insulator
Semiconductог
Wood
2644. এই প্রতীকটি নিচের কোন ডায়োডের?
স্কটকি ডায়োড
জেনার ডায়োড
ফটোডায়োড
টানেল ডায়োড
2645. স্ট্যাবিলিটি ফ্যাক্টরের আদর্শ মান--
200
1
100
500
2646. একটি ট্রানজিস্টরের দুটি জাংশন থাকে, সেগুলো হলো-
ইমিটার-বেস ও কালেক্টর-বেস জাংশন
বেস-কালেক্টর ও ইমিটার-কালেক্টর জাংশন
বেস-ইমিটার ও কালেক্টর ইমিটার জাংশন
ইমিটার-বেস ও কালেক্টর-ইমিটার জাংশন
2647. সাইক্লোকনভার্টারের অপর নাম নিচের কোনটি?
বাইল্যাটারাল সিরিজ ইনভার্টার
সাইকেল কনভার্টার
ডিসি ট্রান্সফর্মার
ব্রিজ ইনভার্টার
2648. UPS-এর পূর্ণনাম নিচের কোনটি?
Universal power supply
Uninterruptible power supply
Unipolar power supply
None of them
2649. ট্রানজিস্টরের ইমিটার অংশে ---অপদ্রব্য মেশানো হয়।
অনেক কম
বেসের সমান
অনেক বেশি
কালেক্টরের সমান
2650. ইলেকট্রনিক ড্রাইভ সিস্টেমের টার্ম নিচের কোনটি?
স্পিড রেগুলেশন
জগিং কন্ট্রোল
টর্ক লিমিট
উপরের সবগুলো
2651. একখণ্ড N-type Semiconductor-এর সাথে একখণ্ড Metal পদার্থ (যেমন- সোনা, রুপা) মিশিয়ে নিচের কোন ডায়োডটি তৈরি করা হয়?
P-N জাংশন ডায়োড
ফটোডায়োড
জেনার ডায়োড
স্কটকি ডায়োড
2652. আলোর তীব্রতা বাড়লে সেমিকন্ডাক্টরের রোধ হ্রাস পায়। এটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য হবে?
ফটোভোল্টাইক সেল
ফটোকন্ডাকটিভ সেল
ফটোট্রানজিস্টর
ফটোরেজিস্টর
2653. --এ সূচনা বিন্দু (Operating point) সবচেয়ে বেশি স্থির থাকে।
ভোল্টেজ বিভাজিত (Divider) বায়াসিং
বেস-রোধ বায়াসিং
কালেক্টর-রোধ বায়াসিং
শূন্য বায়াসিং
2654. ডিসি পাওয়ারকে চাহিদানুযায়ী ভোল্টেজ ও ফ্রিকুয়েন্সিতে রূপান্তর ও প্রয়োজনমতো নিয়ন্ত্রণ করা কোন ডিভাইসের কাজ?
রেকটিফায়ার
ইনভার্টার
কনভার্টার
অ্যামপ্লিফায়ার
2655. পাওয়ার ইলেকট্রনিক্সের ভিত্তি কী?
কন্ডাক্টর ডিভাইসের সুইচিং গতি
সেমিকন্ডাক্টর ডিভাইসের সুইচিং গতি
ইন্সুলেটর ডিভাইসের সুইচিং গতি
কোনোটিই নয়
2656. ---ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
কমন ইমিটার
কমন বেস
কমন কালেক্টর
শূন্য
2657. Resistance-এর কালার কোডে লাল রঙের সংখ্যা হলো-
8
২
৩
১
2658. কমন বেস ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারের কারেন্ট গেইন-
একের অধিক
দুইয়ের বেশি
একের চেয়ে কম
শূন্য
2659. নিচের কোন ডিভাইসের সাহায্যে বিভিন্ন ফিজিক্যাল সিগন্যাল বা এনার্জিকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করা হয়?
ট্রান্সডিউসার
অ্যামপ্লিফায়ার
ট্রান্সফর্মার
অসিলেটর
2660. একটি Common collector transistor amplifier- এর সর্বোচ্চ voltage gain হলো-
10
100
1
কোনোটাই সত্য নয়