MCQ
2621. অসিলোস্কোপের বিম-এর তীব্রতা পরিবর্তন করা যায়-
ইনটেনসিটি নব ঘুরিয়ে
ট্রিগার নব ঘুরিয়ে
ফোকাস নব ঘুরিয়ে
ভোল্ট/ডিভিশন নব ঘুরিয়ে
2622. LED তৈরিতে ব্যবহৃত হয়-
গ্যালিয়াম
আর্সেনিক
ফসফরাস
সবগুলো
2623. রেজিস্টরের চতুর্থ ব্যান্ডে কোনো কালার না থাকলে বুঝায়-
±10% টলারেন্স
±20% টলারেন্স
শূন্য টলারেন্স
অসীম টলারেন্স
2624. আলফা কণার অর্ধায় কত?
458 বছর
459 বছর
460 বছর
468 বছর
2625. নিচের কোনটি বহুল ব্যবহৃত ফটোকন্ডাকটিভ সেমিকন্ডাক্টর?
সোডিয়াম সালফাইড
ক্যাডমিয়াম সালফাইড
অ্যালুমিনিয়াম সালফাইড
সোডিয়াম সেলিনাইড
2626. IPS-এর পূর্ণনাম নিচের কোনটি?
Instant Power Supply
Integrated Power Supply
Improved Power Supply
Isolated Power Supply
2627. সাধারণ ডায়োডের তুলনায় টানেল ডায়োডে ডোপিং করা হয়-
১০ গুণ
১০০ গুণ
১০০০ গুণ
১০০০০ গুণ
2628. ডায়োড জাংশন ক্যাপাসিট্যান্সের মান হয় মোটামুটি-
30 nF
30 pF
80 nF
40 pF
2629. ডায়োডের পি-এন জাংশনে রিভার্স বায়াস প্রয়োগে-
পটেনশিয়াল ব্যারিয়ার বৃদ্ধি পায়
জাংশন রেজিস্ট্যান্স উচ্চ হয়
লিকেজ কারেন্ট প্রবাহিত হয়
সবগুলো
2630. একটি Common emitter amplifier-এর current gain-
1 এর চেয়ে কম
যথেষ্ট বেশি
5 এর চেয়ে কম
কোনোটাই সত্য নয়
2631. রেকর্ডিং কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
৪ প্রকার
2632. উচ্চগতির সুইচিং সার্কিট হিসাবে ব্যবহার করা হয়-
জেনার ডায়োড
ভ্যারাক্টর ডায়োড
টানেল ডায়োড
স্কটকি ডায়োড
2633. লিকেজ কারেন্ট নির্ভর করে-
তাপমাত্রা
রিভার্স ভোল্টেজ
ডোপিং-এর পরিমাণ
সবগুলো
2634. সৌর কম্পাংক বর্ণালি কতটি?
৫৮০০K
৮৫০০K
৫৯০০K
৫৭০০K
2635. রিকম্বিনেশন প্রক্রিয়ায় চার্জ ক্যারিয়ার-
হ্রাস পায়
বৃদ্ধি পায়
কোনো প্রতিক্রিয়া হয় না
অনাবিকৃত
2636. একটি Common emitter বর্তনীতে লোড লাগানো হয়-
collector সার্কিটে
Base সার্কিটে
Emitter সার্কিটে
কোনোটিই নয়
2637. একটি CE ট্রানজিস্টরের ইনপুট ও আউটপুট ফেজ শিফট হয়-
0°
360°
180°
90°
2638. BJT দিয়ে তৈরি একটি Amplifier circuit-এর কোন Configuration-এর ইনপুট Impedance সবচেয়ে বেশি?
CE
CB
CC
Push pull
2639. স্কটকি ডায়োডের সর্বোচ্চ সুইচিং ফ্রিকুয়েন্সি-
20MHz
20GHz
20kHz
20THz
2640. টানেল ডায়োডের ডিপ্লিশন লেয়ারের দূরত্ব-
0.1µm
0.1mm
0.01µm
0.01mm