EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2661. সোল্ডারিং আয়রনে সংকর ধাতু টিন ও সিসার অনুপাত হলো--
৮০: ২০
৭০:৩০
৬০:৪০
২৫:৭৫
ব্যাখ্যা: ব্যাখ্যা: সোল্ডারিং আয়রনে সংকর ধাতু টিন ৬০% এবং সিসা ৪০% টিন: সিসা = ৬০:৪০
2662. PCB-এর ফুল মিনিং-
Pakistan Cricket Board
Printed Circuit Board
Painted Crossed Board
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: PCB = Printed Circuit Board
2663. মেটাল সেমিকন্ডাক্টর ডায়োড হলো-
ভ্যারাক্টর ডায়োড
টানেল ডায়োড
স্কটকি ডায়োড
পিএন জাংশন ডায়োড
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় ইন্টারনাল ড্রপ সাধারণ ডায়োডের চেয়ে কম হয় এবং সুইচিং স্পিড সাধারণ ডায়োডের চেয়ে বেশি তাকে স্কটকি ডায়োড বলে। স্কটকি ডায়োডের সর্বোচ্চ সুইচিং ফ্রিকুয়েন্সি 20KHz
2664. মাইকা হলো এক ধরনের-
ইনসুলেটর
অর্ধপরিবাহী
কন্ডাক্টর
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইনসুলেটরসমূহের নাম হলো- মাইকা, কাড়, আঅ্যাসবেস্টস, কাঠ।
2665. পঞ্চযোজী মৌল হলো-
সিলিকা
আর্সেনিক
গ্রাফাইট
গ্যালিয়াম
ব্যাখ্যা: ব্যাখ্যা: পঞ্চযোজী মৌল = অ্যান্টিমনি, বিসমাত, ফসফরাস, আর্সেনিক ত্রিযোজী মৌল = গ্যালিয়াম, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম, আসেনিক।
2667. PRV-এর পূর্ণ অর্থ হলো-
Power Resistor Voltage
Peak Reverse Voltage
Population of Rural villages
Power Reactive Value
ব্যাখ্যা: ব্যাখ্যা: PRV = Peak Reverse Voltage
2668. ভ্যারিয়েবল ক্যাপাসিটর হিসাবে ব্যবহার করা হয়-
ভ্যারাক্টর ডায়োড
স্কটকি ডায়োড
ক্যাপাসিটর
পিআই ক্যাপাসিটর
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: যেসব পি-এন জাংশন ডায়োড ভ্যারিয়েবল ক্যাপাসিটর হিসেবে কাজ করে এবং যার ক্যাপাসিট্যান্স রিভার্স বায়াস দ্বারা নিয়ন্ত্রণ করা হয় তাদেরকে ভ্যারাক্টর ডায়োড বলে।
2669. পাই ফিল্টারে থাকে-
দুটি ক্যাপাসিটর ও একটি রেজিস্টর
দুটি রেজিস্টর
একটি ইন্ডাক্টর ও দুটি ক্যাপাসিটর
শুধু ক্যাপাসিটর
2671. ফিন্টারের আউটপুট থেকে পাওয়া যায়-
পিউর ডিসি
পালসেটিং ডিসি
পিউর এসি
এসি
2672. নেগেটিভ রেজিস্ট্যান্স পাওয়া যায়-
লেজার ডায়োড
সাধারণ ডায়োড
ট্রানজিস্টর
টানেল ডায়োড
ব্যাখ্যা: ব্যাখ্যা: টানেল ডায়োড এক ধরনের সেমিকন্ডাক্টর ডায়োড। যা নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করে। এতে অধিক পরিমাণে ডোপিং করা হয়। অত্যাধিক ডোপিং-এর কারণে এর জাংশনে টানেলিং ইফেক্ট হয়। এটি ফরোয়ার্ড বায়াস পায়ার সাথে সাথে কন্ডাকশনে চলে যায় এবং ভোল্টেজ বাড়াতে থাকলে কারেন্টও বৃদ্ধি পায়।
2673. সেন্টার ট্যাপড ফুল-ওয়েভ রেকটিফায়ারে কয়টি ডায়োড ব্যবহার করা হয়?
একটি
তিনটি
দুটি
চারটি
2674. ডায়াক (DIAC) ব্যবহার করা হয়-
TRIAC ট্রিগারিং
মোটরের গতি নিয়ন্ত্রণ,
লাইট ডিমিং
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডায়াক ল্যাম্প ডিমার সার্কিটে, ট্রায়াক-কে ট্রিগারিং করতে, হিট কন্ট্রোল সার্কিটে, স্পিড কন্ট্রোল এবং ইউনিভার্সাল মোটরে
2675. রেজিস্টরের তৃতীয় ব্যান্ড দ্বারা বুঝায়-
সংখ্যা মান
টলারেন্স
গুণক রাশি
একটিও না
2678. রেকটিফায়ারের কাজ কী?
এসিকে ডিসি করা
ডিসি ভোল্টেজের মান বৃদ্ধি করা
ভোল্টেজকে রেগুলেট করা
ডিসি-কে এসি করা
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেক্টিফায়ার এসিকে ডিসি করে। ইনভার্টার ডিসিকে এসি করে।
2679. সবচেয়ে ভালো মানের ফ্যাক্টর হলো-
অ্যালুমিনিয়াম
রুপা
তামা
সোনা