Image
MCQ
2662. নেগেটিভ রেজিস্ট্যান্স পাওয়া যায়-
লেজার ডায়োড
সাধারণ ডায়োড
ট্রানজিস্টর
টানেল ডায়োড
2663. ফিন্টারের আউটপুট থেকে পাওয়া যায়-
পিউর ডিসি
পালসেটিং ডিসি
পিউর এসি
এসি
2664. সবচেয়ে ভালো মানের ফ্যাক্টর হলো-
অ্যালুমিনিয়াম
রুপা
তামা
সোনা
2665. ভ্যারিয়েবল ক্যাপাসিটর হিসাবে ব্যবহার করা হয়-
ভ্যারাক্টর ডায়োড
স্কটকি ডায়োড
ক্যাপাসিটর
পিআই ক্যাপাসিটর
2667. হাফ-ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে Transformer Utilization Factor (TUF) হলো-
0.287
0.121
0.693
0.842
2668. সেন্টার ট্যাপড ফুল-ওয়েভ রেকটিফায়ারে কয়টি ডায়োড ব্যবহার করা হয়?
একটি
তিনটি
দুটি
চারটি
2670. পাই ফিল্টারে থাকে-
দুটি ক্যাপাসিটর ও একটি রেজিস্টর
দুটি রেজিস্টর
একটি ইন্ডাক্টর ও দুটি ক্যাপাসিটর
শুধু ক্যাপাসিটর
2671. রেকটিফায়ারের কাজ কী?
এসিকে ডিসি করা
ডিসি ভোল্টেজের মান বৃদ্ধি করা
ভোল্টেজকে রেগুলেট করা
ডিসি-কে এসি করা
2675. ডায়াক (DIAC) ব্যবহার করা হয়-
TRIAC ট্রিগারিং
মোটরের গতি নিয়ন্ত্রণ,
লাইট ডিমিং
সবগুলো
2676. পালসেটিং ডিসি হলো-
পিউর ডিসি
সর্বোচ্চ দক্ষতায় ডিসি
এসি মিশ্রিত ডিসি
নিম্ন মানের ডিসি
2678. সোল্ডারিং আয়রনে সংকর ধাতু টিন ও সিসার অনুপাত হলো--
৮০: ২০
৭০:৩০
৬০:৪০
২৫:৭৫
2679. মাইকা হলো এক ধরনের-
ইনসুলেটর
অর্ধপরিবাহী
কন্ডাক্টর
কোনোটিই নয়
2680. মেটাল সেমিকন্ডাক্টর ডায়োড হলো-
ভ্যারাক্টর ডায়োড
টানেল ডায়োড
স্কটকি ডায়োড
পিএন জাংশন ডায়োড