MCQ
1321. বাংলাদেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা কত?
২৪টি
২৫টি
২৬টি
২৮টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে ২৮টি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র রয়েছে। প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে। সর্বশেষ গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় সিলেটের জকিগঞ্জ।
1322. Nuclear Power Plant-এর কার্যপ্রণালির সাদৃশ্য হলো-
Gas Turbine Power Plant
Water Turbine Power Plant
Steam Turbine Power Plant
Diesel Power Plant
1323. Diesel power plant সাধারণত হিসেবে ব্যবহৃত হয়--
Peak loadplant
base load plant
standby plant
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিজেল পাওয়ার প্ল্যান্ট স্ট্যান্ডবাই প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়।
1324. কোনটি Grid substation?
33/11 kV
132/11kV
11/132 kV
11.0.kV
1325. কোন ধরনের power plant-এর running cost সবচেয়ে কম?
Nuclear
Thermal
Hydro
Diesel
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: পরিচালন ও রক্ষণাবেক্ষণ খরচ সবচেয়ে কম বলে Hydro power plant-এর running cost সবচেয়ে কম।
1326. বাংলাদেশে শক্তির উৎসগুলোর মধ্যে বেশি ব্যবহার হচ্ছে-
Coal
Wind
Natural Gas
Solar
1327. বাংলাদেশের Power Sector-কে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়?
1
2
3
4
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের পাওয়ার সিস্টেমকে তিনভাগে ভাগ করা যায়- (1) Generation sector (ii) Transmission sector (i) Distribution sector
1328. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
ম্যাগনেশিয়াম
পটাশিয়াম
জিংক
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: পারমাণবিক চুল্লীতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। সোডিয়াম ধাতু একটি ক্ষার। এটির তাপ পরিবাহকতা তাপ স্থানান্তর ক্ষমতা বেশি।
1329. Solar PV কী ধরনের বিদ্যুৎ উৎপাদন করে?
DC
AC
উভয়- ক, খ
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: সোলার সিস্টেমে ফটো-ভোল্টাইক সেল ডিসি বিদ্যুৎ উৎপাদন করে এই বিদ্যুৎ ইনভার্টার-এর মাধ্যমে ডিসি-কে এসি-তে রূপান্তর করে।
1330. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যাত্রা শুরু কোন সাল থেকে?
১৯৬৬
১৯৭২
১৯৭০
১৯৭৪
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। বোর্ডটি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীনে।
1331. বাংলাদেশের আনুমানিক কত শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধায় আসছে?
৯৪%
৯০%
৮৫%
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী = ১০০% (২১-৩- ২০২২)
1332. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহৃত হয়-
গ্যাস টারবাইন
ওয়াটার টারবাইন
স্টিম টারবাইন
ডিজেল টারবাইন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: The heat produced during nuclear fission in the reactor core is used to boil water into steam, which turns the blades of a steam turbine. As the turbine blades turs, they drive generators that make electricity
1333. কোন বিদ্যুৎ কেন্দ্রের দক্ষতা অধিক?
সৌর
থারমাল
কম্বাইন্ড সাইকেল
বায়ু
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: কম্বাইন্ড সাইকের পাওয়ার প্লান্ট বা বিদ্যুৎ কেন্দ্র প্রচলিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাগুলোর তুলনায় জ্বালানি সাশ্রয়ী। অর্থাৎ সমপরিমাণ জ্বালানি ব্যবহার করে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র তুলনামূলক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে।
1334. রূপপুর পারমাণবিক প্রকল্পটি কোন জেলায় হচ্ছে?
কুষ্টিয়া
পাবনা
বগুড়া
দিনাজপুর
1335. Nuclear Power Plant-এ কোন ধরনের material coolant হিসেবে ব্যবহৃত হয়?
Liquid sodium
graphite
beryllium
সব কয়টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে Coolant হিসেবে হেভি ওয়াটার, কার্বন ডাই-অক্সাইড, হিলিয়াম, তরল সোডিয়াম, সোডিয়াম- পটাশিয়াম অ্যালয় ব্যবহার করা হয়।
1336. PGCB বিদ্যুৎ--
বিতরণ করে
উৎপাদন করে
সঞ্চালন করে
বিক্রি করে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: PGCB একমাত্র প্রতিষ্ঠান যা বিদ্যুৎ ট্রান্সমিশন বা সঞ্চালন করে।
1337. Load Factor= 100% মানে-
Peak load Average load
Peak load<Average load
Peak load =Average load
None
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: ব্যাখ্যা: Average load এবং Peak load-এর অনুপাতকে load factor বলে। Load factor 100% হলে এর মান হবে। Average load Loud factor Peak Load Average load 1= Peak load Average load= Peak load
1338. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
কয়লা
সৌরশক্তি
প্রাকৃতিক গ্যাস
তেল
1339. লাইফ লাইন বিদ্যুতায়ন যে-ক্ষেত্রে প্রযোজ্য-
যে-কোনো নিম্নচাপ বিদ্যুৎ গ্রাহকের জন্য
১০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
১৫ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
২০ একক এর নিচে ব্যবহারকারী নিম্নচাপ আণবিক বিদ্যুৎ-এর জন্য
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
জেনারেশন অব ইলেকট্রিক্যাল এনার্জি MCQ
generation of electrical energy
ব্যাখ্যা: নোট: সাধারণত লাইফ লাইন বলতে বুঝায় ১ থেকে ৫০ একক এর মধ্যে ব্যবহারকারী গ্রাহকদের।
1340. বাখরাবাদ গ্যাসক্ষেত্র কোন উপজেলায় অবস্থিত?
মুরাদনগর
হোমনা
বাঞ্ছারামপুর
নবীনগর