MCQ
1281. কয়লার তাপীয় মান প্রতি কেজিতে-
3600 কিলোক্যালরি
7800 কিলোক্যালরি
3500 কিলোক্যালরি
100 কিলোক্যালরি
1282. চট্টগ্রামের রাউজানে তাপবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছে-
1991 সালে
1993 সালে
1992 সালে
1994 সালে
1283. কোল গ্যাসে হাইড্রোজেনের পরিমাণ-
শতকরা 40 ভাগ
শতকরা 45 ভাগ
শতকরা 47 ভাগ
শতকরা 42 ভাগ
1284. বর্তমানে পৃথিবীতে সঞ্চিত প্রাকৃতিক ইউরেনিয়ামের পরিমাণ-
2,70,00,000 টন প্রায়
2,80,00,000 টন প্রায়
5,40,4.000 টন প্রায়
2,90,00,000 টন প্রায়
1285. ওয়াটার গ্যাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ-
40.5%
40.7%
40.2%
40.8%
1286. এক কিলোগ্রাম ইউরেনিয়াম-235 হতে যে তাপ নির্গত হয় সেটার তাপীয় মান-
4500 টন কয়লার সমান
2200 টন কয়লার সমান
1100 টন কয়লার সমান
1500 টন কয়লার সমান
1287. নিউক্লিয়ার রিয়্যাক্টের ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় যাতে-
অতি দ্রুত শক্তি উৎপাদন করা হয়
বেশি সংখ্যক পরমাণু ভাঙে
বিক্রিয়ার তাপমাত্রা শোষিত হয়
অধিকাংশ নিউট্রন শোষিত হয়
1288. হঠাৎ বিদ্যুৎশক্তি চলে যাওয়াকে বলা হয়-
ব্ল্যাক আউট
নয়েজ
ব্রাউন আউট
করোশন
1289. N rpm গতিতে ঘূর্ণায়মান, D ব্যাসবিশিষ্ট একটি পুলিতে তার দিয়ে সংযুক্ত বস্তুর প্রতি সেকেন্ডে রৈখিক বেগ কত হবে?
πND/60
πND/60
2πND/180
2πND/180
1290. প্রাকৃতিক জ্বালানি পাওয়া যায়-
3 ভাবে
5 ভাবে
4 ভাবে
2 ভাবে
1291. জ্বালানির উপর ভিত্তি করে পাওয়ার প্ল্যান্টকে ভাগ করা হয়-
3 ভাগে
5 ভাগে
4 ভাগে
6 ভাগে
1292. রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা-
110 মেগাওয়াট
230 মেগাওয়াট
210 মেগাওয়াট
420 মেগাওয়াট
1293. বাংলাদেশের জাতীয় গ্রিডের সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে-
132 কেভি
230 কেভি
220 কেভি
400 কেভি
1294. কোনো বস্তুকে টানা বল (tension force) দিয়ে ভাঙা হলে সেই বস্তুর শূন্য লোড থেকে ব্রেকিং লোড পর্যন্ত স্ট্রেস, স্ট্রেইন কার্ডের অন্তর্গত এরিয়াকে কী বলা হয়?
মডুলাস অব ইলাস্টিসিটি
মডুলাস অব টাফনেস
মডুলাস অব রিজিডিটি
উপরের কোনোটিই নয়
1295. প্রডিউসার গ্যাসে বেশি থাকে-
কার্বন মনোক্সাইড
হাইড্রোজেন
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
1296. ডিজেলের তাপীয় মান প্রতি কেজিতে-
11000 কিলোক্যালরি
13000 কিলোক্যালরি
15000 কিলোক্যালরি
18000 কিলোক্যালরি
1297. প্রাকৃতিক গ্যাসের তাপীয় মান-
525 কিলোক্যালরি/কেজি
625 কিলোক্যালরি/কেজি
725 কিলোক্যালরি/কেজি
825 কিলোক্যালরি/কেজি
1298. কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ গ্রিড লাইনের মাধ্যমে অন্যত্র সরবরাহ করা হয়-
২২০ ভোল্টেজে
১১ কিলোভোল্টেজে
৪১৫ ভোল্টেজে
আরো উচ্চ ভোল্টেজে
1299. প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেনের শতকরা পরিমাণ-
8০% ভাগ
85% ভাগ
82% ভাগ
83% ভাগ
1300. বাংলাদেশের বড় পুকুরিয়াতে আনুমানিক মজুদ কয়লার পরিমাণ-
390 মিলিয়ন মেট্রিক টন
100 বিলিয়ন টন
100 ট্রিলিয়ন টন
100 কিলোটন