MCQ
1261. প্রাকৃতিক গ্যাসের মধ্যে হাইড্রোকার্বনের পরিমাণ-
শতকরা 4 ভাগ
শতকরা 1 ভাগ
শতকরা 3 ভাগ
শতকরা 5 ভাগ
1262. শিকলবাহা তাপবিদ্যুৎ কেন্দ্র যে নদীর তীরে অবস্থিত তার নাম-
কর্ণফুলি
পশুর
মহেশখালী
চন্দ্রঘোনা
1263. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছে-
রূপসা নদীতে
শংখ নদীতে
মহুরী নদীতে
কর্ণফুলি নদীতে
1264. নিচের কোনটি প্রাইম মুভার নয়?
ইঞ্জিন
মোটর
টারবাইন
ওয়াটার টারবাইন
1265. স্থানের উপর ভিত্তি করে পাওয়ার প্ল্যান্টকে ভাগ করা হয়-
দুই ভাগে
চার ভাগে
তিন ভাগে
পাঁচ ভাগে
1266. স্টিম প্রাইম মুভার কাজ করে-
তাপবিদ্যুৎ কেন্দ্রে
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রে
পানিবিদ্যুৎ কেন্দ্রে
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রে
1267. বায়ুশক্তি কেন্দ্রে সর্বোচ্চ দক্ষতা লাভ করা যায় যখন বাতাসের গতি ঘণ্টায়-
2-4 মাইল
6-7 মাইল
3-6 মাইল
1-3 মাইল
1268. বাংলাদেশে শক্তির উৎসগুলোর মধ্যে বেশি ব্যবহৃত হচ্ছে-
কয়লা
বায়ুপ্রবাহ
প্রাকৃতিক গ্যাস
আণবিক শক্তি
1269. নিচের কোনটি গ্যাস সাইকেল নয়?
অটো সাইকেল
ডিজেল সাইকেল
টপিং সাইকেল
টারবাইন সাইকেল
1270. প্রাকৃতিক গ্যাসের মধ্যে ইথেনের পরিমাণ-
শতকরা 10 ভাগ
শতকরা 15 ভাগ
শতকরা 16 ভাগ
শতকরা 13 ভাগ
1271. প্রতি কিলোওয়াট ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম-
গ্যাস পাওয়ার প্ল্যান্টে
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে
হাইড্রো-পাওয়ার প্ল্যান্টে
বায়ুশক্তি পাওয়ার প্ল্যান্টে
1272. বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
ঘোড়াশালে
কাপ্তাই-এ
আশুগঞ্জে
রাউজানে
1273. বাংলাদেশে পানিবিদ্যুৎ কেন্দ্রের ইউনিটের সংখ্যা-
3টি
4টি
5 টি
7 টি
1274. কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
কক্সবাজারে
রাউজানে
রাঙামাটিতে
চট্টগ্রাম সদরে
1275. এক কিলোগ্রাম ইউরেনিয়াম-235 হতে যে তাপ নির্গত হয় সেটার তাপীয় মান-
2800 টন তেলের সমান
1700 টন তেলের সমান
4500 টন তেলের সমান
3200 টন তেলের সমান
1276. বেস লোড প্ল্যান্টের উদাহরণ হলো-
রান অফ রিভার প্ল্যান্ট
পাম্পড স্টোরেজ প্ল্যান্ট
লো-হেড প্ল্যান্ট
উচ্চ হেডের প্ল্যান্ট
1277. গ্যাস টারবাইনে কম্প্রেশনের অনুপাত-
8:1
11:15
16:20
21:30
1278. ভূগর্ভস্থিত তাপ ব্যবহার করে বিদ্যুৎশক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রতি 100 মেগাওয়াটের জন্য প্রতি ঘণ্টায় বাষ্পের প্রয়োজন-
9,00,000 কেজি
7,00,000 কেজি
8,00.000 কেজি
5,00,000 কেজি
1279. বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এল.ডি.সি. অবস্থিত-
ঢাকা
আশুগঞ্জ
চট্টগ্রাম
সিদ্ধিরগঞ্জ
1280. নিচের কোনটি ভেপার পাওয়ার সাইকেল নয়?
র্যাংকিন সাইকেল
রিহিট সাইকেল
অটো সাইকেল
টপিং সাইকেল