MCQ
1061. কোনটি স্থির খরচ?
কেন্দ্রের মূলধন
জ্বালানি খরচ
পুঁজি বিনিয়োগ চার্জ
কোনোটিই নয়
1062. কোন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কালে বিকল্প নদীর প্রয়োজন হয়?
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন কেন্দ্র
বাষ্পচালিত কেন্দ্র
1063. কোন প্ল্যান্ট নির্বাচনে নুড়িপাথরের পর্যাপ্ত বিবেচনা করতে হয়?
জলবিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
তাপবিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
1064. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট কবে উৎপাদনে যাবে?
২০২২ সালে
২০২৩ সালে
২০২৪ সালে
২০২৫ সালে
1065. কোনো বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল 25 বছর হলে 25 বছর হওয়ার পর সেই অকেজো প্ল্যান্টের যে মূল্য, তাকে বলে-
সেলভেজ ভ্যালু
ডিপ্রিশিয়েশন
ব্লক রেট ট্যারিফ
সিংকিং ট্যারিফ পদ্ধতি
1066. স্টিম টারবাইন বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়-
20 বৎসর
30 বৎসর
25 বৎসর
35 বৎসর
1067. পাওয়ার প্ল্যান্ট লোড সেন্টারের কাছাকাছি স্থাপন করতে হয়-
উৎপাদন খরচ কমানোর জন্য
পরিবহন লস কমানোর জন্য
পরিদর্শনে সুবিধার জন্য
বেশি পাওয়ার উৎপাদনের জন্য
1068. জ্বালানি খরচ কোনটি?
মিটার রিডিং খরচ
রক্ষণাবেক্ষণ খরচ
পরিবহন খরচ
পুনঃস্থাপনের খরচ
1069. Nuclear Power Plant-এ কোন ধরনের material coolant হিসেবে ব্যবহৃত হয়?
liquid sodium
graphite
beryllium
সবকয়টি
1070. ক্যাচমেন্ট এরিয়া দরকার-
তাপবিদ্যুৎ কেন্দ্রের
পানিবিদ্যুৎ কেন্দ্রের
ওটাইডেল বিদ্যুৎ কেন্দ্রের
ভূগর্ভস্থ তাপবিদ্যুৎ কেন্দ্রের
1071. সর্বোচ্চ চাহিদা হচ্ছে-
সংযুক্ত লোড
ক্ষণিকের মোট লাভ
পিক লোড
বড় লোড
1072. প্রাইভেট প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়-
তাপবিদ্যুৎ কেন্দ্র
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
1073. কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের আনুমানিক আয়ুষ্কাল বিবেচনা করা হয়-
20 বৎসর
30 বৎসর
25 বৎসর
35 বৎসর
1074. পাওয়ার প্ল্যান্টের স্থান নির্বাচনে মাটির শক্ততা যাচাই করতে হয়-
কম্পনের জন্য
নিরাপত্তার জন্য
আওয়াজ কমানোর জন্য
পরিদর্শনের জন্য
1075. কোন প্ল্যান্ট স্থাপন করতে আন্তর্জাতিকভাবে সমর্থনের প্রয়োজন?
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রের
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের
তাপবিদ্যুৎ কেন্দ্রের
গ্যাস টারবাইন কেন্দ্রের
1076. জনশূন্য এলাকায় স্থাপন করা উচিত-
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
উইন্ডমিল বিদ্যুৎ কেন্দ্র
1077. কোনটি নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ?
ফটোভোল্টাইক
Wind
মার্শাল সেল
Nuclear
1078. গড় লোড হচ্ছে-
কিলোওয়াট/ সময় (ঘণ্টা)
উৎপাদিত শক্তি kWh/ সময় (ঘণ্টা)
সংযুক্ত লোড/ সময় (ঘণ্টা)
সর্বোচ্চ চাহিদা সময় (ঘণ্টা)/সময় (ঘণ্টা)
1079. রূপপুর পাওয়ার প্লান্ট থেকে কত ভোল্টেজ গ্রিড দিবে?
100kV
11kV
400kV
66kV
1080. The diversity factor is always –
equal to 1
greater than 1
less than 1
none