Image
MCQ
1021. একটি ৪-পোল 250 কন্ডাক্টর, ল্যাপ উন্ড ডিসি জেনারেটরে উৎপন্ন ভোল্টেজ 200 ভোল্ট যদি প্রতি পোলে ফ্লাক্স 4 × 10° লাইনস্ হয়, তবে জেনারেটরটির গতিবেগ হবে-
1000 г.р.т
1200 r.p.m
1500 r.p.m
2000 r.p.m
1023. আমাদের দেশে বিদ্যুতের পিক আওয়ার শুরু হয়-
সকাল হতে
সন্ধ্যা হতে
দুপুর হতে
গভীর রাত্রে
1025. একটি 4-পোল, 1200 আর.পি.এম. ল্যাপ উন্ড ডিসি জেনারেটরের 700টি কন্ডাক্টর আছে এবং এর প্রতি পোলে ফ্লাক্স 0.02 ওয়েবার হলে উৎপাদিত ই.এম.এফ হবে-
280V
300V
480V
560V
1026. একটি ডিসি জেনারেটরের নো-লোড টার্মিনাল ভোল্টেজ 220 ভোল্ট এবং ফুল লোড ভোল্টেজ 200 ভোল্ট হলে এর শতকরা রেগুলেশন হবে-
9.09%
10%
90.9%
11%
1031. গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎশক্তির পরিমাণ জানা যায় কোন কার্ড হতে?
বাস্তব লোড কার্ড
আদর্শ লোড কার্ড
ডিউরেশন লোড কার্ড
ইন্টিগ্রেটেড লোড কার্ড
1033. নিম্নের কোনটিতে শান্ট মোটর ব্যবহৃত হয় না?
কনভেয়র
লেদমেশিন
মিলিং মেশিন
রোয়ার
1035. একটি ডিসি জেনারেটরে উৎপাদিত ই.এম.এফ 520 ভোল্ট, এর কন্ডাক্টর সংখ্যা 2000টি, প্রতি পোলে ফ্লাক্স 0.013 ওয়েবার, গতিবেগ 1200 আর.পি.এম. এবং আর্মেচার ওয়াইন্ডিং-এ এটি প্যারালেল পথ আছে। পোলের সংখ্যা-
2টি
4টি
7টি
24টি
1038. দেশের গ্রিড সাবস্টেশনসমূহ নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে-
ইন্টারকমের মাধ্যমে
টেলিফোনের মাধ্যমে
ক্যারিয়ারে এবং IP-এর মাধ্যমে
টেলিমিটারিং-এর মাধ্যমে
1039. একটি 4-পোল, 300 কন্ডাক্টর, ল্যাপ উন্ড ডিসি জেনারেটর। 1000 আর.পি.এম. গতিবেগে ঘুরছে। যদি প্রতি পোলে ফ্লাক্স 0.05 ওয়েবার হয়, তবে জেনারেটরটিতে উৎপন্ন ভোল্টেজ হবে-
200V
230V
250V
260V
1040. কিলোওয়াট-আওয়ারের সাথে কিলোওয়াটকে গ্রাফে প্লট করলে যে কার্ড হয় তা হচ্ছে-
ইন্টিগ্রেটেড লোড কার্ড
বাস্তব লোড কার্ড
আদর্শ লোড কার্ড
ডিউরেশন লোড কার্ড