Image
MCQ
1001. লোড বাড়ার সাথে সাথে ডিসি শান্ট মোটরের গতি-
অপরিবর্তিত থাকবে
সামান্য বৃদ্ধি এহে
অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে
সামান্য হ্রাস পাবে
1002. পূর্ব-পশ্চিম আন্তঃসংযোগ লাইনটি হচ্ছে-
ঢাকা-চট্টগ্রাম
টঙ্গী-ঘোড়াশাল
টঙ্গী-ঈশ্বরদী
রাজশাহী-সিরাজগঞ্জ
1004. রিসিপ্রোকেটিং পাম্পে ব্যবহৃত হয়-
সিরিজ মোটর
শান্ট
কম্পাউন্ড মোটর
যে-কোনো একটি
1006. নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক নির্মাণব্যয় তুলনামূলকভাবে-
কম
খুব কম
বেশি
খুব বেশি
1007. স্টার্টিং টর্ক অত্যন্ত বেশি-
সিরিজ মোটরে
শান্ট মোটরে
কম্পাউন্ড মোটরে
সিনক্রোনাস মোটরে
1008. যদি ডিসি শান্ট মোটরের সরবরাহ টার্মিনাল উল্টিয়ে দেয়া হয়, তবে মোটরটি-
পুড়ে যাবে
বন্ধ হয়ে যাবে
উল্টাদিকে ঘুরবে
স্বাভাবিকভাবেই ঘুরবে, তবে নিম্নগতিতে
1009. মোটরের গতিবেগ বৃদ্ধি করা যায়-
ফিল্ড কারেন্ট বৃদ্ধি করে
প্রয়োগকৃত ভোল্টেজ কমিয়ে
ফিল্ড কারেন্ট কমিয়ে
আর্মেচার কারেন্ট বৃদ্ধি করে
1011. বৈদ্যুতিক পাম্পে ব্যবহৃত হয়-
সিরিজ মোটর
শান্ট মোটর
কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর
ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটর
1013. নিম্নের কোনটির সাহায্যে আর্মেচার রিয়্যাকশন কমানো যায় না?
এয়ার-গ্যাপের দৈর্ঘ্য বাড়িয়ে
পোলের সংখ্যা বাড়িয়ে
কম্পেনসেটিং ওয়াইন্ডিং ব্যবহার করে
ইন্টারপোল ব্যবহার করে
1014. শিল্পক্ষেত্রে ডিসি মোটরের গতিবেগ নিয়ন্ত্রণের জন্য নিম্নের কোন পদ্ধতিটি ব্যবহৃত হয় না?
বুস্টারের সাহায্যে।
ডাইভার্টারের সাহায্যে
সিরিজ রেজিস্ট্যান্সের সাহায্যে
ফিন্ড ট্যাপিং-এর সাহায্যে
1015. ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটর ব্যবহৃত হয়-
রোলিং মিলে
বৈদ্যুতিক ট্রেনে
প্ল্যানারে
মিলিং মেশিনে
1017. একটি চৌম্বকক্ষেত্রে একটি কারেন্টবাহী কন্ডাক্টরের উপর ক্রিয়াশীল বল নিম্নের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক নয়?
চৌম্বকক্ষেত্রের শক্তি
কারেন্টের পরিমাণ
ঘূর্ণনের সংখ্যা
কন্ডাক্টরের দৈর্ঘ্য
1018. একটি ৪-পোল, ল্যাপ উন্ড জেনারেটর 200 আর.পি. এম.-এ ঘুরছে। প্রতি পোলে ফ্লাক্স 0.05 ওয়েবার এবং আর্মেচার কন্ডাক্টরের সংখ্যা 960 হলে উৎপাদিত ই.এম.এফ, হবে-
120V
130V
160V
180V
1019. পূর্ব-পশ্চিম আন্তঃসংযোগ লাইনের অপারেটিং ভোল্টেজ-
132 কেভি
230 কেভি
220 কেভি
400 কেডি
1020. গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎশক্তির পরিমাণ জানা যায় কোন কার্ড হতে?
বাস্তব লোড কার্ড
আদর্শ লোড কার্ড
ডিউরেশন লোড কার্ড
ইন্টিগ্রেটেড লোড কার্ড