MCQ
1101. বেস লোড প্লান্ট হিসেবে ব্যবহৃত হয়-
তাপবিদ্যুৎ কেন্দ্র
এম.এইচ.ডি. প্লান্ট
জ্বালানি সেল প্লান্ট
উইন্ডমিল বিদ্যুৎ কেন্দ্র
1102. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
পটাশিয়াম
ম্যাগনেশিয়াম
জিংক
1103. নিউক্লিয়ারের মডারেটরে কী ব্যবহার করা হয়?
বোরন
টিউটরিয়াম
পানি
গ্রাফাইট
1104. এক হর্সপাওয়ার হলো-
450 kg-m/hour
4564 kg-m/min
4500kg-m/sec
75 kgm/min
1105. গ্যাস টারবাইনে ব্যবহৃত সাইকেল-
অটো সাইকেল
ব্রেটোন সাইকেল
কারেন্ট সাইকেল
র্যাংকিং সাইকেল
1106. নিচের কোনটি ডিজেল প্ল্যান্টের সুবিধা?
স্থানান্তরযোগ্য
জায়গা কম লাগে
আকারে ছোট
উপরের সব ক'টি
1107. বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
Bheramara
Pabna
Rooppur
Kushtia
1108. স্টার্টিং সিস্টেমের কাজ হলো-
ক্র্যাঙ্কশ্যাফ্টকে ঘুরানো
ফ্লাইহুইলকে ঘুরানো
ইঞ্জিনকে ঘুরানো
ক্যামশ্যাফ্টকে ঘুরানো
1109. সুপারচার্জার ব্যবহার করায় ইঞ্জিনের-
দক্ষতা বৃদ্ধি পায়
নয়েজ কমে যায়
চার্জ বৃদ্ধি পায়
ধোঁয়া বেড়ে যায়
1110. দুই স্ট্রোক ইঞ্জিনে নিম্নের কোন ডিগ্রি ক্র্যাঙ্কশ্যাফট অতিক্রম করে শক্তি উৎপন্ন করে?
180°
360°
540°
720°
1111. নিউক্লিয়ারের কন্ডেন্সার রিয়্যাক্টরের তুলনায় কত শতাংশ তাপমাত্রা শোষণ করে?
50-55%
60-65%
30-35%
20-25%
1112. পানিবিদ্যুৎশক্তি উৎপাদন কেন্দ্রকে লোড সরবরাহ অনুসারে ভাগ করা হয়-
দু'ভাবে
চারভাবে
তিনভাবে
পাঁচভাবে
1113. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা কত?
2.4 GW
28 GW
24 MW
1.2 GW
1114. বাষ্পবিদ্যুৎ কেন্দ্রে 'প্রাইম মুভার' হিসেবে ব্যবহৃত হয়-
স্টিম ইঞ্জিন,গ্যাস টারবাইন
স্টিম টারবাইন, গ্যাস টারবাইন
স্টিম ইঞ্জিন, আইসি ইঞ্জিন
স্টিম ইঞ্জিন, স্টিম টারবাইন
1115. গভর্নরের কাজ নিয়ন্ত্রণ করে-
র্যাক
পাম্প
ইঞ্জিন
ফুয়েল
1116. মধ্যম ক্ষমতাসম্পন্ন পানিবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা থাকে-
10-99 কিলোওয়াট
100-999. কিলোওয়াট
1000-9999 কিলোওয়াট
1000-99999 কিলোওয়াট
1117. পারমাণবিক চুল্লিতে কন্ট্রোল রড কী দিয়ে গঠিত?
মরিচা রোধের ইস্পাত
গ্রাফাইট
প্লুটোনিয়াম
ক্যাডমিয়াম
1118. অল্প ক্ষমতাসম্পন্ন পানিবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা থাকে-
100-999 কিলোওয়াট
100-9999 কিলোওয়াট
1000-99999 কিলোওয়াট
10-99 কিলোওয়াট
1119. পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিন চালুর জন্য নিম্নের কোন সিস্টেম ব্যবহৃত হয়?
হস্তচালিত
সঙ্কুচিত এয়ার
মোটরচালিত
কার্টিজ
1120. যান্ত্রিক দক্ষতা হলো-
IHP/BHP
BHP/IHP
RHP/ BHP
BHP/FHP