MCQ
1961. The insulating material used in connecting leads of the electric heater is --
Bakelite material
Porcelain material
Rubber material
Asbestos material
1962. তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক কোনটি?
C/5 = F-32/5 = R/5 = K-273/5 = Rn-492/9
C/8 = F-32/9 = R/4 = K-273/9 = Rn-494/9
C/5 = F-32/9 = R/4 = K-273/5 = Rn – 492/ 9
C/5 = F-32/5 = R/4 K-279/5 = Rn-495/9
1963. বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম-
থার্মোমিটার
ক্যালরিমিটার
ব্যারোমিটার
অ্যানিমোমিটার
1964. এক কিলোক্যালরি সমান কত জুল?
1 কিলোক্যালরি = 4200 জুল বা 4.2 কিলোজুল
1 কিলোক্যালরি = 4800 জুল বা 4.8 কিলোজুল
1 কিলোক্যালরি = 4300 জুল বা 4.3 কিলোজুল
1 কিলোক্যালরি = 4400 জুল বা 4.4 কিলোজুল
1965. এক টন বরফকে ২৪ ঘণ্টায় গলাতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে বলে।
COP (Coefficient Of Performance)
TOR (Ton Of Refrigeration)
MFR (Mass Flow Rate)
সম্পৃক্ত তাপ
1966. কোনো স্থির তাপমাত্রায় যে-সকল গ্যাসের আয়তন সকল চাপে বয়েলের সূত্র মেনে পরিবর্তিত হয়, তাদেরকে- বলে।
সুপারহিটেড গ্যাস
আদর্শ গ্যাস
স্যাচুরেটেড গ্যাস
কোনোটিই নয়
1967. রেফ্রিজারেশন সাইকেলের যে অংশে তাপ অপসারণের মাধ্যমে উচ্চতাপ ও তাপমাত্রায় বাষ্পীয় রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করা হয়, তাকে বলে-
কম্প্রেসর
কন্ডেন্সার
এক্সপানশন ভালভ
ইভাপোরেটর
1968. তাপমাত্রা পরিমাপক যন্ত্র কোনটি?
ব্যারোমিটার
অ্যানিমোমিটার
থার্মোমিটার
ওয়াটমিটার
1969. বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতির মূল অংশ কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
1970. 1 BTU সমান কত ক্যালরি?
250 Cal
252 Cal
255 Cal
260 Cal
1971. একটি সার্কিট বা নেটওয়ার্ক, যাতে ইএমএফ-এর কোন উৎসই থাকে না, তাকে বলা হয়-
অ্যাকটিভ নেটওয়ার্ক
'টি' নেটওয়ার্ক
প্যাসিভ নেটওয়ার্ক
'পাই' নেটওয়ার্ক
1972. COP কী?
COP= Refrigerating Effect (RE) / Condenser Work (CW)
COP = Refrigerating Effect (RE) / Compressor Work (CW)
COP = Compressor Work (CW) / Refrigerating Effect (RE)
কোনোটিই নয়
1973. "Thermo" এবং "Dynamics" শব্দ দুটির উৎপত্তি হয়েছে কোন শব্দ হতে?
ইংরেজি শব্দ
ফারসি শব্দ
গ্রিক শব্দ
আরবি শব্দ
1974. এক টন সমান কত BTU?
1000 BTU/hr
12000 BTU/hr
1400 BTU/hr
1600 BTU/hr
1975. প্যারালেলে সংযুক্ত দুটি সমমানের রেজিস্টরের সম্মিলিত রেজিস্ট্যান্স, একটি রেজিস্টরের রেজিস্ট্যান্সের এর সমান হবে।
চার গুণ
দ্বিগুণ
অর্ধেক
এক-চতুর্থাংশ
1976. বায়ুর চাপ, গেজ চাপ ও পরম চাপের মধ্যে সম্পর্ক কোনটি?
পরম চাপ = বায়ুমণ্ডলীয় চাপ + গেজ চাপ
পরম চাপ = গেজ চাপ - বায়ুমণ্ডলীয় চাপ
পরম চাপ = বায়ুমণ্ডলীয় চাপ + ভ্যাকুয়াম চাপ
কোনোটিই নয়
1977. যে যন্ত্রের সাহায্যে বায়ু বা বায়বীয় পদার্থের অণুসমূহ সংকোচন করে চাপ বৃদ্ধি করা যায়, তাকে বলে
ইভাপোরেটর
কন্ডেন্সার
কম্প্রেসর
অ্যাকুমুলেটর
1978. যে তাপ প্রয়োগের ফলে কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি। ১ পায়, তাকে বলে।
সুপ্ততাপ
অনুমেয় বা অনুভূত তাপ
আপেক্ষিক তাপ
পরম তাপমাত্রা
1979. Which appliance works on heating effect of electric current?
Toaster
Table fan
Washing machine
Food mixer
1980. রেফ্রিজারেশন সাইকেলের যে অংশ তরল রেফ্রিজারেন্টকে বাষ্পীভূত করে, তাকে বলে-
কম্প্রেসর
কন্ডেন্সার
ইভাপোরেটর
এক্সপানশন ভালভ