Image
MCQ
2181. ইসলামিক স্টেট সম্প্রতি ইরাকের কোন প্রত্নতাত্ত্বিক স্থান ধ্বংস করেছে?
এবলা
হাত্রা
আলেপ্পা
পালমিরা
2182. ভিয়েতনাম যুদ্ধ কত বছর স্থায়ী ছিল?
১৯৫৫-১৯৭৩
১৯৫৬-১৯৬৭
১৯৬৬-১৯৭৭
১৯৮৭-১৯৮৯
2184. হো চি মিন নামটি কোন দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত?
কিউবা
চীন
ভিয়েতনাম
দক্ষিণ কোরিয়া
2185. ইয়েমেনের হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম-
আনসার আল্লাহ
হিজবুল্লাহ
খজুন্দ আনসার আল্লাহ
বারিক আল্লাহ
2187. যে ইরাকি জনগোষ্ঠীর উপর সাদ্দাম হুসেন ১৯৮৮ সনে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছিলেন-
শিয়া
কুর্দি
সুন্নি
মার্শ
2188. 'আইএস' কর্তৃক সম্প্রতি ধ্বংসকৃত বালশামিন মন্দিরটি কোথায় অবস্থিত?
ইরাক
সিরিয়া
জর্ডান
লেবানন
2189. ইন্তিফাদা কি?
প্যালেস্টাইন ইসরায়েল চুক্তি
প্যালেস্টাইন শান্তি বাহিনী
প্যালেস্টাইনের জাগরণ
প্যালেস্টাইন সামরিক ঘাঁটি
2190. পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নেতার নাম—
জানানা গুসামাও
আনোয়ার ইব্রাহিম
আব্দুল ওয়াহিম
সিতিভেনী রাবুকা
2191. কত সালে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়?
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৭৫ সালে
১৯৭৬ সালে
2192. একবিংশ শতাব্দীতে প্রথম সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে?
যুগোস্লাভিয়া
বেলারুশ
পূর্ব তিমুর
তিব্বত
2193. হো চি মিন কে ছিলেন?
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট
সংযুক্ত ভিয়েতনামের প্রথম প্রেসিডেন্ট
ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির নেতা
কোনোটিই নয়
2195. আমেরিকান কোন প্রেসিডেন্টের সময় ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয়?
লিন্ডন বি জনসন
রিচার্ড নিক্সন
জিমি কার্টার
জন এফ. কেনেডি
2196. কোন দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে হো চি মিন নামটি সম্পর্কিত?
কিউবা
চীন
ভিয়েতনাম
দক্ষিণ কোরিয়া
2198. জানানা গুসামাও কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
ব্রুনাই
পূর্ব তিমুর