Image
MCQ
721. 'পুরস্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার'। বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
দুটোই অশুদ্ধ
দুটোই শুদ্ধ
722. কোন বাক্যটি শুদ্ধ?
তাহার জীবন সংশয়পূর্ণ
তাহার জীবন সংশয়ময়
তাহার জীবন সংশয়াপূর্ণ
তাহার জীবন সংশয়ভরা
723. শুদ্ধ বাক্য কোনটি?
দুর্বলশত অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত: অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
দুর্বলবশত অনাথা বসে পড়ল
724. 'সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে।'- বাক্যটিতে কী ধরনের ভুল আছে?
বানান
বচন
পদ
বিভক্তি
725. নিচের কোন বাক্যটি সঠিক?
আমি এ ঘটনা চাক্ষুস দেখেছি
আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি
আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি
আমি এ ঘটনা স্বচক্ষে দেখিয়াছি
726. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
উপর্যুক্ত
মিথষ্ক্রিয়া
ধসপ্রাপ্ত
একত্রিত
727. কোন বাক্যটি শুদ্ধ?
জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
জ্ঞানি মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
জ্ঞানি মূর্খতা অপেক্ষা শ্রেষ্ঠ
জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
728. কোনটি শুদ্ধ বাক্য?
দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
729. নিচের যে গুচ্ছে ভাষার অপপ্রয়োগের কোনো দৃষ্টান্ত নেই-
জন্মবার্ষিক, কেবল, স্বোপার্জিত
সর্বজনীন, অত্রস্থান, কর্তৃপক্ষ
সবিনয়ে, একত্র, সাম্প্রতিক
পরিবারবর্গ, স্বনামধন্য, ঐক্যবদ্ধ
730. 'জনতা' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে-
প্রত্যয়যোগে
সন্ধিযোগে
উপসর্গযোগে
বচনের সাহায্যে
731. শুদ্ধ বাক্যটি নির্ণয় করুন।
দারিদ্র্য আমাদের প্রধান সমস্যা
দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা
দারিদ্রতাই প্রধান সমস্যা
732. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন
733. কোন বাক্যটি শুদ্ধ?
রহিমা পাগলি হয়ে গেছে
রহিমা পাগল হয়ে গেছে
রহিমা পাগোলী হয়ে গেছে
রহিমা পাগলী হয়ে গেছে
734. 'উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ?
সন্ধিজনিত
উপসর্গজনিত
প্রত্যয়জনিত
বিভক্তিজনিত
735. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
জবাবদিহি
একত্রিত
মিথস্ক্রিয়া
গৌরবিত
736. কোনটি শুদ্ধ বাক্য?
দুর্বলবশত: অনাথা বসে পড়ল
দুর্বলবশত: অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
দুর্বলতাবতঃ অনাথিনী বসে পড়ল
737. কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
অশ্রুজল
কিংশুক
অঞ্জলি
প্রদীপ
738. কোন বাক্যটি শুদ্ধ?
সর্বদা পরিষ্কার থাকিবে
সর্বদা পরিষ্কৃত থাকিবে
সর্বদা পরিষ্কারময় থাকিবে
সর্বদা পরিষ্কৃতময় থাকিবে
739. নিচের যে শব্দটিকে শাব্দিক অপপ্রয়োগ বলে বিবেচনা করা যায়-
হোথায়
অশ্রুজল
অম্বরতল
অন্ধআবেগ
740. 'জানুয়ারি' বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?
তৎসম
সংস্কৃত
অতৎসম
তদ্ভব