MCQ
8461. 'রূপসী বাংলার কবি'-
জসীমউদ্দীন
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সত্যেন্দ্রনাথ দত্ত
8462. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
বরিশাল জেলা
ঢাকা জেলা
ফরিদপুর জেলা
রাজশাহী জেলা
8463. জীবনানন্দ দাশ প্রধানত-
ছন্দের কবি
প্রকৃতির কবি
ভাবের কবি
মানুষের কবি
8464. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ-
ধূসর পাণ্ডুলিপি
রূপসী বাংলা
ঝরা পালক
সাতটি তারার তিমির
8465. কবি জীবনানন্দ দাশের ওপর যে বিদেশি গবেষক গবেষণা করেন তাঁর নাম-
আলবার্ট হেনরিখ
উইলিয়াম রাদিচি
ক্লিনটন বি সিলি
টেড হিউস
8466. জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম--
ধূসর পাণ্ডুলিপি
নাম রেখেছি কোমল গান্ধার
অন্ধকারে একা
একক সন্ধ্যায় বসন্ত
8467. জীবনানন্দ দাশের জন্ম কোন সালে?
১৮৯৮
১৮৯৭
১৮৯৯
১৮৯৬
8468. ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেছেন কোন দুজন কবি?
সত্যেন্দনাথ দত্ত, মোহিতলাল মজুমদার
নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ
সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে
বুদ্ধদেব বসু, বিষ্ণু দে
8469. ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত?
নওগাঁ
রাজশাহী
পাবনা
বরিশাল
8470. ১৫.ড. মুহম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
১৯৪৯
১৯৬৯
১৯৫৯
১৯৩৯
8471. কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে... আর একজন কবিও একই বছরে জন্মগ্রহণ করেন, তিনি কে?
কালিদাস রায়
সুকান্ত ভট্টাচার্য
জীবনানন্দ দাশ
বন্দে আলী মিয়া
8472. কার কবিতাকে 'চিত্ররূপময়' বলা হয়েছে?
জীবনানন্দ দাশ
বিষ্ণু দে
প্রমেন্দ্র মিত্র
অমিয় চক্রবর্তী
8473. 'বনলতা সেন' কার রচনা?
সমর সেন
জলধর সেন
অতুলপ্রসাদ সেন
জীবনানন্দ দাশ
8474. 'ধূসর পাণ্ডুলিপি' কার রচনা?
জীবনানন্দ দাশ
ফররুখ আহমদ
গোলাম মোস্তফা
প্রেমেন্দ্র মিত্র
8475. 'মহাপৃথিবী' কাব্যগ্রন্থ কার লেখা?
বিষ্ণু দে
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
জসীমউদ্দীন
8476. বাংলা একাডেমির 'আঞ্চলিক অভিধান' সম্পাদনা করেন কে?
মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ এনামুল হক
মুহম্মদ মনসুর উদ্দিন
মুহম্মদ আবদুল হাই
8477. কোন কবির মাতাও একজন কবি?
শামসুর রাহমান
বিষ্ণু দে
জীবনানন্দ দাশ
আহসান হাবীব
8478. নিচের কোনটি ড. মুহাম্মদ শহীদুল্লাহ এর রচনা নয়?
বাংলা ব্যাকরণ
ভাষাবিজ্ঞানী
পথ্য প্রদান
বাংলা সাহিত্যের কথা
8479. তিরিশ দশকের সবচেয়ে 'তথাকথিত' কোন গণবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়?
শামসুর রাহমান
বিষ্ণু দে
জীবনানন্দ দাশ
অমিয় চক্রবর্তী
8480. জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
বুদ্ধদেব বসু
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল
হক বিষ্ণু দে