Image
MCQ
963. বাংলাদেশের সমুদ্রসীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে কোন সংস্থা?
ঢাকা বিশ্ববিদ্যালয়
মহাকাশ গবেষণা সংস্থা
বাংলাদেশ নৌ-বাহিনী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
964. ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?
মেঘালয়
আসাম
ত্রিপুরা
নাগাল্যান্ড
965. সাম্প্রতিক বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সমুদ্র সীমার বিরোধ স্থায়ীভাবে নিষ্পত্তি হয়?
ভারত ও পাকিস্তান
মায়ানমার ও নেপাল
ভারত ও মায়ানমার
ভারত ও নেপাল
966. বাংলাদেশের টেরিটোরিয়াল (রাজনৈতিক) সমুদ্রসীমা কত?
২২ নটিক্যাল মাইল
২২০ নটিক্যাল মাইল
২১২ নটিক্যাল মাইল
১২ নটিক্যাল মাইল
967. পার্বত্য চট্টগ্রামের সীমানায় ভারতের নিচের কোন দুটি রাজ্য অবস্থিত?
আসাম ও ত্রিপুরা
মিজোরাম ও ত্রিপুরা
মিজোরাম ও মণিপুর
ত্রিপুরা ও মেঘালয়
968. বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কর্ত কি.মি. জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে—
১৯৪৬৭ বর্গকিমি.
২১২৫০ বর্গকিমি,
১৮৯০০ বর্গকিমি,
১৯৭০০ বর্গকিমি
970. বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত?
৫৫০০ মাইল
৪৪২৪ মাইল
৩২২০ মাইল
২৯২৮ মাইল
971. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
৫১৩৮ কি.মি
৪৩৭১ কি.মি.
৪১৫৬ কি.মি
৩৯৭৮ কি.মি.
973. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
৩৩০০ কিলোমিটার
৩৫৩৭ কিলোমিটার
৩৭১৫ কিলোমিটার
৩৯৩৫ কিলোমিটার
974. বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য কত?
৬৫০ কিলোমিটার
৮০০ কিলোমিটার
৬০০ কিলোমিটার
৭১১ কিলোমিটার
975. নিচে উল্লিখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে?
ত্রিপুরা, মিজোরাম, বার্মা ও আসাম
পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা
রাজ্য মেঘালয়, বেনাপোল, আসাম ও ত্রিপুরা
সিলেট, করিমগঞ্জ, পশ্চিমবঙ্গ ও মেঘালয়
976. যে দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে সে দুটির নাম কি?
ভারত ও ভুটান
ভারত ও মালদ্বীপ
ভারত ও নেপাল
ভারত ও মিয়ানমার
977. বর্তমান বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কত বর্গ কিলোমিটার?
১,১৫,৭৮২
১,১৮,৮১৩
১,২০,৫২২
১,৫৭,২২০
978. ২০০ নটিক্যাল মাইল উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা (Exclusive Economic Zone - EEZ) কত?
২৫০ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
২২৫ নটিক্যাল মাইল
২১২ নটিক্যাল মাইল