Image
MCQ
1121. বাংলাদেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে?
মংলা
শিকলবাধা
পায়রা
সিদ্ধিরগঞ্জ
1122. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
১৯ শতাংশ
১৭ শতাংশ
১২ শতাংশ
৯ শতাংশ
1123. বাংলাদেশের প্রথম ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কখন অনুষ্ঠিত হয়?
১৫-২১ জানুয়ারি, ২০২২
১৫-২১ জুন, ২০২২
১৫-২১ জুন, ২০২১
১৫-২১ জুলাই, ২০২২
1124. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়-
ফার্নেস অয়েল
প্রাকৃতিক গ্যাস
কয়লা
ডিজেল
1125. বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
প্রথম
তৃতীয়
দ্বিতীয়
চতুর্থ
1126. কলাগাছের সুতায় 'কলাবর্তী' শাড়ি উৎপাদন হয়েছে কোন জেলায়?
সিলেট
বান্দরবান
সিরাজগঞ্জ
টাঙ্গাইল
1129. বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা—
২৩
২৯
২৮
২৭
1130. বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে কোন দেশে?
শ্রীলঙ্কায়
জাপানে
যুক্তরাজ্যে
মিয়ানমারে
1131. দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির নাম কী?
সুজাপুর গ্যাসক্ষেত্র
সিলেটের জকিগন্জ গ্যাসক্ষেত্র
ভোলার ইলিশা ১ গ্যাসক্ষেত্র
আমেদপুর গ্যাসক্ষেত্র
1133. FAO এর মতে বাংলাদেশে কত শতাংশ বনভূমি রয়েছে?
৮%
১৪.৪%
১৩.৫%
১১%
1134. বাংলাদেশের মোট উৎপাদিত বিদ্যুতের মধ্যে জলবিদ্যুতের অবদান-
১.০৪%
১.৪৬%
১.১%
0%
1135. নিচের কোনটি 'কৃষি ও মৎস্য' খাতের একটি উপখাত?
Crop
Livestock
Forestry
a, b & c
1136. বাংলাদেশে ব্যবহৃত শক্তি সম্পদের প্রধান উৎস কোনটি?
কয়লা
আণবিক শক্তি
প্রাকৃতিক গ্যাস
সৌর শক্তি
1137. আগস্ট ৮, ২০২৩ পর্যন্ত বাংলাদেশের কয়টি পোশাক কারখানা ইউএস গ্রিনবিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে?
১০৮৩
১৯২
২০০
১৯৫
1138. প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত আয়ের উপর ধার্যকৃত সর্বোচ্চ করের হার কত—
40%
30%
35%
25%
1139. বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার—
Pankaj Saran
Pranay Kumar Verma
Vikram K Doraiswami
Riva Ganguly Das
1140. রপ্তানি আয়ের বিবেচনায় বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ পণ্য-
Ready made Garments
Lather goods
Jute
Medicine