EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
121. গ্রীন পিস কী?
পরিবেশ আন্দোলন গ্রুপ
পরিবেশ রক্ষাকারী প্রযুক্তি
বনরক্ষাকারী শ্লোগান
সবুজ বিপ্লব
ব্যাখ্যা: গ্রিনপিস হল একটি বেসরকারী আন্তর্জাতিক পরিবেশবাদি সংস্থা। বিশ্বের পঞ্চান্নটি দেশে এর শাখা রয়েছে যা নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে পরিচালিত হয়। এই সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতি পালনের জন্য' প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
122. Mr. Rahim had his car.....with only BDT. 500.
wash
washing
to wash
washed
ব্যাখ্যা: Causative verb এর নিয়মানুযায়ী have/had এর পর বস্তুবাচক boj থাকলে পরবর্তী verbটি past participle form বাসে। অর্থাৎ শূন্যস্থানে washed বসবে।
123. 'তুমি এতক্ষণ কী করেছ?' এ বাক্যে 'কী' কোন পদ?
বিশেষণ
সর্বনাম
অব্যয়
ক্রিয়া
124. 'Speak the truth', This is an - sentence.
assertive
interrogative
imperative
optative
ব্যাখ্যা: Imperative sentence এর শুরু হয় verb দিয়ে যা আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়।
125. 'সে গত মাসেও কাজে যোগদান করেনি' কোন কালের উদাহরণ?
সাধারন অতীত
সাধারণ বর্তমান
নিত্যবৃত্ত অতীত
নিত্যবৃত্ত বর্তমান
126. Choose the correct indirect speech. He remarked, 'Two and two makes four'.
He remerked that two and two would make four.
He remarked that two and two made four.
He remarked that two and two makes four
He remarked that two and two make four.
128. 'Fill in the blank with tag question. We should obey our parents-?
should we
don't we
shouldn't we
ought we
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটি affirmative হওয়ায় tag question negative হবে। Auxiliary verb 'should' ও 'we' বসবে।
129. টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-
তড়িৎ শক্তি
শব্দ শক্তি
চৌম্বক শক্তি
আলোক শক্তি
130. 'মর্সিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
আরবি
ফারসি
তুর্কি
হিন্দি
131. পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো?
৩১তম
৩৩তম
৩৪তম
৩৫তম
ব্যাখ্যা: ঈশ্বরদী (পাবনা) থেকে রূপপুরে নির্মীয়মাণ দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। বিশ্বের ৩৩তম পারমাণবিক ক্লাবের সদস্যও হতে যাচ্ছে দেশটি।
132. Identify the same of clause in the underlined sentence: Your body digests whatever you eat.
noun clause
adjective clause
adverbial clause
coordinate clause
133. 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটির কবি-
হাসান হাফিজুর রহমান
আব্দুল গফফার চৌধুরী
আব্দুল গণি হাজারী
শামসুর রাহমান
ব্যাখ্যা: শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে " ১৯৬০ সালে প্রকাশিত হয়। তার রচিত "বন্দী শিবির থেকে" কাব্যগ্রন্থটি একটি বিখ্যাত কাব্য। এ কাব্য লিখেই তিনি খ্যাতি অর্জন করে।
135. 'আমরা' সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য-
তুমি ও আমি
সে, তুমি ও আমি
সে ও আমি
আমি, তুমি ও সে
136. আমার দেখা নয়াচীন' গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় কোন সনে?
২০২১
২০২০
১৯৫৪
১৯৫২
ব্যাখ্যা: 'আমার দেখা নয়াচীন' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ। এটি বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ। শেখ মুজিবের জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে বাংলা একাডেমি ২০২০ সালে বইটি প্রকাশ করে।'
137. 2x²+350 = 12x+340 হলে x = কত?
5
4
8
2
ব্যাখ্যা: সমাধান: 2x² + 350 = 12x + 340 2x²- 12x + 350-340 = 0 2x²- 12x + 10 = 0 ⇒ x²-6x + 5 = 0 x²- 5x - x +5=0 x(x-5) -1(x - 5) = 0 (x-5) (x - 1) = 0 ⇒x - 5=0 x = 5 অথবা, x - 1 = 0 x = 1,5 x = 1
138. সুলতানী আমলে বাংলার রাজধানী ছিল-
মুর্শিদাবাদ
ঢাকা
গৌড়
জাহঙ্গীর নগর
ব্যাখ্যা: সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌর এবং সোনারগাঁও। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল প্রথমে সোনারগাঁও (১৩৩৮ - ১৩৫২)। তারপর রাজধানী স্থানান্তর হয় গৌড়ে (১৪৫০- ১৫৬৫)।
139. একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 cm ও 1386 sq. cm. বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?
66 cm
42 cm
21 cm
24 cm
ব্যাখ্যা: সমাধান: মনেকরি, বৃত্তের ব্যাসার্ধ = r সে.মি. পরিধি = 2πτ এবং ক্ষেত্রফল = πr² প্রশ্নমতে, 2πτ = 132……...(i) এবং πr² = 1386 ………. (ii) (i) + (ii) ⇒ πρ²/ 2πτ = 132 /21 ⇒ π/2 =21/2 r = 21 ব্যাস = 2 x r = 2 × 21 = 42 সে.মি. আমরা জানি, বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য = 42 সে.মি.
140. সর্বোচ্চ গলনাংক বিশিষ্ট ধাতু হল-
টাংস্টেন
প্লাটিনাম
জারকানিয়াম
টাইটানিয়াম