Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো?
৩১তম
৩৩তম
৩৪তম
৩৫তম
ব্যাখ্যা: ঈশ্বরদী (পাবনা) থেকে রূপপুরে নির্মীয়মাণ দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। বিশ্বের ৩৩তম পারমাণবিক ক্লাবের সদস্যও হতে যাচ্ছে দেশটি।
2. গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহৃত হয়?
বেকেরেল রশ্মি
এক্স রশি
বিটা রশ্মি
গামা রশ্মি
ব্যাখ্যা: কাঠের বাক্স বা চামড়ার থলিতে লুকানো বিস্ফোরক বা নিষিদ্ধ দ্রব্য খুঁজে বের করতে, এমনকি চোরাচালানীর পেটে সোনা, রুপা ইত্যাদি শনাক্ত করতে গোয়েন্দা বিভাগে এক্স-রে ব্যবহার করা হয়।
3. সর্বোচ্চ গলনাংক বিশিষ্ট ধাতু হল-
টাংস্টেন
প্লাটিনাম
জারকানিয়াম
টাইটানিয়াম
4. টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-
তড়িৎ শক্তি
শব্দ শক্তি
চৌম্বক শক্তি
আলোক শক্তি
5. Mr. Rahim had his car.....with only BDT. 500.
wash
washing
to wash
washed
ব্যাখ্যা: Causative verb এর নিয়মানুযায়ী have/had এর পর বস্তুবাচক boj থাকলে পরবর্তী verbটি past participle form বাসে। অর্থাৎ শূন্যস্থানে washed বসবে।
6. ত্রিভুজের যে কোন মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে-
সমকোণী ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ
7. Which one is the correct sentence?
Neither of the women are to be trusted.
The accident happened at night.
What for is Jashore famous?
He prevented us going.
8. 'তুমি এতক্ষণ কী করেছ?' এ বাক্যে 'কী' কোন পদ?
বিশেষণ
সর্বনাম
অব্যয়
ক্রিয়া
9. ট্রমা সেন্টার কী?
দুর্ঘটনা জনিত কারণে আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পার্শ্বে নির্মিত চিকিৎসা কেন্দ্র-
খেলাধুলার উন্নয়নকল্পে নির্মিত প্রশিক্ষণ কেন্দ্র
শিশুদের জন্য নির্মিত আনন্দভুবন কেন্দ্র
বৃদ্ধ নারীদের জন্য আশ্রয়কেন্দ্র
ব্যাখ্যা: একটি ট্রমা সেন্টার (বা ট্রমা সেন্টার) হল একটি হাসপাতাল যা পড়ে যাওয়া, মোটর গাড়ির সংঘর্ষ বা গুলির আঘাতের মতো বড় আঘাতজনিত আঘাতে ভুগছেন এমন রোগীদের যত্ন নেওয়ার জন্য সজ্জিত এবং কর্মী নিয়োগ করা হয়। মহাসড়কের পাশে ট্রমা সেন্টার নির্মাণ করার উদ্দেশ্য ছিল, দুর্ঘটনা ঘটলে দ্রুত আহতদের সেখানে নিয়ে যাওয়া এবং চিকিৎসা দেওড়া, যাতে প্রাণ বাঁচানো সম্ভব হয়।
10. গ্রীন পিস কী?
পরিবেশ আন্দোলন গ্রুপ
পরিবেশ রক্ষাকারী প্রযুক্তি
বনরক্ষাকারী শ্লোগান
সবুজ বিপ্লব
ব্যাখ্যা: গ্রিনপিস হল একটি বেসরকারী আন্তর্জাতিক পরিবেশবাদি সংস্থা। বিশ্বের পঞ্চান্নটি দেশে এর শাখা রয়েছে যা নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে পরিচালিত হয়। এই সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতি পালনের জন্য' প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
11. একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 cm ও 1386 sq. cm. বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?
66 cm
42 cm
21 cm
24 cm
ব্যাখ্যা: সমাধান: মনেকরি, বৃত্তের ব্যাসার্ধ = r সে.মি. পরিধি = 2πτ এবং ক্ষেত্রফল = πr² প্রশ্নমতে, 2πτ = 132……...(i) এবং πr² = 1386 ………. (ii) (i) + (ii) ⇒ πρ²/ 2πτ = 132 /21 ⇒ π/2 =21/2 r = 21 ব্যাস = 2 x r = 2 × 21 = 42 সে.মি. আমরা জানি, বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য = 42 সে.মি.
12. বাংলা সাতটি স্বরধ্বনির মধ্যে কোন তিনটি বিবৃত?
অ, ই, উ
আ, ঈ, উ
অ, এ, অ্যা
অ্যা, আ, অ
13. 'মর্সিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
আরবি
ফারসি
তুর্কি
হিন্দি
15. 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটির কবি-
হাসান হাফিজুর রহমান
আব্দুল গফফার চৌধুরী
আব্দুল গণি হাজারী
শামসুর রাহমান
ব্যাখ্যা: শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে " ১৯৬০ সালে প্রকাশিত হয়। তার রচিত "বন্দী শিবির থেকে" কাব্যগ্রন্থটি একটি বিখ্যাত কাব্য। এ কাব্য লিখেই তিনি খ্যাতি অর্জন করে।
16. 'Open the window' Identify the correct passive form.
The window should be opened.
Let the window be opened.
Let the window be opened by you.
The window must be opened.
ব্যাখ্যা: মূল verb দ্বারা শুরু হওয়া imperative sentence কে passive করার নিয়ম হলো: Let + obj + be + v.p.p. সুতরাং সঠিক passive form- Let the window be opened.
17. 2x²+350 = 12x+340 হলে x = কত?
5
4
8
2
ব্যাখ্যা: সমাধান: 2x² + 350 = 12x + 340 2x²- 12x + 350-340 = 0 2x²- 12x + 10 = 0 ⇒ x²-6x + 5 = 0 x²- 5x - x +5=0 x(x-5) -1(x - 5) = 0 (x-5) (x - 1) = 0 ⇒x - 5=0 x = 5 অথবা, x - 1 = 0 x = 1,5 x = 1
18. The phrase 'Die in harness' means-
die in business
die in peace
die in honour
die in bed
ব্যাখ্যা: Die in harness (কর্মরত অবস্থায় মারা- যাওয়া) idiom টির অর্থ- die in business.
19. ইসরাইল ও প্যালেস্টাইন মুক্তিসংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে?
১০ সেপ্টেম্বর, ১৯৯৩
১১ সেপ্টেম্বর, ১৯৯৪
১২ সেপ্টেম্বর, ১৯৯৫
১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
ব্যাখ্যা: ১৩ সেপ্টম্বর, ১৯৯৩ তারিখে পিএলও ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে। অসলো চুক্তি হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর মধ্যে হওয়া একাধিক চুক্তির সম্মিলিত রূপ। এর আওতায় ১৯৯৩ সালে ওয়াশিংটন ডিসিতে অসলো চুক্তি ১ সই হয়, এবং তার ধারাবাহিকতায় মিশরের তাবায় ১৯৯৫ সালে অসলো চুক্তি ২ স্বাক্ষরিত হয়।
20. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
তামা
ইস্পাত
পিতল
সোনা