English MCQ
1. A synonym for 'vigilang' is-
watchful
mindful
careful
wakeful
2. In his dealings--- parents, he was always sincere.
into
with
to
at
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: কারো সাথে আচরণ/ব্যবহার কর! অর্থে deal with ব্যবহৃত হয়।
3. Good example of a complex sentence is
tell me the name you bear
Tell me what is your name
tell me what your name
tell me what your name is
ব্যাখ্যা: তথ্য: Complex sentence- এ একটি principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে। Subordinate clause অংশটুকু Subordinate conjunction যেমন what, which, why, if ইত্যাদি দ্বারা যুক্ত থাকে এবং পরবর্তী structure টি Assertive sentence এর structure অনুযায়ী হয়। অর্থাৎ what+sub+veb অতএব সে অনুযায়ী সঠিক উত্তর: (d)
4. A procrastinator is one who-
settles difficult disputes
delays or postpones actions
initiates an artistic movements
propagates a new idea
5. The masculine form of 'Spouse' is-.
wife
children
husband
spouse
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: spouse শব্দের অর্থ বিবাহিত নারী/পুরুত্ব। এটি একটি common gender। এটির সেই অর্থে কোনো masculine অথবা feminine form নেই। তবে spouse-এর masculine/feminine form সবই spouse হবে। Option
(ঘ)-কে সঠিক বলা যেতে পারে।
6. Shilpi was married - Tariq in 1990.
with
to
for
off
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: সাধারণত কারো সাথে বিবাহিত অর্থে Married to ব্যবহৃত হয়। Option (খ) সঠিক উত্তর।
7. What is the alternative word for the underlined part? Some officials indulge in 'corruption'
Ill-treatment
evil
misery
malpractices
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Corruption-এর অর্থ দুর্নীতি। Option (ক)-এর অর্থ দুর্ব্যবহার। (খ) এর অর্থ মন্দ/খারাপ। (গ) এর অর্থ দুর্দশা। (ঘ) এর অর্থ অপকর্ম/অসবৃত্তি। Option (ঘ) সঠিক উত্তর।
8. My father was somewhat angry. Here 'somewhat is -.
a noun
an adjective
an adverb
a verb
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: 'angry' অর্থ রাগ করে থাকা। এটি একটি অবস্থা। এর কারণকে somewhat দিয়ে বুঝানো হয়েছে। somewhat, angry কে modify করার কারণে এটি adverb I
9. 'The German' refers to-
The German society
The German people
The German language
The German territory
10. Fill in the blank. I ---a good film last week.
have seen
have watched
see
saw
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাক্যে last week, last night, last year, last month, yesterday ইত্যাদি থাকলে verb-এর past form হয়। এখানে Option (ঘ)টি past form-এ আছে।
11. Marium was engaged Almighty. glorifying the
with
at
for
in
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: কোনো বিন্দুতে অংশগ্রহণ করা/ব্যস্ত থাকা/ কোনো কাজে জড়িয়ে থাকা বুঝাতে engage in ব্যবহৃত হয়। কোনো কিছু জুড়ে দেয়া বুঝাতে Engage with বসে।
12. Fill in the blank: 'Our world is facing a/an needs to be environmental crisis that as soon as possible.'
unprecedented, addressed
acute, prolonged
severe, solidified
major, jeopardized
13. Which word has nearly the same meaning as 'grave'?
vague
VICIOUS
serious
gloomy
14. 'I remember' what you said yesterday. The underlined is -.
an adjective clause
a noun clause
an adverbial clause
a dependent clause
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Underlined অংশটিতে একটি Subject ও একটি verb আছে, যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং এটি একটি independent clause-এর বৈশিষ্ট্য। "I remember" সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাই একে main clause-ও বলা যায়। তবে 'What you said yesterday', আরা কিছু জানাতে চায়, তাই এটি একটি dependent অথবা sub-ordinate clause.
15. 'My father is a down to earth man." Here the expression 'down to earth' means-
angry and insensitive
undecisive and cruel
sad and pathetic
sensible and practical
16. When we alleviate something, we make it --
less severe
a lot better
very unpleasant
more accurate
17. Which one is similar to 'retreat'?
advance
retire
dig in
proceed
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Retreat শব্দের অর্থ প্রত্যাহার করা। Option (ক) এয় অর্থ এগিয়ে আসা। (খ) এর অর্থ সরে দাঁড়ানো। (গ) এর অর্থ খনন করা। (ঘ) এর অর্থ অগ্রসর হওয়া। Option (খ) সঠিক উত্তর।
18. Fill in the blank: 'Would you mind ---the accounts one more time?'
for checking
to check
checking
check
19. A stage on which people stand to make speeches is called a-
dais
dias
daias
deis
20. Pick the word that is synonymous with 'modesty':
timidity
Docility
Humility
simplicity