EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

English MCQ
3481. The synonym of the word 'glamorous' is
gallant
cheerful
gluttoning
attractive
ব্যাখ্যা: Hints: Glamorous (জাদুময়; মোহিনী; রূপময়) শব্দের synonym হলো attractine যার অর্থ মনোহর, প্রীতিকর, চিত্তহারী। অন্যদিকে cheerful অর্থ প্রযুন্ম, galant অর্থ সাহসিক, দুঃসাহসিক।
3482. Identify the word that means the opposite of 'splendid':
extraordinary
ordinary
pompous
precious
ব্যাখ্যা: Hints: Splendid (জমকালো, চমৎকার)-এর বিপরীত শব্দ ordinary (সাধারণ, সাদামাটা ধাঁচের)। তাছাড়া extraordinary (চমৎকার), pompous (জাঁকালো, আড়ম্বরপূর্ণ) এবং precious (মহার্থ, বহুমূল্য ও অত্যন্ত সুন্দর) শব্দগুলো প্রদত্ত শব্দগুলোর সমার্থক।
3483. Choose the word that has the same meaning as 'frightful':
awesome
terrific
terrible
unpleasant
ব্যাখ্যা: Hints: Frightful (ভয়ংকর, ভয়ানক, ভয়াবহ)-এর একই অর্থবোধক শব্দ হলো terrible( ভয়ংকর, ভীষণ)।
3484. Choose the Synonymous Words Meager:
Merge
Too small
Bright
Partial
ব্যাখ্যা: Hints: Meager অর্থ নগণ্য, সংখ্যায় অল্প অর্থাৎ too small। তাছাড়া Merge অর্থ একত্রীকরণ, Bright-উজ্জ্বল এবং Partial অর্থ আংশিক।
3485. Choose the Synonymous Words Flout:
Crucial
Disobey
Diminish
Flatter
ব্যাখ্যা: Hints: Flout অর্থ তাচ্ছিল্য করা, অবজ্ঞার সাথে উড়িয়ে দেয়া। আর disobey অর্থ অগ্রাহ্য করা। সুতরাং শব্দ দুটি একে অপরের সমার্থক শব্দ। অন্য দিকে crucial-অত্যন্ত গুরুত্বপূর্ণ, diminish হ্রাস করা এবং flatter- তোষামোদ করা।
3486. The antonym of 'belittle' is-
despise
pacify
undermine
glorify
ব্যাখ্যা: Hints: Belittle (ছোট করা)- এর বিপরীত শব্দ হলো glorify (মহিমান্বিত করা)। অপশনের অন্যান্য শব্দের অর্থগুলো যথাক্রমে despise অবজ্ঞা করা, pacify-শান্ত করা এবং undermine সুড়ঙ্গ খোড়া।
3487. Select the word that has the same meaning as 'stubborn':
obdurate
docile
impertinent
intractable
ব্যাখ্যা: Hints: 'Stubborn' (একগুঁয়ে, জেদি)-এর একই অর্থবোধক শব্দ হলা-obdurate। তাছাড়া docile অর্থ সহজে বশ মানে এমন, বাধ্য, impertinent অর্থ অপ্রাসঙ্গিক, অসঙ্গত আর intractable অর্থ সহজে নিয়ন্ত্রণ করা যায় না এমন, দুর্দান্ত।
3488. He said that he (go) home the next day. (Use the right form of verb)
will go
goes
has go
would go
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে that পূর্ববর্তী clauseটি past tense-এ থাকায় এবং next day থাকায় that পরবর্তী clause টি future in the past এ হবে। সুতরাং ৪০-এর স্থলে would go হবে সঠিক option.
3489. Choose the Synonymous Words Impediment:
Anarchy
Dislort
Ominous
Barrier
ব্যাখ্যা: Hints: Impediment (প্রতিবন্ধকতা)-এর সমার্থক শব্দ হলো barrier (বাধ্য, প্রতিবন্ধকতা)। Anarchy, Distort এবং Ominous শব্দের অর্থ যথাক্রমে অরাজকতা, বিকৃত এবং অশুভ।
3490. What is the synonym of the word ' heckle'?
busy
disrupt
slow
Stipen
ব্যাখ্যা: Hints: Hole (প্রশ্নবাণে জর্জরিত করা)-এর সমার্থক শব্দ disrupt
3491. Which of the following words means nearly the opposite of 'shrewd?
crafty
stupid
sagacious
cunning
ব্যাখ্যা: Hints: "Shrerod' অর্থ সুস্থ বিচারবুদ্ধি ও কাণ্ডজ্ঞান সম্পন্ন; বিচক্ষণ; তীক্ষ্ণবুদ্ধি যার বিপরীত শব্দ stupul (জড়বুদ্ধি; নির্বোধ; বোকা)। অন্যদিকে cunning অর্থ ধূর্ত, দক্ষ, রেটিং অর্থ কুশলী আর sagacious অর্থ সুস্থ বিচার বুদ্ধিসম্পন্ন, কাণ্ডজ্ঞানসম্পন্ন।
3492. What is the synonym of 'Competent'?
Circumspect
Discrete
Capable
Prudent
ব্যাখ্যা: Hints: Competent (উপযুক্ত, সক্ষম, দক্ষ)-এর synonym হলো capable (সক্ষম)। তাছাড়া Circumspect অর্থ সতর্ক, Discrete অর্থ পৃথক, অসংলগ্ন আর Prudent অর্থ বিচক্ষণ।
3493. Choose the Synonymous Words Rage:
Anger
Style
Heavy
Humid
ব্যাখ্যা: Hints: Rage অর্থ ক্রোধ যার একই অর্থবোধক শব্দ হলো Anger (ক্রোধ)।
3494. The antonym of the word 'smooth' is-
hard
rough
sharp
plain
ব্যাখ্যা: Hints: Smooth (মসৃণ)-এর বিপরীত শব্দ হলো rough (এবড়ো থেবড়ো, অমসৃণ)। অপরদিকে hard কঠোর; slarp অর্থ ধারালো এবং plain অর্থ সমতল।
3495. What is the meaning of the word 'Stupendous'?
Awesome
Stupidity
rude
Foolishness
3496. Choose the Synonymous Words Emancipate:
Coordinate
Emulate
Liberate
Complex
ব্যাখ্যা: Hints: Emancipate (মুক্তি দেয়া)-এর সমার্থক শব্দ হলো liberate। অপরদিকে complex অর্থ জটিল, coordinate অর্থ সহযোগিতা করা আর emulate অর্থ সমকক্ষ হতে চেষ্টা করা।
3497. What is the meaning of the word 'protrude'?
to stick out from something
to produce something
to prevent something
to provide something
ব্যাখ্যা: Hints: Protrude- বাইরে প্রসারিত করা অর্থাৎ to stick out from something
3498. The present form of 'Lost' is -
Loose
Loss
Lost
Lose
ব্যাখ্যা: Lost-এর present form হলো lose (হারানো)। অন্যদিকে loose অর্থ ঢিলা বা আলগা করা, loss (ক্ষতি) হলো lose-এর noun form.
3499. 'Wisdom' means-
প্রজ্ঞা
জ্ঞান
বুদ্ধি
মেধা
ব্যাখ্যা: Hints: Wisdom অর্থ প্রজ্ঞা আর জ্ঞানের ইংরেজি knowledge, বুদ্ধির ইংরেজি intelligence আর মেধার ইংরেজি merit।
3500. Before the Angles and the Saxons - to England, the Iberians had lived there.
comming
come
came
did come
ব্যাখ্যা: Before দ্বারা দুটি clause যুক্ত হলে before পরবর্তী clause টি past indefinite tense এ হয় আর অন্য clauseটি past perfect tense-এ হয়। সুতরাং past indefinite tense অনুযায়ী সঠিক option হলো came.