EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
41. Who is an essayist?
J.S. Mill
Francis Bacon
Charles Dickens
W.H. Newman
ব্যাখ্যা: Hints: প্রশ্নে প্রদত্ত option গুলোর মধ্যে Francis Bacon একমাত্র essayist। Francis Bacon কে father of English essay বলা হয়। J. S. Mill- একজন English Philosopher, political economist, feminist (নারীবাদী) এবং সরকারি চাকুরিজীবী, Charles Dickens একজন British Novelist যার বিখ্যাত Novel David Coperfield, W. H. Newman ছিলেন একজন বিখ্যাত Jeweller, Silver smith এবং Business man।
42. Who is the author of 'The Origin of Species'?
C. Darwin
A. Pope
T. Hardy
Norton
43. Who is the writer of 'Arms and the Man'?
William Shakespeare
Somerset Maugham
George Bernard Shaw
Ben Jonson
44. Who created the famous painting 'Guernica'?
Dali
Sultan
Matisse
Picasso
45. Author of the poem 'Patriot is-
Mathew Arnold
Robert Herrick
Lord Byron
Robert Browning
46. আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
Chaucer
Johnson
Shakespeare
G.B. Shaw
47. In the recent times, eminent Bangladeshi writer--- translated Shakespeare's play. Machbeth.
Abdullah Al Mamun
Syed Shamsul Haq
Selim Al Deen
Mamumur Rashid
ব্যাখ্যা: Hints: বর্তমান সময়ের প্রখ্যাত বাংলাদেশি কবি, কথা সাহিত্যিক, নাট্যকার, অনুবাদক সৈয়দ শামসুল হক Shakespeare-এর নাটক, Macbeth অনুবাদ করেন।
48. Which of the following dramas is not a tragedy?
Julius Caesar
The Tempest
Othelo
King Lear
ব্যাখ্যা: Hints: Option এ প্রদত্ত চারটি নাটক-ই William Shakespeare কর্তৃক রচিত। তন্মধ্যে Julius Caesar, Othelo ও King Lear এই তিনটি Tragedy। The Tempest নাটকটি Comedy।
49. Which one of the following is about sin and punishment?
For the Fallen
Tree at My Window
The Ancient Mariner
A Mother in Manville
ব্যাখ্যা: Hints: The Ancient Mariner হলো S.T. Coleridge রচিত Lyrical Ballad-এর অন্তর্ভুক্ত Rime of the Ancient Mariner কবিতার প্রধান চরিত্র। এটি 1797 সালে প্রকাশিত হয়। এই কবিতায় sin and punishment তথা পাপ ও তার শাস্তির বিষয়টি The Ancient Mariner-এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
50. Who is the writer of 'The Good Earth'?
Virginia Woolf
Leo Tolstoy
George Eliot
Pearl S. Buck
51. Authour of 'A Farewell to Arms' is-
John Milton
Robert Frost
Robert Browning
Ernest Hemingway
53. Robert Frost is a poet of-
USA
Ireland
England
Scotland
ব্যাখ্যা: Hints: Robert Frost একজন আমেরিকান কবি।
54. Ben Jonson introduced-
allegory
comedy of manners
heroic drama
comedy of humours
ব্যাখ্যা: Hints: Ben Jonson-এর লেখা comedyগুলো Comedy of Humours নামে পরিচিত। Comedy of Humours হচ্ছে Medical theory-এর সাথে related। তার লেখা Comedy of Humours গুলোর মধ্যে 'Volpone', "The Silent Women' এবং 'The Alchemist' উল্লেখযোগ্য।
55. 'A Tale of Two Cities' is a/an-
novel
drama
epic
fiction
ব্যাখ্যা: Hints: A Tale of Two Cities' ইংরেজি ঔপন্যাসিক Charles Dickens এর একটি বিখ্যাত উপন্যাস। তার কয়েকটি বিখ্যাত উপন্যাস হচ্ছে- 'David Coperfield', 'Grent Expectations' ইত্যাদি। এ উপন্যাসের মূল উপজীব্য লন্ডন ও প্যারিস শহরের কাহিনি।
56. Who created the famous painting "The first plantation"?
Zainul Abedin
Kamrul Hasan
Rashid Chowdhury
S.M. Sultan
57. Who is not a romantic poet?
S.T. Coleridge
John Keats
T.S. Eliot
P.B. Shelley
ব্যাখ্যা: Hints: P. B. Shelley, S. T. Coleridge, John Keats এই তিনজনই Romantic poet. কিন্তু T.S. Eliot Romantic poet নন। T.S. Eliot মূলত একজন Modern poet. তিনি twentith century'র একজন অন্যতম প্রসিদ্ধ লেখক ছিলেন। T.S. Eliot 1948 সালে সাহিত্যে Nobel Prize পান।
59. Who wrote 'The Diary of a Young girl'?
Katie Stagliano
Ryan Hrelijac
Anne Frank
Dylan Mahalingam
ব্যাখ্যা: Hints: The Diary of Anne Frank যা The Diary of a Young Girl নামে পরিচিত। এটি আসলে একটি দিন লিপি যা Anne Frank (1929-1945) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ন্যাৎসী বাহিনীর ভয়ে পরিবারের সাথে এক অন্তরীণ কক্ষে থাকা অবস্থায় লিখে। তার মৃত্যুর পর 1947 সালে ডাচ ভাষায় এটি প্রথম প্রকাশিত হয় এবং 1952 সালে ইরেজি ভাষায় অনূদিত হয়। বর্তমানে এ বইটি বিশ্বের ষাটটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
60. Who created the famous painting "The first plantation"?
Zainul Abedin
Kamrul Hasan
Rashid Chowdhury
S.M. Sultan