MCQ
121. যে পাইপ ওয়াটার ক্লোজেট, ইউরিনাল ইত্যাদি ফিক্সচার থেকে ময়লা গ্রহণ করে, তাকে বলা হয়-
Vent Pipe
Soil Pipe
Invert Pipe
কোনোটিই নয়
122. দ্বিতীয় পর্যায়ের (secondary) পয়ঃপরিশোধন প্রধানত-----
জীবাণু অপসারণের জন্য
অজৈব ভাসমান পদার্থ অপসারণের জন্য
জৈব দ্রবীভূত পদার্থ অপসারণের জন্য
ভাসমান পদার্থ অপসারণের জন্য
123. বর্তমানে পানি সরবরাহের প্রধান (main) পাইপের জন্য সব গুণাগুণ বিবেচনায় উৎকৃষ্ট পাইপ হলো
cast-iron pipe
mild steel pipe
GI pipe
ductile iron pipe
124. Back washing-এর ব্যবস্থা রাখা হয় সাধারণত-
Pond sand filter-এর জন্য
উল্লিখিত কোনোটার জন্যই নয়
Slow sand filter-এর জন্য
Rapid sand filter-এর জন্য
125. যে ব্যাকটেরিয়ার বাঁচা ও কাজ করার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না, তাকে বলে-
aerobic bacteria
anaerobic bacteria
pathogenic bacteria
non-pathogenic bacteria
126. সেপটিক ট্যাংক ডিজাইনের সময় সর্বোচ্চ প্রবাহ গড় প্রবাহের কত গুণ ধরা হয়?
১.৫ গুণ
২ গুণ
২.৫ গুণ
৩ গুণ
127. সিউয়ার লাইন পরির্দশন, পরিষ্কারকরণ ও মেরামতের জন্য কী নির্মাণ করা হয়?
পরিদর্শন কক্ষ
হেডরুম
ম্যানহোল
উইয়ার
128. সিউয়ার অথবা ড্রেনের ভিতরের সর্বনিম্ন অংশকে বলা হয়-
Crude
Infiltration
Vent
Invert
129. সিউয়ার বসাবার সময় খাদের ন্যূনতম বিস্তার কত?
৩৩ সেমি
৪৩ সেমি
৫৩ সেমি
৬৩ সেমি
130. নিষ্কাশন ব্যবস্থায় যে Pipe গ্যাস চলাচলের ব্যবস্থা করে, তাকে বলা হয়-
Water Pipe
Soil Pipe
Vent Pipe
Gass Pipe
131. কখন ড্রপ ম্যানহোল নির্মাণ করা হয়?
যখন দুটি সিউয়ারে লেভেল পার্থক্য কম হয়
যখন দুটি সিউয়ারে লেভেল পার্থক্য খুব বেশি হয়
যখন বৃষ্টিপাতের পরিমাণ কম হয়
যখন বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়
132. বাংলাদেশের ভূ-উপরিস্থ (surface) পানি খাবার পানি হিসেবে ব্যবহারের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা-
আর্সেনিক
খরতা
রোগজীবাণু
অস্বচ্ছতা
133. সিউয়ারে জমা কাদামাটি, বালি ইত্যাদি পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়-
ওভারফ্লো উইয়ার
ল্যাম্বহোল
ক্যাচ পিট
ফ্লাশিং ট্যাংক
134. সোজা রাস্তায় কত মিটার পর পর ম্যানহোল তৈরি করা হয়?
৬০ মিটার থেকে ৯০ মিটার
৫০ মিটার থেকে ৭০ মিটার
৪০ মিটার থেকে ৬০ মিটার
৩০ মিটার থেকে ৫০ মিটার
135. সেপটিক ট্যাংকের ফ্রিবোডি রাখা হয় সাধারণত-
৩৫ সেমি
৪০ সেমি
৪৫ সেমি
৫০ সেমি
136. সেপটিক ট্যাংকে সিউয়েজের অবরোধকাল কত ধরা হয়?
১২ ঘণ্টা
২৪ ঘণ্টা
১৮ ঘণ্টা
৩৬ ঘণ্টা
137. কত মাস পর পর সেপটিক ট্যাংক পরিষ্কার করা উচিত?
৪ মাস
৫ মাস
১২ মাস
৬ মাস
138. কখন সিউয়ার স্থাপনে ভিত্তিস্তর দেওয়া হয়?
খাদের তলদেশে মাটির ভারবহন ক্ষমতা বেশি হলে
খাদের তলদেশে মাটির ভারবহন ক্ষমতা কম হলে
ক ও খ উভয় কারণে
কোনোটিই নয়
139. সেপটিক ট্যাংক ডিজাইনের সময় গড় মাথাপিছু দৈনিক সিউয়েজের প্রবাহের পরিমাণ কত লিটার ধরা হয়?
৫০-৭০ লিটার
৬০-৭৫ লিটার
৭০-৮৫ লিটার
৭৫-৯০ লিটার
140. বায়োগ্যাসের প্রধান উপাদান হলো-
পানি
মিথেন
ইউরিয়া
মূত্র