MCQ
141. পয়ঃ অথবা বর্জ্য পানির সবচেয়ে প্রয়োজনীয় পরীক্ষা-
BOD
COD
pH
Pathogenic bacteria
142. আয়তন অনুযায়ী বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায়-
৫০%
৩৫%
৩০%
২১%
143. Turbidity পানির কোনটি পরিমাপ করে?
Acidity
Alkalinity
Color
কোনোটিই নয়
144. কোন pH-এর তরল সবচেয়ে Strong acid?
2
5
7
10
145. Surge tank কী জন্য ব্যবহার করা হয়?
পানি জমিয়ে রাখার জন্য
Water Hammer যাতে না হয়
পানির গতিবেগ বাড়ানোর জন্য
Valve রক্ষা করার জন্য
146. ECR-1997 অনুযায়ী পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?
50ppm
5ppm
50ppb
5ppb
147. BOD বলতে বুঝায়-
Bacteria of Damage
Before Oxidation Damage
Best Organised Drainage
Biochemical Oxygen Demand
148. Ventilation-এর উদ্দেশ্যে ব্যবহৃত pipe-কে বলা হয়-
Waste pipe
Soil pipe
Vent pipe
Siphon pipe
149. বাংলাদেশের জন্য পানিতে গ্রহণযোগ্য আর্সেনিকের সর্বোচ্চ মান কোনটি?
0.3ppm
0.5ppm
0.03ppm
0.05ppm
150. সিউয়েজে জীবাণু মোচনের জন্য প্রয়োগ করা হয়-
চুন
নাইট্রোজেন
খড়িমাটি
ক্লোরিন
151. পানিকে Granular media-এর মধ্য দিয়ে pass করাকে কী বলে?
Screening
Flocculation
Filtration
Sedimentation
152. Lateral sewer-এর ব্যাস কমপক্ষে কত হবে?
200mm
150mm
250mm
300mm
153. Sewer pipe-এ কোন গ্যাসের কারণে বিস্ফোরণ হতে পারে?
CO2
CO
NH3
CH4
154. পানির Alkalinity কোনটির কারণে হয়?'
HCO3
OH
CO3
সবগুলো
155. pH স্কেলের বিস্তৃতি হলো-
৭-১০
৬-১২
০-৭
০-১৪
156. পানযোগ্য পানির pH মান কত?
6-8
6-8.5
7-9
7-9.5
157. কোন পদার্থটি কোয়াগুলেন্ট (Coagulant) হিসেবে ব্যবহৃত হয় না?
ফেরিক সালফেট
ব্লিচিং পাউডার
সোডিয়াম অ্যালুমিনেট
ফিটকিরি
158. বাংলাদেশে গৃহস্থালি কাজে মাথাপিছু পানির পরিমাণ ধরা হয়-
120 লিটার
130 লিটার
125 লিটার
135 লিটার
159. একটি Septic Tank-4 Liquid retention time হওয়া উচিত কমপক্ষে-
১ দিন
৩ দিন
৭ দিন
১০ দিন
160. 5 day BOD কোন তাপমাত্রায় পরিমাপ করা হয়?
0°C
20°C
15°C
25°C