Image
MCQ
41. বৃহৎ অনুভূমিক বা তির্যক বল প্রতিরোধে পাইল ব্যবহার করা হয়-
টেনশন পাইল
অ্যাঙ্কর পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
42. নিচের কোন মাটির ভারবহন ক্ষমতা সবচেয়ে বেশি?
কোর্স গ্র্যাভেল
আলগা এবং শুষ্ক মোটা বালি
আর্দ্র মাটি
আলগা এবং শুষ্ক চিকন বালি
43. অবকাঠামো (Structure)-এর Settlement নির্ণয়ের জন্য মাটির যে ধর্ম (property) সম্পর্কে পূর্বজ্ঞান থাকা দরকার, তা হলো-
Bearing capacity
Consolidation
Permeability
Compressibility
44. ব্লাক কটন সয়েলের ক্ষেত্রে নিরাপদ ভারবহন ক্ষমতা ধর হয়-
20 t/m²
15 t/m²
10 t/m²
5 t/m²
45. নিচের কোনটির ভারবহন ক্ষমতা সর্বাধিক?
শক্ত পাথর
মোটা বালিমাটি
চিকন বালিমাটি
ব্লাক কটন সয়েল
46. নরম কাদামাটির ক্ষেত্রে নিরাপদ ভারবহন ক্ষমতা ধরা হয়-
20 t/m²
15 /m²
10 t/m²
5t/m²
47. যে-কোনো মৃত্তিকার ক্ষেত্রে ভূমি থেকে ভিত্তির ন্যূনতম গভীরতা হবে-
60 সেমি
৪০ সেমি
100 সেমি
120 সেমি
48. Undisturbed এবং disturbed soil-এর unconfined compressive strength-এর অনুপাতকে বলা হয়-
Bearing capacity
Sensitivity
Relative density
Thixotropy
49. দালানে সচরাচর ব্যবহৃত গভীর ভিত্তি হলো-
গ্রিলেজ ভিত্তি
র্যাফট ভিত্তি
পাইল ভিত্তি
ওয়েল ফাউন্ডেশন
50. অগভীর ভিত্তির জন্য কোন পদ্ধতিতে মাটি তদন্ত করা হয়?
ওপেন টেস্ট পিট
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
প্রবিং
51. মাটির সেফ ভারবহন ক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে-
সয়েলকে গ্রাউটিং করে
ভিত্তির গভীরতা বৃদ্ধি করে
যদি পানি সমতল ফুটিং বেসের নিকটবর্তী হওয়ায় মাটি ড্রেনিং-এর মাধ্যমে
উপরের সব কয়টি
52. যে পাইল প্রয়োজনীয় ভারবহন ক্ষমতাসম্পন্ন নিচের শক্ত স্তরে পাইলের উপর আগত কাঠামোর লোড স্থানান্তর করে, তাকে বলে-
কম্প্যাকশন পাইল
শিট পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
53. নিচের কোন মাটির ভারবহন ক্ষমতা সবচেয়ে কম?
আর্দ্র মাটি
আলগা এবং শুষ্ক চিকন বালি
আলগা এবং শুষ্ক মোটা বালি
কোর্স গ্র্যাভেল
54. দুটি RC footing-কে যখন RC beam দ্বারা যোগ করে। সমভাবে Pressure distribution করানো হয় তখন ঐ যুক্ত footing-কে বলা হয়-
Combined footing
Strap footing
Compound footing
Strip footing
55. সয়েল সিমেন্টে দৃঢ়ীকরণ করতে কাদামাটির ক্ষেত্রে সিমেন্টের পরিমাণ-
12 থেকে 20%
12 থেকে 15%
7 থেকে 12%
5 থেকে 10%
56. নিচের কোনটির ভারবহন ক্ষমতা সর্বনিম্ন?
শক্ত পাথর
মোটা বালিমাটি
লেমিনেটেড পাথর
ব্লাক কটন সয়েল
57. কফারড্যাম নির্মাণকালে কোন পাইল ব্যবহার করা হয়-
টেনশন পাইল
ফ্রিকশন পাইল
শিট পাইল
বিয়ারিং পাইল
58. সূক্ষ্মদানার মাটির কণার আকার-
0.07 মিমি হতে 0.002 মিমি
0.06 মিমি হতে 0.002 মিমি
0.05 মিমি হতে 0.002 মিমি
0.04 মিমি হতে 0.002 মিমি
59. কাদামাটির উপর ভিত্তি স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ অনুমোদনযোগ্য ডিফারেনশিয়াল সেটেলমেন্ট-
100 মিমি
20 মিমি
40 মিমি
10 মিমি
60. অল্প ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটির ক্ষেত্রে বেশি লোডের স্টিল স্ট্যানশন-এর জন্য কোন ধরনের ভিত্তি উপযোগী?
ওয়েল ফাউন্ডেশন
পাইল ভিত্তি
র্যাফট ভিত্তি
গ্রিলেজ ভিত্তি