Image
MCQ
66. আলগা মৃত্তিকার ভয়েড ও এর মান দৃঢ় মৃত্তিকার ভয়েড ও এর মান অপেক্ষা-
কম
অধিক
সমান
শূন্য
67. মৃত্তিকা প্রযুক্তি বিদ্যার আওতা কোথায় থেকে বিস্তৃত?
ভূগোলবিদ্যা
জ্যামিতিবিদ্যা
সয়েল মেকানিস
স্ট্রাকচারাল মেকানিক্স
68. স্বাভাবিক মৃত্তিকা মূলত কয়টি সামগ্রী নিয়ে গঠিত?
২টি
৫টি
৪টি
৩টি
73. কোন প্রকার মাটির ভিতর দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হতে পারে?
চিকন বালু
মোটা বালু
কাদা
গ্রান্ডেল
74. পানির মাধ্যমে মৃত্তিকা স্থানান্তরিতকে বলা হয়-
বালিয়াড়ী
পাললিক মৃত্তিকা
উপবেশন মৃত্তিকা
ক্লিফট
76. আর্দ্রতা নিরূপনের জন্য মাটি কত ডিগ্রি সেলসিয়াস তাপস্রতায় শুকাতে হয়?
৬০° সেলসিয়াস
৭০° সেলসিয়াস
৩০° সেলসিয়াস
৪০° সেলসিয়াস
77. যখন কাঠামোর ভার উপরের স্তরের মৃত্তিকাই বহন করে তখন তি ভিত্তি ডিজাইন করা হয়?
গভীর
স্যান্ড পাইলিন
অগভীর
কোনটি নয়