Image
MCQ
24621. যেসব শব্দ মূল অর্থ প্রকাশ না করে অন্য বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাকে কি বলে? (সিজিডিএফ এর অডিটর: ১৯)
যৌগিক শব্দ
রূঢ়ি শব্দি
যোগরূঢ় শব্দ
মৌলিক শব্দ
24622. যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি? (পিটিআই এর শিক্ষক: ১৯)
জলজ
সহজ
জলদ
বনজ
24623. 'যেমন কাজ করবে, তেমন ফল পাবে।' বাক্যটির সরল রূপ কোনটি? (সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা অফিসার: ১০)
কাজ অনুযায়ী ফল পাবে
কাজের উপর ফল নির্ভর করে
ফলেই কর্মের পরিচয়
যেমন কর্ম তেমন ফল
24624. 'ভাল ফলের চেষ্টা কর'। এটি কোন ধরনের বাক্য? সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৮/
ইচ্ছাবোধক
অনুজ্ঞাবাচক
নির্দেশাত্মক
বিস্ময়বোধক
24625. . নিচের কোনটি নেতিবাচক বাক্য? /বাংলাদেশ সহকারী কর্ম-কমিশন এর সহকারী পরিচালক: ০৬/
হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল
হৈম তাহার অর্থ বুঝিল না
হৈম কি তাহার অর্থ বুঝিল না
হৈম তাহার অর্থ বুঝিল!
24626. 'প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে'। বাক্যটির নেতিবাচক রূপ নিচের কোনটি? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক। ১৮
প্রিয়ংবদা যথার্থ কহে নাই
প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে
প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
কোনোটিই নয়
24627. 'সন্দেশ' কোন শ্রেণির শব্দ/ 'সন্দেশ' অর্থগত দিক থেকে কোন শ্রেণির শব্দ? (পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী পরিচালক: ১৬)
মৌলিক
রূঢ়ি
যৌগিক
যোগরূঢ়
24628. নিচের কোনটি তৎসম শব্দ? (৬৯ বেসরকারী শিক্ষক নিবন্ধন: ১০)
চাঁদ
বালতি
ভবন
হরতাল
24630. 'গৃহিণী' কি জাতীয় শব্দ? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৫)
বিদেশি
সংস্কৃত
আধা-সংস্কৃত
দেশি
24631. তৎসম শব্দ কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা): ০৭]
বৈষ্ণব
চামার
নক্ষত্র
ঈমান
24632. 'বল বীর বল উন্নত মম শির।' বাক্যটি কী? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক: ১৯/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। ০৫।
ইচ্ছাসূচক
বিস্ময়বোধক
আদেশসূচক
প্রশ্নসূচক
24633. কোনটি যোগরূঢ় শব্দ? (১৬তম প্রভাষক নিবন্ধন। ১৯)
পঙ্কজ
প্রবীণ
সন্দেশ
গায়ক
24634. কোনটি তৎসম শব্দ? (বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক: ০১)
চা
কান
চেয়ার
ধর্ম
24635. 'তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না'। নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। ১১)
তাদের ভুলটা ভাঙতে দেরি হয়
তাদের ভুলটা দেরিতে ভাঙে
অচিরেই তাদের ভুল ভাঙে
24636. ___sun is ___star.
the, a
a, the
the, an
the, the
24638. _____Mr. Karim has been arrested.
A
An
The
None
24639. 'কাজটি শেষ করার জন্য সে আদা-কাঁচকলা খেয়ে নেমেছে।' বাক্যটি কী হারিয়েছে? সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর: ২০০০
আকাঙ্ক্ষা
পদক্রম
আসত্তি
যোগ্যতা
24640. 'গাড়িঘোড়া চড়লে লেখাপড়া কর'। এই সরল বাক্যটির যৌগিকরূপ কোনটি? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (সিলেট): ০৫)
লেখাপড়া কর, তাহলে গাড়িঘোড়ায় চড়তে পারবে
লেখাপড়া কর, গাড়িঘোড়ায় চড়তে পারবে
লেখাপড়া করে যেই, গাড়িঘোড়া চড়ে সেই
গাড়িঘোড়ায় চড়ার জন্য প্রয়োজন লেখাপড়া