MCQ
24741. গাড়ি চালানো কষ্টকর-
সরল বাঁকে
যৌগিক বাঁকে
বিপরীত বাঁকে
সংযুক্ত বাঁকে
24742. শিকল জরিপে ভুলভ্রান্তি যদি ধনাত্মক হয়, তবে সংশোধনী হবে-
ধনাত্মক
ঋণাত্মক
সবসময়ই ধনাত্মক
কোনোটিই নয়
ব্যাখ্যা:
24743. খুব ভালো ফল পেতে রেলপথে কোনপদ্ধতিতে বাঁক বসাতে হয়?
স্পর্শক থেকে অফসেট
দীর্ঘ জ্যা থেকে অফসেট
বর্ধিত জ্যা থেকে অফসেট
এক থিওডোলাইট
24744. থিওডোলাইটের উল্লম্ব বৃত্ত যদি দর্শকের ডানে অবস্থানকরে, তবে তা-
বামমুখী অবস্থান
সম্মুখ অবস্থান
ডানমুখী অবস্থান
কোনোটিই নয়
ব্যাখ্যা:
24745. স্থানীয় আকর্ষণ না থাকলে সম্মুখ ও পশ্চাৎ বিয়ারিং-এর পার্থক্য হওয়া উচিত- [R&H-06]
৬০°
৯০°
১৮০°
৩৬০°
24746. স্পর্শক দৈর্ঘ্য-
R sinq/2
2R sino/2
2R tano/2
R tano/2
24747. 10° বাঁকের ব্যাসার্ধ-
17.19 m
171.9 m
171 9 m
171 8 m
ব্যাখ্যা: 10° বাঁকে ব্যাসার্ধ R = = 171.9m. 10
24748. সমতল বাঁক নয় কোনটি?
যৌগিক
বিপরীত
উত্তল
মিশ্র
24749. সম্মুখ বিয়ারিং উত্তর-পূর্ব হলে পশ্চাৎ বিয়ারিং হবে- [MODMR-06]
উত্তর-পশ্চিম
পূর্ব-পশ্চিম
দক্ষিণ-পশ্চিম
দক্ষিণ-পূর্ব
24750. বাঁক সংস্থাপনকালে সহজে মাপা যায়-
স্পর্শক কোণ
প্রতিসরণ কোণ
কেন্দ্রীয় কোণ
বিপ্রতীপ কোণ
24751. প্রতিসরণ কোণের সাহায্যে কোন বাঁক স্থাপন করা যায় না?
সরল
যৌগিক
বিপরীত
উল্লম্ব
24752. এক রেখা জরিপলিপি ব্যবহৃত হয় কোন ধরনের নকশার জন্য?
ছোট স্কেল
বড় স্কেল
মাঝারি স্কেল
কোনোটিই নয়
ব্যাখ্যা:
24753. ছেদ কোণ ও প্রতিসরণ কোণের সমষ্টি-
90°
180°
270°
360°
24754. বাঁকে প্রথম স্পর্শক যত ডিগ্রি কোণে ডানে বা বামে মোড় নেয়, তাকে বলে-
স্পর্শক কোণ
কেন্দ্রীয় কোণ
প্রতিসরণ কোণ
ছেদ কোণ
24755. ভিত্তিরেখার দুই প্রান্তের স্টেশনগুলোর নাম-
প্রধান স্টেশন
অপ্রধান স্টেশন
সহযোগী স্টেশন
গ্রন্থি স্টেশন
ব্যাখ্যা:
24756. ক্রান্তি বাঁক কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ক্রান্তি বাঁক, তিন প্রকার, যথা-
(i) সর্পিল বাঁক
(ii) ত্রিমাত্রিক অধিবৃত্ত
(iii) বার্নোলি।
24757. লেভেল যন্ত্রের মৌলিক রেখা কয়টি?[ΒΕΡΖΑ-23]
৩টি
৪টি
৫টি
৬টি
ব্যাখ্যা: লেভেল যন্ত্রের মৌলিক রেখাসমূহ ৪টি, যথা-
(i) বাবল অক্ষ
(ii) কলিমেশন রেখা
(iii) উল্লম্ব অক্ষ
(iv) দুরবিন অক্ষ
24758. কোন বাঁকে হঠাৎ দিক পরিবর্তন করা হয়?
সরল
যৌগিক
বিপরীত
কোনোটিই নয়
24759. যে-সব ঘের প্রান্তিক স্টেশনে সমাপ্ত হয় না, তাদেরকে বলা হয়-
বদ্ধ ঘের
খোলা ঘের
উপ-ঘের
প্রধান ঘের
24760. রিলিফ উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়-
অনুভূমিক রেখা
সমোন্নতি রেখা
উল্লম্ব রেখা
ভগ্নরেখা