MCQ
24781. তিন-বিন্দু সমস্যা সমাধান করা যায় কোনটি দ্বারা?
সেক্সট্যান্ট
স্টেশন পয়েন্টার
অপটিক্যাল স্কায়ার
কোনোটিই নয়
ব্যাখ্যা:
24782. সমদূরত্বে কন্টুর রেখার অবস্থিতি নির্দেশ করে
সমতল ভূমি
পাহাড়
সমঢাল
অসম ঢাল
24783. বাস্তুসংস্থাপনে যে পদ্ধতিতে স্মারক বি.এম. স্থাপন করা হয়-
ফ্লাই লেভেলিং
স্পট লেভেলিং
সূক্ষ্ম লেভেলিং
ত্রিকোণমিতিক
24784. ত্রিভুজায়নে কোনো ত্রিভুজের কোণের সর্বোচ্চ মান- [BGDCL-17]
30°
60°
120°
180°
ব্যাখ্যা: আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°। তাই কোনো কোণই 120° এর বেশি এবং 30° এর চেয়ে কম হতে পারবে না।
24785. কম্পাস জরিপে বিয়ারিং মাপার জন্য ব্যবহৃত হয়- [RAJUK-17]
কম্পাস
ক্লিনোমিটার
টেপ
থিওডোলাইট
ব্যাখ্যা: যে জরিপে প্রধান যন্ত্র হিসাবে কম্পাস ব্যবহৃত হয়, তাকে কম্পাস জরিপ বলে। কম্পাস একটি কৌণিক
যন্ত্র বিধায় বিয়ারিং মাপার জন্য ব্যবহৃত হয়।
24786. ডক, পোতাশ্রয়, নৌ ও সমুদ্র উপকূলে করা হয়-
কিস্তোয়ার জরিপ-
প্লেন টেবিল জরিপ
হাইড্রোগ্রাফিক জরিপ
কম্পাস জরিপ
ব্যাখ্যা:
24787. লেভেল যন্ত্রের সমন্বয়ন প্রধানত কত প্রকার? [BGDCL-17]
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: যন্ত্রের সমন্বয় দুই প্রকার- ১। স্থায়ী সমন্বয় ২। অস্থায়ী সমন্বয়
24788. তিন-বিন্দু সমস্যার বাস্তব প্রয়োগ-
নৌকা থেকে দুই কোণ মেপে
তীর থেকে দুই কোণ মেপে
রেঞ্জ লাইন ছেদ করে
কোনোটিই নয়
ব্যাখ্যা:
24789. ইনভার টেপের দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক ইস্পাতের টেপের তুলনায়-
১ গুণ
১৮ গুণ
১ গুণ
১ গুণ
ব্যাখ্যা:
24790. পাশাপাশি দুটি কন্টুরের উল্লম্ব দূরত্বকে বলে-
সমোন্নতি ব্যবধান
উল্লম্ব ব্যবধান
অনুভূমিক সমার্থক
(ক + খ)
ব্যাখ্যা: : উল্লম্ব ব্যবধান : পাশাপাশি দুটি কন্টুরের উল্লম্ব দূরত্বকে উল্লম্ব ব্যবধান বলা হয়।
কন্টুর ইন্টারডেল: পাশাপাশি দুটি কন্টুরের উল্লম্ব দূরত্বকে কন্টুর ইন্টারভেল বলা হয়।
সঠিক উত্তর: (ঘ)।
24791. ফুটন্ত পানির তাপমাত্রার উপর ভিত্তি করে কোন প্রকার লেভেলিং করা হয়?
প্রিসাইজ
ত্রিকোণমিতিক
হিপসোমিতি
ব্যারোমেট্রিক
24792. সেক্সট্যান্টের সাহায্যে কত ডিগ্রি পর্যন্ত কোণ মাপা যায়?
30°
60°
90°
120°
ব্যাখ্যা:
24793. লেভেলিং কাজে প্রতি যোজনায় শেষ স্টাফ পাঠটিকে বলা হয়-
পশ্চাৎ পাঠ
উল্টো পাঠ
মধ্যবর্তী পাঠ
সম্মুখ পাঠ
24794. অগ্রবর্তী ও পশ্চাৎ পাঠ নেয়া হয়-
প্রারম্ভিক বিন্দুতে
মধ্যবর্তী বিন্দুতে
সমাপ্তি বিন্দুতে
পরিবর্তন বিন্দুতে
24795. 25 বা 30km পর্যন্ত ব্যবহৃত সিগন্যালের নাম-
পোল সিগন্যাল
হেলিওট্রোপ
ম্যাগনেশিয়াম বাতি
টার্গেট সিগন্যাল
ব্যাখ্যা:
24796. পাশাপাশি দুটি কন্টুরের আনুভূমিক দূরত্বকে বলে-
সমোন্নতি ব্যবধান
উল্লম্ব ব্যবধান
অনুভূমিক সমার্থক
কোনোটিই নয়
24797. নিচের কোনটি ধনাত্মক স্টাফ পাঠ?
পশ্চাৎ পাঠ
অগ্রবর্তী পাঠ
মধ্যবর্তী পাঠ
উল্টো পাঠ
24798. রাস্তার প্রস্তুতি তল সংস্থাপনের জন্য করা হয়- [RAJUK-17]
লেভেলিং
প্লেন টেবিল জরিপ
স্টেডিয়া জরিপ
কন্টুরিং
ব্যাখ্যা: লেভেলিং-এর সাহায্যে ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দুর বা বস্তুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা নির্ণয় করা যায়।
24799. A, B, C, D বিন্দুতে স্টাফ পাঠ যথাক্রমে – 100, + 200, + 300, – 400 হলে কোনটি নিচু?
A
C
B
D
ব্যাখ্যা: যে বিন্দুর স্টাফ পাঠ যত কম সে বিন্দু তত উঁচু।
24800. টেকোমিটারের সাহায্যে সাউন্ডিং বিন্দুর অবস্থান নির্ণয়ের সূত্র-
f S-(f+C)
f /i.S+ (f+C)
f /i S+(f-C).
f /i S-(f-C)
ব্যাখ্যা: