MCQ
25221. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল ওয়্যার-এর সর্বোচ্চ টান পীড়ন-
140 kg/cm²
150 kg/cm²
160 kg/cm²
180 kg/cm²
ব্যাখ্যা: প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত তারের ব্যাস (1.5-8) mm-এর মধ্যে হয়। এদেরকে টেনডন বলে। 7টি বা তার অধিক সংখ্যক তার একত্র করে হাইটেনসাইল স্টিল বারে পরিণত করা হয়। তারের সর্বোচ্চ টান পীড়ন 160kg/cm² এবং বারের সর্বোচ্চ টান পীড়ন 90 kg/cm².
25222. সিমেন্ট মসলা দ্বারা গাঁথুনির কাজ প্রতিদিন কত উচ্চতার বেশি করা উচিত নয়?
0.5m
1m
1.5m
2m
ব্যাখ্যা: কোনো কাঠামো নির্মাণ করার সময় 1.5m-এর বেশি সিমেন্ট মসলার গাঁথুনির কাজ করা যাবে না। এতে ম্যাসনারির অসমবসন ঘটে এবং অধিক উচ্চতার জন্য কাজেরও বিঘ্ন ঘটে।
25223. সিলেট বালির এফএম-
1.5
1.6
2.6
1.8
ব্যাখ্যা: সিলেট বালির এফএম সাধারণত (2.5 হতে 2.6) পর্যন্ত হয়ে থাকে।
25224. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত ওয়্যার-এর ব্যাস-
1-3mm
8-10mm
1.5-8mm
8.5-15mm
25225. প্লিস্থ প্রটেকশনের অভেদ্য স্তরের প্রস্থ সাধারণত হওয়া উচিত,
50-80cm
60-90cm
70-100cm
80-120cm
25226. কোনটি গভীর ভিত্তির আওতাভুক্ত নয়?
পাইল
কফার ড্যাম
আন্ডার রিম
কেইসন
ব্যাখ্যা: ব্যাখ্যা গভীর ভিত্তি ৩ প্রকার-
(i) পাইল ভিত্তি,
(ii) কফার ড্যাম,
(iii) কেইসন।
25227. ভরাট মাটিতে যেখানে ভারবহন ক্ষমতা কম সেখানে প্রদান করা হয়-
র্যাফট ভিত্তি
ক্যান্টিলিভার ফুটিং
ইনভার্টেড আর্চ ফুটিং
স্প্রেড ফুটিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভরাট মাটি, নরম মাটি, জলাশয় এলাকায় যেখানে মাটির ভারবহন ক্ষমতা খুব কম, সেখানে অতিরিক্ত কেন্দ্রীভূত লোড- এর কাঠামোগুলোতে র্যাফট ভিত্তি নির্মাণ করা হয়।
25228. ইটের খোয়া পানিতে ভিজালে 24 ঘণ্টা পর এর ওজন সর্বোচ্চ কত ভাগ বৃদ্ধি পেলে তা পরিহার করা উচিত?
5%
7%
8%
10%
25229. ব্লাক কটন সয়েলের ক্ষেত্রে কাঠামোর ভিত্তি প্রদান করা হয়-
পায়ার ভিত্তি
ইনভার্টেড আর্চ ফুটিং
ব্যাফট ভিত্তি
টিম্বার গ্রিলেজ ভিত্তি
ব্যাখ্যা: ব্যাখ্যা: যেখানে নরম মাটি, ব্লাক কটন সয়েল-এর অভ্যন্তরে স্বল্প গভীরতায় শক্ত স্তর পাওয়া যায় না, সেখানে পায়ার ভিত্তি দেওয়া হয়।
25230. ভালো কংক্রিটের জন্য বালির কত অংশ সিলেট বালি ব্যবহার করা হয়?
2/3
1/3
1/2
1/4
ব্যাখ্যা: ভালো কংক্রিটের জন্য বালির বালি বা সর্বাধিক মোটা বালি ব্যবহৃত হয়। বাকি 3 অংশ সিলেট অংশ (FM > 1.5) ব্যবহার করলে কংক্রিট শক্তিশালী হয়।
25231. ভিত্তির প্রধান কাজ-
লোডের তীব্রতা হ্রাস করা
সমতল পৃষ্ঠ প্রদান করা
লোড স্থানান্তরের মাধ্যম হিসেবে কাজ করা
মাটির সরণ প্রতিরোধ করা
ব্যাখ্যা: অপশনে উল্লেখিত সবগুলোই ভিত্তির কাজ হলেও ভিত্তির মূল এবং মুখ্য কাজগুলো কাঠামোর থেকে আগত লোডকে সুষমভাবে তা সাব-সয়েলে স্থানান্তর করা।
25232. কাঠের পাইলের সর্বোচ্চ লোড বহনক্ষমতা-
10 Ton
15 Ton
20 Ton
25 Ton
25233. কংক্রিটে ব্যবহৃত পানিতে লবণের সর্বোচ্চ মাত্রা-
2.5%
1.5%
3.5%
4.5%
ব্যাখ্যা: লবণ ও রাসায়নিক অপদ্রব্যযুক্ত পানি RCC-এর লোহাকে মরিচা ধরিয়ে দেয় এবং সিমেন্টের সাথে রাসায়নিক বিক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। এই কংক্রিটে 3.5% লবণযুক্ত পানি ব্যবহার করা যেতে পারে।
25234. পাইলের সর্বনিম্ন অংশ-
আয়রন সু
আয়রন কিং
গ্রুপিং অব পাইল
পাইল ক্যাপ
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাধারণত প্রি-কাস্ট পাইলে পেনিট্রেশনের সুবিধার জন্য সর্বনিম্ন প্রান্তে আয়রন সু ব্যবহার করা হয়।
25235. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল বার-এর পীড়ন
70 kg/cm²
80 kg/cm²
90 kg/cm²
100 kg/cm²
25236. সাধারণত সর্বোচ্চ কত আকারের অ্যাগ্রিগেট ব্যবহৃত হয়?
15mm
20mm
25mm
30mm
ব্যাখ্যা: কাজের ধরনের উপর নির্ভর করে কোর্স অ্যাগ্রিগেটের আকার নির্ধারিত হয়। যেমন- ড্যাম/বাধের ক্ষেত্রে সর্বোচ্চ 200mm (৪")। সাধারণ কাজে 63mm এবং RCC কাজে সর্বোচ্চ 25mm (1") আকারের কোর্স অ্যাগ্রিগেট ব্যবহৃত হয়।
25237. ৭ দিনে সাধারণ সিমেন্টের চাপে পীড়ন হওয়া উচিত-
200 kg/cm²
210 kg/cm²
220 kg/cm²
225 kg/cm²
25238. নরম মাটি বা পানি অতিক্রম করে যে পাইল কঠিন স্তরে কাঠামোর লোডকে পৌছিয়ে দেয়, তাকে বলে-
শিট পাইল
ব্যাটার পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
25239. কংক্রিটে অ্যাগ্রিগেট থাকে মোট আয়তনের কত শতাংশ-
50%
65%
75%
70%
ব্যাখ্যা: সিমেন্ট-কিংক্রিটে যে সকল পূরক পদার্থ ব্যবহৃত হয়, তা-ই অ্যাগ্রিগেট। সিমেন্ট-কংক্রিট-এর মধ্যে কংক্রিটের মোট আয়তনের প্রায় 75% অ্যাগ্রিগেট থাকে। আকৃতির উপর নির্ভর করে অ্যাগ্রিগেট ২ প্রকার, যথা- (i) কোর্স অ্যাগ্রিগেট; (ii) ফাইন অ্যাগ্রিগেট।
25240. কাঠের পাইলের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ ধরা হয়?
10
15
20
25
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাঠের পাইলের ক্ষেত্রে এর দৈর্ঘ্য উপরের প্রান্তের চওড়া ২০ গুণের কম হবে। ভিজা ও সংকোচনশীল মাটির উপরে হালকা কাঠামো নির্মাণ করতে হলে টিম্বার পাইল ব্যবহৃত হয়।