EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
25341. ইটের গাঁথুনি শেষ হওয়ার কত দিন পরে প্লাস্টার করা উচিত?
18
20
24
28
ব্যাখ্যা: ইটের গাঁথুনি করার পর ৭-১৪ দিন পর্যন্ত কিউরিং করা হয়। তবে কিউরিং করা শেষ হয়ে গেলে ইটের গাথুনি যাতে পূর্ণ শক্তি অর্জন করতে পারে সেজন্য ২৮ দিন পরে প্লাস্টার করা হয়।
25342. The stopping sight distance is always -----overtaking sight distance.
equal to
greater than
less than
none of these
ব্যাখ্যা: SSD=d1+d2 OVS=d1+d2+d3
25343. নির্মাণকাজ কত উচ্চতার বেশি হলে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয়?
4m
1.5m
2m
2.5m
ব্যাখ্যা: কোনো কাঠামোর নিমার্ণকাজ বা দেয়ালোর গাঁথুনির কাজ করার সময় যখন নির্মাণকাজ 1.5 মিটারের বেশি উঁচুতে পৌছায় তখন নির্মাণ উপকরণাদি ও নির্মাণকার্যে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি রেখে মিস্ত্রির কাজ করার সুবিধার জন্য স্ক্যাফোল্ডিং করা হয়।
25344. ক্লোজার সাধারণত কত প্রকার হয়ে থাকে?
কোনোটিই নয়
ব্যাখ্যা: ক্লোজার প্রধানত দুই প্রকার। যথা- (১) কুইন ক্লোজার (২) কিং ক্লোজার এবং অন্য দুই প্রকার, যথা- (১) বেভেল ক্লোজার (২) মাইটার্ড ক্লোজার
25345. The type of transition curve recommended by the IRC is-
cubic parabola
lamniscate
cubic spiral
none of these
25346. ঠান্ডা আবহাওয়ায় সিমেন্টের বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য অ্যাডমিক্সার হিসেবে ব্যবহৃত হয়-
CaCl2
MgCl2
NaCl
FeCl3
ব্যাখ্যা: ঠান্ডা আবহাওয়ায় সিমেন্টের বিক্রিয়াকে ত্বরান্বিত করতে সিমেন্টের ওজনের ১.৫% ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl₂) অ্যাডমিক্সচার হিসেবে ব্যবহৃত হয়।
25348. টেরাজো ফ্লোরিং-এ মেঝের কত ভাগ জায়গাতে মার্বেল দানা দেখা যাওয়া উচিত?
60%
70%
80%
50%
ব্যাখ্যা: টেরাজো ফ্লোরিং নির্মাণের ক্ষেত্রে রোলিং ও টেম্পিং কাজ চলাকালীন সময়ে কিছু মার্বেল দানা ছড়িয়ে দেওয়া হয়। যাতে মেঝের ৮০% জায়গাতে মার্বেল দানা দেখা যায়।
25349. টির ভারবহন ক্ষমতা বৃদ্ধির নিমিত্তে, মাটির ছিদ্রপথে কত চাপে সিমেন্ট গ্রাউটকে প্রবেশ করানো হয়?
140 kg/cm²
160 kg/cm²
170 kg/cm²
180 kg/cm²
25350. কোন পাইল রিটেইনিং ওয়াল হিসেবে কাজ করে?
অ্যাংকর পাইল
ফেন্ডার পাইল
শিট পাইল
ব্যাটার পাইল
ব্যাখ্যা: শিট পাইল রিটেইনিং ওয়াল হিসেবে কাজ করে। কারণ যেখানে মাটির আনুভূমিক সরণ ঘটে সমস্ত মাটির সরণ প্রতিরোধের জন্য শিট পাইল বা রিটেইনিং ওয়াল ব্যবহার করা হয়।
25351. Which of the following is not a transition curve?
compound curve
cubic parabola
cubic spiral
true spiral
25353. The stopping sight distance depends upon the-
reaction time
breaking time
speed of vehicle
all of these
ব্যাখ্যা: ব্যাখ্যা: Stoping sight distance=Reaction distance (d1)+ Breaking distance (d2).
25354. Alignment of a road is finally decided on the basis of-
selection of route
trace cut
field survey
none of these
25355. ট্রেড এবং রাইজারের পরিমাণ-
ট্রেড + 2 × রাইজ = 60cm
ট্রেড × রাইজ = 400cm²
ট্রেড + রাইজ = 40cm
উপরের সব কয়টি
ব্যাখ্যা: ট্রেড ও রাইজারের স্ট্যান্ডাড মান অনুসারে, ট্রেড = ৩০০ mm রাইজার = ১৫০ mm .: ট্রেড ও রাইজারের যোগফল = ৩০০+ ১৫০ = ৪৫০ mm
25356. The reaction time of a driver---- with the increase in speed.
remains constant
increases
decreases
same
25358. বিম কলামের উপর প্লাস্টারের অনুপাত কত?
১:৩
১:৪
১:৬
১:৭
কোনোটিই নয়
ব্যাখ্যা: বিম ও কলামের ক্ষেত্রে প্লাস্টারের অনুপাত ১৪৪ এবং ইটের পৃষ্ঠদেশ বা দেয়ালে প্লাস্টারের অনুপাত ১:৬ ধরা হয়।
25359. Rolling terrain is a terrain with cross-slope of-
upto 10%
25 to 60%
10 to 25%
greater than 60%
25360. অগভীর ভিত্তির জন্য কোন পদ্ধতিতে মাটি তদন্ত করা হয়?
ওপেন টেস্ট পিট
প্রবিং
কোর ড্রিলিং
ওয়াশ বোরিং