EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
25481. The superelevation is-. [MOD-20]
directly proportional to the velocity of vehicle
inversely proportional to velocity of vehicle
directly proportional to the width of pavement
inversely proportional to width of vehicle
ব্যাখ্যা: ব্যাখ্যা: Superelevation is directly proportional to the square of the volocity and inversely proportional to the acceleration due to gravity, radius of the curvature.
25482. The main object of providing a camber is-. [MOD-20]
to make the road surface impervious
to make the road surface durable
to drain off rain water from road surface as quickly as possible
all of these
ব্যাখ্যা: ব্যাখ্যা: Camber is provided on the road surface to achieve the following objects: (i) To drain off rain water from the surface of the carriageway as quickly as possible. (ii) To improve the architectural appearance of the roadway.
25483. রাস্তার প্রস্থচ্ছেদ কেন্দ্রের সর্বোচ্চ বিন্দুকে বলা হয়- [MODMR-04]
Superelevation
Crown
Camber
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: রাস্তার সর্বোচ্চ বিন্দুকে ক্রাউন এবং ঢালু অংশকে ক্যাম্বার বলে।
25484. Flexible Pavement-এর ক্ষেত্রে কোনটি সঠিক?
Surface-Base-Subbase
Base-Surface-Subgrade
Surface-Subgrade-base
Base-Subbase-Surface layer
ব্যাখ্যা: Flexible Pavement-এর অংশগুলো- সারফেস ফোর্স, বেস ফোর্স, সাববেস ফোর্স এবং সাবগ্রেড। সঠিক উত্তর (ক)।
25485. সিলকোট স্থাপনের পর কত টনি রোলার দিয়ে পৃষ্ঠদেশ মসৃণ করা হয়?
৫-৬ টনি
৬-৭ টনি
৬-৮ টনি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলকোট স্থাপনের জন্য পৃষ্ঠকে ভালোভাবে পরিষ্কার করে এর উপর উত্তপ্ত বিটুমিন ছড়িয়ে তার উপর পাথর কুচি বিছিয়ে দেওয়া হয় বা পূর্বমিশ্রিত বিটুমিন ও পাথর কুচি ছড়িয়ে (৬-৮) টন রোলার দিয়ে ভালোভাবে বোলিং করতে হয়।
25486. The size in cm of standard Wooden BG Sleeper is- [PBRLP-21]
270 x 25 x 125
270 x 25 x 13
275 x 25 x 13
275 x 20 x 13
25487. Sleeper-এর চারিদিকে Boxing করে Ballast রাখার উদ্দেশ্য কোনটি? [MODMR-04]
To prevent lateral movement of sleepers
To prevent longitudinal movement of sleepers
To prevent both lateral and longitudinal movement of sleepers
None of the above
25488. The intercept of a staff- [PBRLP-21]
is maximum if the staff is held truly normal to the line of sight
decreases if the staff is tilled away from normal
is minimum if the staff is held truly normal to the line of sight
increases if the staff is tilted towards normal
25489. Length of each rail is 12.8m and Sleeper density is M + 6. Number of sleeper required for 05 kilometer rail line is- [PBRLP-21]
7351
7400
7429
None of the above
ব্যাখ্যা: ব্যাখ্যা : Here, Number of rail = (5000x2)/ 128. =781.25 Number of sleepers = (781.25/2) x(12.8+6) =7343.75=7344 Nos.
25490. CBR test কত Penetrations-এর জন্য নিরূপণ করা হয়?
2.5mm
5.0mm
7.5mm
ক ও খ
ব্যাখ্যা: CBR টেস্টে Penetration মাপার জন্য ৫০ মিমি, ব্যাসের প্লাজার 1.25 মিমি/মিনিট হারে প্রয়োগ করা হয়, যা লোড 13.44kN এবং 10.15 kW-এর জন্য যথাক্রমে ২.৫ মিমি ও ৫ মিমি মান দেখায়।
25491. The superelevation is given by - Where G = Gauge of the track, V Velocity of the vehicle, r = radius of the circular path. [MOD-20]
GV^2/gr
gr / GV^2
V ^2r / gG
Gg/rV^2
ব্যাখ্যা: ব্যাখ্যা: Superelevation is the transverse slop provided to counteract the effect of centrifugal force and reduce the tendency of vehicle to overturn and to skid laterally out words by raising the pavement outer edge with respect to inner edge
25492. রাস্তার বাঁকে বাইরের দিকটি ভিতরের দিক থেকে কিছুটা উঁচু রাখা হয়। এই উঁচু রাখা-
Speed breaker
Superelevation
Shoulder
কোনোটিই নয়
ব্যাখ্যা: যানবাহনের কেন্দ্রাতীগ বল প্রতিরোধে রাস্তায় সুপার এলিভেশন প্রদান করা হয়, যা সাধারণত 1:15 হয়।
25493. হাইওয়ে ইঞ্জিনিয়ারিং-এ Standard axle load-এর মান হচ্ছে-
2700 lb
12000kg
18000lb
18000kg
25494. What kind of rail is used in Bangladesh Railway-(PBRLP-21)
Bull headed rail
Double headed rail
Flat footed rail
All the above
25495. The curve composed of two arcs of different radii having their centers on the opposite side of the curve is known as- [PBRLP-21]
Simple curve
Compound curve
Vertical curve
Reverse curve
25496. জাতীয় হাইওয়ের পেভমেন্টের প্রস্থ কত মিটার?
১১.৫ মিটার
৭.২ মিটার
৪.২ মিটার
কোনোটিই নয়
ব্যাখ্যা: LGED-এর তথ্য অনুসারে জাতীয় সড়কের বিভিন্ন পর্যায়ে প্রস্থ ১২.২ মি, ৭.৩ মি এবং ১.৮৩ মি।
25497. একটি Simply Supported ted Gir Girder-এর ক্ষেত্রে Train wheel load-এর জন্য সর্বোচ্চ Bending Moment কোথায় হবে?
Centre of Span
Under wheel load
All the Support
কখনও Wheel load-এর নিচে নয়
ব্যাখ্যা: Train wheel load বিমের উপর Uniformly distributed load আকারে কাজ করে। সেজন্য বেন্ডিং মোমেন্ট বিমের মাঝখানে উৎপন্ন হবে।
25499. If outer edge of a 5m wide flexible pavement is 25cm higher than inner edge superelevation is- [BPSC-22]
1:15
1:20
1:10
1:25
25500. In railway which sleepers is called deal sleepers? [MOD-20]
wooden sleepers
steel sleepers
cast iron sleppers
RCC sleepers
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: in railway wooden sleeper or timber sleeper called deal sleeper. Because wood or timber (is) same materials.