Image
MCQ
26301. বড়র পীরিত বালির বাঁধ’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
চাপের মুখে ভেঙ্গে যায়
কোন বাধ্যবাধকতা নেই
একতরফা
ভঙ্গুর
26302. কোনটি খাঁটি বাংলা শব্দ ?
ঢোল
ঈদ
হালুয়া
খোদা
26303. কাগজ, কলম, পেন্সিল এগুলো কোন শব্দের মধ্যে পড়ে?
বিদেশী
দেশী
তৎসম
তদ্ভব
26304. হরতন’ কোন ভাষার শব্দ?
ইংরেজি
জাপানী
ওলন্দাজ
হিন্দী
26305. আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে
ওলন্দাজ ভাষা হতে
দেশী ভাষা হতে
আরবী ভাষা হতে
পর্তুগিজ ভাষা হতে
26306. পানি’ শব্দটি কোন ভাষা থেকো বাংলায় এসেছে?
সংস্কৃত
ফারসী
হিন্দি
আরবী
26307. ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
ধ্বনি দৃশ্যমান
ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি
মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
26309. হেডপন্ডিত শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত?
বাংলা ও ফারসি
ইংরেজি ও তৎসম
ইংরেজি ও বাংলা
ফারসি ও আরবি
26310. একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
আনন্দের বিষয়
মজা পাওয়া
সৌভাগ্যের বিষয়
আশার কথা
26311. Gypsum is added in the manufacture of Portland cement in order to- [MOD-20]
shorten the setting time of cement
lengthen the setting time of cement
decrease the burning temperature
decrease the grinding time
26312. কোনটি আরবি শব্দ?
মিটিং
শরিফ
সুপারিশ
কেরাণী
26313. ফরাসী শব্দ কোনটি?
চিনি
আনারস
হরতন
রেস্তোঁরা
26314. কাকভূষণ্ডী’ বিশিষ্টার্থক বাক্যাংশের অর্থ চিহ্নিত করুন।
দীর্ঘজীবী ব্যক্তি
অশিষ্ট ব্যক্তি
স্বল্পজীবী লোক
ভণ্ডলোক
26315. নিচের কোনগুলো অর্ধ-তৎসম শব্দ?
তুরূপ, রুইতন
চাহিদা, শিখ
আনারস, আলপিন
বোস্টম, গিন্নী
26316. বাংলা ভাষায় ব্যবহৃত ‘লিচু’ কোন বিদেশী ভাষা থেকে নেয়া হয়েছে?
ফারসি
চৈনিক
ইংরেজি
ফারসি
26317. কৃষ্ণ-এর অর্ধ-তৎসম শব্দ কোনটি?
পুত্র
কেষ্ট
পুত্তর
বিষ্ট
26318. বাকি,নগদ,খাজনা শব্দগুলো কোন ভাষা থেকে আগত?
জাপানি
ফার্সি
আরবি
পর্তুগিজ
26319. চাঁদের হাট’-অর্থ কি?
বন্ধুদের সমাগম
আত্মীয় সমগম
প্রিয়জন সমাগম
বন্ধুদের সমাগম
26320. গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির অর্থ কি?
দাংগাবাজি করা
কোন দায়িত্ব গ্রহণ না করা
বেকার মত চলা
আপন মনে বাদশাহী করা