Image
MCQ
1. 'দীর্ঘস্থায়ী দুঃখ' কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?
রাবণের চিতা
বসন্তের কোকিল
রুই-কাতলা
অহি-নকুল
2. 'যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে।' এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
ব্যাঙের আধুলি
রাশভারি
লেফাফা দুরস্ত
ভিজে বিড়াল
3. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক
আদায়-কাঁচকলায়
রুই-কাতলা
দা-কুমড়া
অহি-নকুল
4. 'শিবরাত্রির সলতে' বাগধারাটির অর্থ কী?
একমাত্র সঞ্চয়
শিবরাত্রির আলো
একমাত্র সন্তান
শিবরাত্রির গুরুত্ব
5. 'রাঘব বোয়াল'- বাগধারাটির অর্থ কি?
বড় পরিবার
ফুলবাবু
সদা অশান্তি
কোনোটিই নয়
6. 'সুখের পায়রা' বাগধারার অর্থ-
খারাপ ব্যক্তি
অনিষ্টকর আত্মীয়
সুসময়ের বন্ধু
ভণ্ড
7. 'শরতের শিশির' বাগধারা শব্দটির অর্থ কী?
সুসময়ের বন্ধু
সুসময়ের সঞ্চয়
শরতের শিউলি ফুল
শরতের শোভা
8. 'হা-ঘরে' বাগধারাটির অর্থ কি?
পেটুক
হতভাগ্য
গৃহহীন
কোনোটিই নয়
9. 'কুল রাখি না শ্যাম রাখি'- বাক্য কোন অর্থে ব্যবহৃত হয়?
প্রতিবাদ
উভয়সংকট
ব্যাঙ্গার্থে
সম্মানার্থে
10. অনিষ্ট করতে গিয়ে ভাল করাকে কী বলে?
তামার বিষ
শাপে বর
একাদশে বৃহস্পতি
তীর্থের কাক
11. 'সাপের পাঁচ পা দেখা' প্রবাদের অর্থ কী?
ভয় পাওয়া
চোখে অন্ধকার দেখা
শেষ মুহুর্ত পর্যন্ত আশায় থাকা
অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা
12. 'উপযুক্ত মিলন' বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
মনিকাঞ্চন যোগ
সোনায় সোহাগা
মন না মতি
ক ও খ উভয়ই
13. কোন বাগধারাটি ভিন্নার্থক?
দুধের মাছি
সুখের পায়রা
শরতের শিশির
লক্ষ্মীর বরযাত্রী
14. 'হাতের পাঁচ' এর সঠিক অর্থ-
নিকটজন
শেষ সম্বল
পরমাত্মীয়
বন্ধু
15. 'শিকায় তোলা' বাগধারাটির অর্থ-
মুলতবি রাখা
সর্বনাশ করা
বিগড়ে দেওয়া
গোপন করা
16. 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগধারার অর্থ কী?
রামায়ণের সাত পর্ব
রামায়ণে বর্ণিত বৃক্ষ
রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
বৃহৎ বিষয়
17. 'রাই কুড়িয়ে বেল' বাগধারাটির অর্থ কোনটি?
ক্ষুদ্র থেকে বড়
দরিদ্র থেকে ধনী
চৌর্যবৃত্তি
কৃষিকাজ
18. . নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
সুখের পায়রা
শরতের শিশির
লক্ষ্মীর বরযাত্রী
দুধের মাছি
19. 'রজ্জুতে সর্পজ্ঞান' বাগধারাটির অর্থ কী?
আচমকা বিপদ
সাপকে দড়ি দিয়ে বাধা
যাদুকরী বিদ্যা অর্জন করা
বিভ্রম
20. 'হাড়হদ্দ' বাগধারা দিয়ে বোঝায়-
স্পর্ধা
নাড়ীনক্ষত্র
অকৃত্রিম
দৃঢ়তা