EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
281. গ্যাস সিলিন্ডারের কোনটিতে সেফটি ভালভ থাকে?
অক্সিজেন
অ্যাসিটিলিন
ক ও খ উভয়
কোনোটিই নয়
282. কোন শিখায় অক্সিজেনের চাইতে অ্যাসিটিলিনের পরিমাণ বেশি থাকে?
নিরপেক্ষ
কার্টুরাইজিং
অক্সিডাইজিং
কোনোটিই নয়
284. আর্ক ওয়েল্ডিং- এর জন্য-
Alternating current with high frequency is used
Alternating current with low frequency is used
Direct current is used.
Any one of these
285. অক্সিজেন রেগুলেটরের লো-প্রেসার গেজের পাঠ কত?
2-3kg/cm²
1.05-2.10 kg/cm²
4-5 kg/cm²
6-9 kg/cm²
286. গ্যাস সিলিন্ডারের কোন সিলিন্ডার শুধুমাত্র হাই-প্রেসারে ব্যবহার করা হয়?
অ্যাসিটিলিন
অক্সিজেন
ক ও খ উত্তয়
কোনোটিই নয়
287. সাবমার্জড আর্ক ওয়েল্ডিং কোনটি ব্যবহৃত হয়?
Blanket flux
Basic flux
Luminous flux
Electric flux
ব্যাখ্যা: সাবনার্জড আর্ক ওয়েল্ডিং-এ Blanket of granular flux ব্যবহার হয়ে থাকে।
288. কোন শিখার তাপমাত্রা সর্বোচ্চ হয়?
নিরপেক্ষ শিখা
অক্সিডাইজিং শিখা
কাবুরাইজিং শিখা
কোনোটিই নয়
ব্যাখ্যা: কার্বোরাইজিং শিখা : কার্টুরাইভিং শিখার নিকটতম তাপমাত্রা ৫৫৫০° ফাঃ। অক্সি-এসিটিলিন শিখা: এই শিখায় সর্বাধিক তাপমাত্রা ৫৮৫০° অক্সিডাইজিং শিখা (Oxidzing flame): অতাইজিং শিখার তাপ মাত্রা মোটামুটি ৬০০০° ফাঃ।
289. নিচের কোন ওয়েল্ডিং পদ্ধতিতে ওয়েল্ডিং টর্চ ব্যবহৃত হয়?
স্পার্ক ওয়েন্ডিং
ইলেকট্রনিক রেজিস্ট্যান্স ওয়েল্ডিং
গ্যাস ওয়েন্ডিং
ইলেকট্রনিক আর্ক ওয়েল্ডিং
কোনোটিই নয়
ব্যাখ্যা: গ্যাস ওয়েল্ডিং সরঞ্জামের তালিকা- ১। অক্সিজেন সিলিন্ডার। ২। অ্যাসিটিলিন সিলিন্ডার। ৩। চাপ নিয়ন্ত্রণ যন্ত্র। ৪। ওয়েল্ডিং টর্চ। ৬। হোজ পাইপ। ৭ । কাজের টেবিল। ৮। সিলিভারের চাবি। ৯। আনুষঙ্গিক যন্ত্রপাতি। ১০। নিরাপত্তামূলক। ১১। ফিলার রড। ১২। ওয়েল্ডিং ফ্লাক্স। ১৩। ট্রলি ইত্যাদি
291. অক্সিজেন রেগুলেটর…. হ্যান্ড গ্রেড থাকে।
রাইট
লেফট
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
292. অক্সিজেন রেগুলেটরের হাই-প্রেসার গেজের গাঠ কত?
80-90kg/cm²
100-120kg/cm²
105-180kg/cm²
200-350kg/cm²
293. কোন ডিভাইসের সাহায্যে এসিকে ডিসিতে রূপান্তর করা হয়?
বিলে
রেক্টিফায়ার
ডায়োড
কোনোটিই নয়
294. অ্যাসিটিলিন রেগুলেটর…. হ্যান্ড গ্রেড থাকে।
রাইট
লেফট
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
295. পোলারিটিতে কোন ধরনের বিদ্যুৎ সরবরাহ প্রযোজ্য?
এসি সরবরাহ
ডিসি সরবরাহ
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
ব্যাখ্যা: পোলারিটি-ডিসি সরবরাহে ওয়েল্ডিং করার সময় প্রযোজ্য।
296. ক্ষয়িষ্ণু ইলেকট্রোড ব্যবহৃত হয়-
কার্বন আর্ক ওয়েল্ডিং
সাবমার্জড আর্ক
টিগ ওয়েল্ডিং
মিগ ওয়েল্ডিং
297. মেটাল কাটার জন্য কোন শিখা ব্যবহার করা হয়?
কার্টুরাইজিং
অক্সিডাইজিং
নিউট্রাল
নিউট্রাল ও কার্বুরাইজিং
298. গ্যাস সিলিন্ডারের কোনটিতে সেফটি ভালভ থাকে না?
অ্যাসিটিলিন
অক্সিজেন
ক ও খ উভয়
কোনোটিই নয়
299. ইলেকট্রোড আয়রনের কোন উপাদানটি ওয়েন্ডিং জোনের উপর গ্যাসীয় আবরণ তৈরি করে?
সেলুলোজ
এসবেস্টস
ক্যালসিয়াম অক্সাইড
কাঠের গুঁড়া
300. কোন শিখায় অ্যাসিটিলিনের চাইতে অক্সিজেনের পরিমাণ যেশি থাকে?
নিরপেক্ষ
কার্টুরাইজিং
অক্সিডাইজিং
কোনোটিই নয়
ব্যাখ্যা: কার্টুরাইজিং শিখা: যে শিখায় অক্সিজেনের চাইতে অ্যাসিটিলিনের পরিমাণ বেশি থাকে তাকে কার্বুরাইজিং শিখা বলে।