Image
MCQ
4881. এনার্জি ইফিসিয়েন্সি রেশিও (EER) কী?
EER = Electric Input / Cooling Output
EER = Cooling Output / Electric Input
EER = Electric Output / Cooling Input
EER = Cooling Input / Electric Output
4882. ইভাপোরেটরের অবস্থান কোথায়?
কম্প্রেসরের পরে এবং কন্ডেন্সারের পূর্বে
এক্সপানশন ডিভাইসের পরে এবং কম্প্রেসরের পূর্বে
ওইভাপোরেটরের পরে এবং কম্প্রেসরের পূর্বে
কোনোটিই নয়
4883. তাপমাত্রা পরিমাপক যন্ত্র কোনটি?
ব্যারোমিটার
অ্যানিমোমিটার
থার্মোমিটার
ওয়াটমিটার
4884. রেফ্রিজারেশন সাইকেলের যে অংশে তাপ অপসারণের মাধ্যমে উচ্চতাপ ও তাপমাত্রায় বাষ্পীয় রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করা হয়, তাকে বলে-
কম্প্রেসর
কন্ডেন্সার
এক্সপানশন ভালভ
ইভাপোরেটর
4885. এয়ারকন্ডিশন্ড রুমের সাধারণ তাপমাত্রা কত?
18°C হতে 20°C
22°C হতে 26°C
16°C হতে 20°C
25°C হতে 30°C
4886. এক টন বরফকে ২৪ ঘণ্টায় গলাতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে বলে।
COP (Coefficient Of Performance)
TOR (Ton Of Refrigeration)
MFR (Mass Flow Rate)
সম্পৃক্ত তাপ
4887. COP কী?
COP= Refrigerating Effect (RE) / Condenser Work (CW)
COP = Refrigerating Effect (RE) / Compressor Work (CW)
COP = Compressor Work (CW) / Refrigerating Effect (RE)
কোনোটিই নয়
4889. রেফ্রিজারেশন সাইকেলের যে অংশ তরল রেফ্রিজারেন্টকে বাষ্পীভূত করে, তাকে বলে-
কম্প্রেসর
কন্ডেন্সার
ইভাপোরেটর
এক্সপানশন ভালভ
4891. কোনো স্থির তাপমাত্রায় যে-সকল গ্যাসের আয়তন সকল চাপে বয়েলের সূত্র মেনে পরিবর্তিত হয়, তাদেরকে- বলে।
সুপারহিটেড গ্যাস
আদর্শ গ্যাস
স্যাচুরেটেড গ্যাস
কোনোটিই নয়
4892. অ্যাকুমুলেটরের কাজ কী?
ইভাপোরেটর হতে উদ্বৃত্ত তরল নিয়ন্ত্রণ করা
তরল রেফ্রিজারেন্টকে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করে কম্প্রেসরে প্রেরণ করা
রেফ্রিজারেন্টের চাপ ও তাপমাত্রা কমানো
রেফ্রিজারেটরের ময়লা, আর্দ্রতা ও ক্ষতিকর দ্রব্য পরিষ্কার করে
4893. যে ইভাপোরেটর কয়েলে বরফ জমে কিন্তু নির্দিষ্ট সময় পর বরফ গলে যায়, তাকে বলে-
ফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
ডিফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
কন্ডেন্সার টাইপ ইভাপোরেটর
টিউব টাইপ ইভাপোরেটর
4895. ড্রায়ারের কাজ কী?
রেফ্রিজারেন্টকে তরল অবস্থা হতে বাষ্পে রূপান্তর করা
বাষ্পীভূত রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করা
রেফ্রিজারেটরের ময়লা, আর্দ্রতা ও ক্ষতিকর দ্রব্য পরিষ্কার করা
কম্প্রেসরের কম্পন রোধ করা
4896. বায়ুর চাপ, গেজ চাপ ও পরম চাপের মধ্যে সম্পর্ক কোনটি?
পরম চাপ = বায়ুমণ্ডলীয় চাপ + গেজ চাপ
পরম চাপ = গেজ চাপ - বায়ুমণ্ডলীয় চাপ
পরম চাপ = বায়ুমণ্ডলীয় চাপ + ভ্যাকুয়াম চাপ
কোনোটিই নয়
4897. যে ইভাপোরেটর কয়েলে বরফ জমে, তাকে বলে-
ফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
ডিফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
কন্ডেন্সার টাইপ ইভাপোরেটর
কোনোটিই নয়
4898. তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক কোনটি?
C/5 = F-32/5 = R/5 = K-273/5 = Rn-492/9
C/8 = F-32/9 = R/4 = K-273/9 = Rn-494/9
C/5 = F-32/9 = R/4 = K-273/5 = Rn – 492/ 9
C/5 = F-32/5 = R/4 K-279/5 = Rn-495/9
4899. এক কিলোক্যালরি সমান কত জুল?
1 কিলোক্যালরি = 4200 জুল বা 4.2 কিলোজুল
1 কিলোক্যালরি = 4800 জুল বা 4.8 কিলোজুল
1 কিলোক্যালরি = 4300 জুল বা 4.3 কিলোজুল
1 কিলোক্যালরি = 4400 জুল বা 4.4 কিলোজুল
4900. যে যন্ত্রের সাহায্যে বায়ু বা বায়বীয় পদার্থের অণুসমূহ সংকোচন করে চাপ বৃদ্ধি করা যায়, তাকে বলে
ইভাপোরেটর
কন্ডেন্সার
কম্প্রেসর
অ্যাকুমুলেটর