EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5041. Rth নির্ণয়ের সময় সার্কিটে কনস্ট্যান্ট কারেন্ট সোর্সকে-
অপর ভোল্টেজ সোর্সের সাথে প্যারালেলে ব্যবহার করা হয়
সমতুল্য ভোল্টেজ সোর্সে রূপান্তরিত করা হয়
'শর্টস্' দ্বারা প্রতিস্থাপন করা হয়
'ওপেনস্' দ্বারা প্রতিস্থাপন করা হয়
5042. 220V লাইনে ফ্যান ও হিটারের 100W এবং 1000W হলে, রেজিস্ট্যান্সের মান কী হবে?
ফ্যানের রেজিস্ট্যান্স বেশি, হিটারের কম
দুটির রেজিস্ট্যান্স একই হবে
হিটারের রেজিস্ট্যান্স ফ্যানের থেকে বেশি হবে
কোনোটিই হবে না
5043. Ohm's Law is---
P = VI
V = IR
I^2R
P=V/R
ব্যাখ্যা: ব্যাখ্যা: Ohm's law is a law that states that the voltage across a resistor is directly proportional to the current flowing through resistance. According to this rule we can proved that, V=IR
5045. যদি 100 Ω রেজিস্টরের আড়াআড়িতে 200V প্রয়োগ করা হয়, তবে রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে
2A
200mA
0.5mA
1/2A
5046. 3V, 1Ω-এর একইরূপ দুটি ব্যাটারি একইরূপ পোলারিটিতে প্যারালেলে সংযোগ করা হলো। এ সমবায়ের নর্টন সমতুল্য সার্কিট হবে-
6Α, 1Ω
6Α, 0.5Ω
3Α, 0.5Ω
3Α, 1Ω
5048. KVL অনুসারে একটি নেটওয়ার্কের যে-কেনো ক্লোজড্ লুপে সকল IR ড্রপস্ এবং ই.এম.এফ.-এর বীজগাণিতিক যোগফল সর্বদাই-
পজিটিভ
নেগেটিভ
ব্যাটারির ই.এম.এফ. কর্তৃক নির্ধারিত
শূন্য
5049. একটি ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক চিহ্ন প্রাথমিকভাবে - উপর নির্ভরশীল।
কারেন্ট প্রবাহের দিকের
এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণের
R-এর মানের
ব্যাটারি সংযোগের
5050. একটি সার্কিটের নর্টন সমতুল্য, একটি 4 Ω রেজিস্টরের সাথে প্যারালেলে 2A কারেন্ট সোর্স দ্বারা গঠিত। এ সার্কিটের খেভেনিন সমতুল্য হলো একটি 4 Ω রেজিস্টরের সাথে সিরিজে একটি- ভোল্ট সোর্স।
0.5
2
6
8
5051. A wire's resistance is 12 ohm. If it is divided into two parts and the parts are then connected in a parallel combination, what will be resistance?
12Ω
24Ω
5052. যখন তামার তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন এর রেজিস্ট্যান্স---
হ্রাস পায়, যদি তারের ব্যাস হ্রাস পায়
বৃদ্ধি পায়, যদি তারের ব্যাস বৃদ্ধি পায়
হ্রাস পায়, যদি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়
বৃদ্ধি পায়, যদি তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়
5053. নোডাল অ্যানালাইসিস্ প্রাথমিকভাবে নির্ভর করে---এর প্রয়োগের উপর
KVL
KCL
ক ও খ উভয়টি
ওহমের সূত্র
5054. খেভেনিন ভোল্টেজের R পাওয়া যায়-
যে-কোনো দুটি 'ওপেন' টারমিনালের মাঝখানে
প্রদত্ত দুটি টারমিনালকে শর্টসার্কিট করে
Vth-এর মতো একই ওপেন টারমিনালের মাঝখানে
এদের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের সাথে ভোল্টেজ সোর্সকে সরিয়ে
5055. তিন-ফেজ মোটরের 220V, 50Hz ফ্রিকুয়েন্সির স্লিপ 4% হলে, মোটরের রোটর ফ্রিকুয়েন্সি বের কর।
4Hz
6Hz
2Hz
8Hz
5056. যখন দুটি টারমিনালের মধ্যবর্তী একটি সার্কিটকে থেভেনাইজিং করা হয়, তখন V সমান হয়-
শর্টসার্কিট টারমিনাল ভোল্টেজের
ওপেন সার্কিট টারমিনাল ভোল্টেজের
টারমিনালগুলোর সর্ব নিকটবর্তী ব্যাটারির ইএমএফ- এর
সার্কিটে প্রাপ্ত নেট ভোল্টেজের
5057. ইলেকট্রিক্যাল নেটওয়ার্কস সমাধানের ম্যাক্সওয়েলের লুপ কারেন্ট মেথড-
ব্রাঞ্চ কারেন্ট ব্যবহার করে
কারশফের ভোল্টেজ সূত্র ব্যবহার করে
সিঙ্গেল লুপ সার্কিটের মধ্যে সীমাবদ্ধ
একটি নেটওয়ার্ক রিডাকশন মেথড
5058. একটি রেজিস্টরে 10V ড্রপ হয়, যখন সেটার মধ্য দিয়ে 0.5mA কারেন্ট প্রবাহিত হয়। উক্ত রেজিস্টরের মান-
0.05 Ω
5 Ω
20ΚΩ
50 Ω
5059. 2k Ω রেজিস্টরে যদি 50mA কারেন্ট প্রবাহিত হয়, তবে সেটার আড়াআড়িতে ভোল্টেজ হবে-
1V
20V
100mV
100V
5060. একটি ভোল্টেজ সোর্সে---
সোর্স ই.এম.এফ. এবং টার্মিনাল ভোল্টেজ সর্বদাই সমান হয়
টার্মিনাল ভোল্টেজ সর্বদাই সোর্স ই.এম.এফ-এর চেয়ে কম হয়
টার্মিনাল ভোল্টেজ কোনো সময়েই সোর্স ই.এম. এফ.-এর চেয়ে বেশি হয় না
টার্মিনাল ভোল্টেজ সোর্স ই.এম.এফ.-এর চেয়ে কোনো সময় বেশি হতে পারে, আবার কোনো সময় কম হতে পারে