4983. কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনকে কত RPM-এ ঘুরাতে হয়?
ব্যাখ্যা: প্রাথমিক অবস্থায় কাপড়গুলোকে যখন টাবের ভিতরে সিলিন্ডার বাস্কেটে রাখা হয়, তখন সে সময় টাবের ঘূর্ণন গতি প্রায় 500 rpm থাকে। এছাড়া স্বাভাবিক অবস্থায় সিলিন্ডার বাস্কেটের ওয়াশিং স্পিড প্রায় 600 rpm হয় এবং কাপড় নিংড়ানো অবস্থায় ঘূর্ণন গতি 300 rpm হয়ে থাকে।