MCQ
5101. সিরিজ সার্কিট বেশি ব্যবহৃত হয় না, কারণ সার্কিটে-
ভোল্টেজ স্থির থাকে
কারেন্ট বৃদ্ধি পায়
ভোল্টেজ হ্রাস পায়
মোট রেজিস্ট্যান্স হ্রাস পায়
5102. প্যারালেল সার্কিটে লোড বাড়ালে, সার্কিটে-
ভোল্টেজ বৃদ্ধি পাবে
কারেন্ট বৃদ্ধি পাবে
ভোল্টেজ হ্রাস পাবে
কারেন্ট হ্রাস পাবে
5103. ইস্ত্রিতে থার্মোস্ট্যাটের বাইমেটালিক স্ট্রিপ কত তাপমাত্রায় বন্ধ হয়?
160°F
170°F
180°F
200°F
5104. একটি ঘরে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি কীভাবে লাগানো। থাকে?
শ্রেণি সংযোগে
শ্রেণি এবং সমান্তরাল উভয় সংযোগেই
সমান্তরাল সংযোগে
T-সংযোগে
5105. লিনেন কাপড় ইস্ত্রি করতে কমপক্ষে আয়রনের তাপমাত্রা কত থাকতে হয়?
500°F
400°F
200°F
150°F
5106. দুটি ক্যাপাসিটরের ধারকত্ব যথাক্রমে ৪৫ মাইক্রোফ্যারাড ও ৯০ মাইক্রোফ্যারাড। এদেরকে সিরিজে সংযুক্ত করলে। তুল্য ধারকত্ব কত হবে?
২০ মাইক্রোফ্যারাড
৪৫ মাইক্রোফ্যারাড
২৫ মাইক্রোফ্যারাড
৩০ মাইক্রোফ্যারাড
5107. হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠিত কোন সূত্রের ওপর?
লেঞ্জের সূত্র
ফ্যারাডের সূত্র
কার্শফের সূত্র
কোনোটিই নয়
5108. বৈদ্যুতিক ইস্ত্রির তাপমাত্রা কন্ট্রোল করে কোনটি?
ইনসুলেটিং
হিটিং এলিমেন্ট
ইন্ডিকেটর ল্যাম্প
থার্মোস্ট্যাট
5109. একটি সংযোগস্থলে যে কারেন্টসমূহ প্রবেশ করে, তাদের যোগফল ঐ সংযোগস্থল হতে যে কারেন্টসমূহ বের হয়ে যায়, তাদের যোগফলের সমান'-এই তত্ত্বটিকে বলা হয়-
Faraday's Law
Fermi's Law
Kirchoff's Law
LA Law
5110. একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায়-
বেশি
সমান
কম
দ্বিগুণ
5111. একটি হুইটস্টোন ব্রিজের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বাহুতে যথাক্রমে ৬, ৩, ৪ ও ৬ ওহমের চারটি রোধ রয়েছে। ৪র্থ বাহুর রোধের সঙ্গে কত রোধ সমান্তরালে ব্যবহার করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে?
৫ ওহম
৩ ওহম
৪ ওহম
৬ ওহম
5112. একই মানের বিভিন্ন রেজিস্টর প্যারালেলে সংযোগ করলে। সমতুল্য মান নির্ণয় করতে-
যে-কোনো একটির মানকে শাখার সংখ্যা দিয়ে গুণ করতে হবে
যে-কোনো একটির মানকে শাখার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে।
যে-কোনো একটির মানকে শাখার মোট মান দিয়ে ভাগ করতে হবে
সকল শাখার মোট মানকে শাখার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে
5113. ইস্ত্রির ওয়াট কী কী ধরনের হয়, লেখ।
100W
400W
200W
1000W
5114. ১০,০০০ ওহম এবং ২,০০০ ওহম প্যারালাল সংযোগ করলে মোট রেজিস্ট্যান্স কত হবে?
৬.৬৬ কিলোওহম
১৬.৬ কিলোওহম
১.৬৬ কিলোওহম
২৬.৬ কিলোওহম
5115. ইস্ত্রির “থার্মোস্ট্যাট” কী পদার্থের তৈরি?
স্টিল
সিলভার
লোহা
ক ও খ
5116. বৈদ্যুতিক আয়রন প্রধানত কত প্রকার?
২
৩
8
৫
5117. সিরিজ সার্কিটে লোড বাড়ালে সার্কিটে-
সরবরাহ ভোল্টেজ বৃদ্ধি পাবে
ভোল্টেজ হ্রাস পাবে
কারেন্ট বৃদ্ধি পাবে
কারেন্ট হ্রাস পাবে
5118. বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়-
টাংস্টেন তার
নাইক্রোম তার
ইউরেকা তার
কার্বন তার
5119. প্যারালেল সার্কিটের সমতুল্য মান সার্কিটে সংযোজিত রেজিস্ট্যান্সসমূহের মধ্যে-
সবচেয়ে বেশি মানের রেজিস্টরের চেয়ে বেশি
সবচেয়ে বেশি মানের রেজিস্টরের চেয়ে কম
সবচেয়ে কম মানের রেজিস্টরের চেয়ে বেশি
সবচেয়ে কম মানের রেজিস্টরের চেয়ে কম
5120. ইঞ্জিতে থার্মোস্ট্যাটের বাইমেটালিক স্ট্রিপ কত তাপমাত্রায় খোলে?
160°F
170°F
180°F
200°F