Image
MCQ
5061. একটি 220V, 7.5kW মোটরের নিরাপত্তার জন্য ফিউজের সর্বোচ্চ সাইজ হওয়া উচিত অ্যাম্পিয়ার।
34.09
60
75
20
5062. 100W, 100V-এর চারটি হিটার সিরিজে সংযুক্ত করে 600V সার্কিটের আড়াআড়িতে সংযোগ দেয়া হলো। চারটি হিটার কর্তৃক প্রদত্ত তাপ হবে- ওয়াট।
400
800
900
2000
5063. একটি সার্কিট বা নেটওয়ার্ক, যাতে এক বা একাধিক ইএমএফ-এর উৎস থাকে, তাকে বলা হয় --
অ্যাকটিভ নেটওয়ার্ক
প্যাসিভ নেটওয়ার্ক
'এল' নেটওয়ার্ক
'টি' নেটওয়ার্ক
5064. নিম্নের কোন পদার্থটির রেজিস্ট্যান্সের নেগেটিভ টেম্পারেচার অব কো-ইফিসিয়েন্ট আছে?
ব্রাস
কপার
অ্যালুমিনিয়াম
কার্বন
5065. কোনটি প্যারামিটার নয়?
রেজিস্ট্যান্স
ইন্ডাকট্যান্স
ক্যাপাসিট্যান্স
রেজোন্যান্স
5066. সমমানের তিনটি রেজিস্টর ডেল্টাতে সংযোগ করা আছে। যদি একে স্টারে রূপান্তরিত করা হয়, তবে-
স্টার নেটওয়ার্কের রেজিস্ট্যান্সসমূহ, ডেল্টা নেটওয়ার্কের রেজিস্ট্যান্সসমূহের চেয়ে কম হবে
উভয় নেটওয়ার্কের রেজিস্ট্যান্সসমূহ সমান হবে
স্টার নেটওয়ার্কের রেজিস্ট্যান্সসমূহ, ডেল্টা নেটওয়ার্কের রেজিস্ট্যান্সসমূহের চেয়ে বেশি হবে
কোনোটিই নয়
5067. একটি আদর্শ ভোল্টেজ সোর্সের থাকা উচিত-
শূন্য সোর্স রেজিস্ট্যান্স
ইএমএফ-এর উচ্চমান
ইএমএফ-এর নিম্নমান
অসীম সোর্স রেজিস্ট্যান্স
5068. যদি 220V-এর একটি হিটারকে 110V লাইনে ব্যবহার করা হয়, তবে এটা কর্তৃক উৎপন্ন তাপ হবে-
অর্ধেক
এক-চতুর্থাংশ
দ্বিগুণ
চারগুণ
5069. একটি নেটওয়ার্কের একটি শাখায় 10 Ω -এর একটি রেজিস্ট্যান্স সংযোগ করা আছে। এ শাখায় কারেন্টের মান 2A । যদি 10 Ω এর পরিবর্তে 20 Ω -এর রেজিস্ট্যান্স সংযোগ করা হয়, তবে কারেন্টের মান-
2A-এর চেয়ে বেশি বা কম হবে
2A-এর সমান হবে
2A-এর চেয়ে বেশি হবে
2A-এর চেয়ে কম হবে
5070. একটি উৎস, যা লোড রেজিস্ট্যান্সের পরিবর্তন যাই হোক না কেন, এর প্রান্তদ্বয়ের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট বিতরণ করে। তাকে বলে-
কারেন্ট সোর্স
কন্ট্রোল্ড সোর্স
ভোল্টেজ সোর্স
ডিপেন্ডেন্ট সোর্স
5071. একটি উৎস, যা লোড রেজিস্ট্যান্সের পরিবর্তনের উপর নির্ভর না করে এর প্রান্তদ্বয়ে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাওয়া যায়। তাকে বলে-
কারেন্ট সোর্স
কন্ট্রোলড সোর্স
ভোল্টেজ সোর্স
ডিপেন্ডেন্ট সোর্স
5072. একটি কনস্ট্যান্ট পটেনশিয়াল বিশিষ্ট একটি সার্কিটে যখন রেজিস্ট্যান্স যোগ করা হয়, তখন কারেন্ট-
একই অনুপাতে হ্রাস পায়
একই অনুপাতে বৃদ্ধি পায়
অপরিবর্তিত থাকে
ফ্লাকচুয়েট করে
5073. একটি সার্কিট বা নেটওয়ার্ক, যাতে ইএমএফ-এর কোন উৎসই থাকে না, তাকে বলা হয়-
অ্যাকটিভ নেটওয়ার্ক
'টি' নেটওয়ার্ক
প্যাসিভ নেটওয়ার্ক
'পাই' নেটওয়ার্ক
5074. নিম্নের কোন্ ইদুলেটরটি তাপ কর্তৃক সর্বাধিক প্রভাবিত হয়?
গ্লাস
পেপার
পিভিসি
পোরসেলিন
5075. 100W, 200V-এর দুটি বাতিকে সিরিজে সংযুক্ত করে 200V সাপ্লাই-এ সংযোগ দেয়া হলো। প্রতিটি বাতি কর্তৃক গৃহীত মোট পাওয়ার হবে- ওয়াট।
50
100
25
200
5076. কারশফের ভোল্টেজ সূত্রমতে-
একটি সিরিজ সার্কিটে মোট ভোল্টেজ ড্রপ সর্বদাই সসীম
একটি বন্ধ সার্কিটে ইএমএফ এবং ভোল্টেজ ড্রপসমূহের যোগফল শূন্য
একটি সিরিজ সার্কিটে ইএমএফ-এর যোগফল শূন্য
একটি বন্ধ সার্কিটে ভোল্টেজ ড্রপসমূহের যোগফল শূন্য
5077. ফিউজের জন্য ব্যবহৃত পদার্থের অবশ্যই থাকতে হয়-
লো-মেল্টিং পয়েন্ট এবং লো-স্পেসিফিক রেজিস্ট্যান্স
হাই-মেল্টিং পয়েন্ট এবং লো-স্পেসিফিক রেজিস্ট্যান্স
হাই-মেল্টিং পয়েন্ট এবং হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স
লো-মেল্টিং পয়েন্ট এবং হাই-স্পেসিফিক রেজিস্ট্যান্স
5078. কারশফের ভোল্টেজ ল' (KVL)-এর সাথে সংশ্লিষ্ট-
ভোল্টেজ ড্রপস্
ব্যাটারি ইএমএফ
ক ও খ উভয়টি
জাংশন ভোল্টেজসমূহ
5079. যদি 5 Ω, 10 Ω এবং 20 Ω -এর তিনটি রেজিস্টর। প্যারালেলে সংযোগ করা হয়, তবে তাদের সম্মিলিত রেজিস্ট্যান্স হবে-
5 Ω -এর চেয়ে কম
5 Ω এবং 10 Ω -এর মাঝামাঝি
10 Ω এবং 20 Ω -এর মাঝামাঝি
20 Ω -এর বেশি
5080. কারশফের কারেন্ট সূত্রমতে-
একটি বন্ধ সার্কিটে কারেন্টসমূহের যোগফল শূন্য
একটি প্যারালেল সার্কিটে কারেন্টসমূহের যোগফল শূন্য
একটি জাংশনে আগত কারেন্টসমূহের যোগফল শূন্য
একটি জাংশনে আগত এবং নির্গত কারেন্টসমূহের বীজগাণিতিক যোগফল শূন্য