MCQ
5121. কিচেন অ্যাপ্লায়েন্স কোনটি?
মাইক্রোওয়েভ ওভেন
ওয়াশিং মেশিন
হেয়ার ড্রায়ার
ভ্যাকুয়াম ক্লিনার
5122. ক্লিনিং অ্যাপ্লায়েন্স কোনটি?
ওয়াশিং মেশিন
ইলেকট্রিক শেভার
রাইস কুকার
ক এবং খ
5123. ১২০ ভোল্ট ১০০ ওয়াট এর চারটি বাল্বের দুটি করে সিরিজ সংযোগ করা হলো। এরূপ দুটি লাইনকে প্যারালেল সংযোগ করে ২৪০ ভোল্ট উৎসের সাথে সংযুক্ত করা হলে মোট রেজিস্ট্যান্স কত হবে?
১৪৪ ওহম
১০৮ এহম
৭২ ওহম
৩৬ ওহম
5124. একটি সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপসমূহের যোগফল-
সর্বনিম্ন ড্রপ অপেক্ষা কম
মোট ড্রপ এর গড় মানের সমান
আরোপিত ভোল্টের সমান
সর্বোচ্চ ড্রপ অপেক্ষা কম
5125. ২২০ ভোল্ট, ৩ কিলোওয়াট সম্পন্ন দুটি ইলেকট্রিক হিটার প্রথমে সমান্তরাল সংযোগ ও পরে সিরিজ সংযোগ-এর মাধ্যমে কিছু পরিমাণ পানি একই তাপমাত্রায় গরম করা হলো। দুটি ক্ষেত্রের সময়ের অনুপাত-
১:২
২:১
৪:১
১: ৪
5126. ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের Voltage কত?
440V
230V
120V
200V
5127. তিনটি অসমান রোধ সিরিজে একটি উৎসের সাথে সংযোগ করলে কোনটি ঘটবে?
সর্বনিম্ন রোধে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে
সর্বোচ্চ রোধে সর্বনিম্ন কারেন্ট প্রবাহিত হবে
সর্বনিম্ন রোধে সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ হবে
সর্বোচ্চ রোধে সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ হবে
5128. R25 বৈদ্যুতিক শক্তি এক বা একাধিক উৎস এবং বিভিন্ন প্রকারের সার্কিট উপাদানের সমন্বিত যে-কোনো ব্যবস্থাকে বলা হয়-
বৈদ্যুতিক সার্কিট
বৈদ্যুতিক নেটওয়ার্ক
অ্যাকটিভ নেটওয়ার্ক
প্যাসিভ নেটওয়ার্ক
5129. ব্যাটারির সেলগুলোকে প্যারালাল সংযোগ করলে-
আউটপুট ভোল্টেজ বেড়ে যায়
আউটপুট ভোল্টেজ কমে যায়
আউটপুট কারেন্ট বেড়ে যায়
আউটপুট কারেন্ট কমে যায়
5130. একটি সিলিং ফ্যানে ক্যাপাসিটর বসানো হয়-
মূল কুণ্ডলীতে
সহায়ক কুণ্ডলীতে
উভয় কুণ্ডলীতে
লাইন ও নিউট্রালের মাঝে
5131. দুটি অসমান রোধক সিরিজের একটি উৎসের সাথে সংযোগ করলে-
সর্বনিম্ন রোধকে সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ হবে
সর্বোচ্চ রোধকে সর্বনিম্ন ভোল্টেজ ড্রপ হবে
সর্বোচ্চ রোধকে সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ হবে
কোনোটিই সঠিক নয়
5132. কসমেটিক কেয়ার অ্যাপ্লায়েন্স কোনটি?
হেয়ার ড্রায়ার
ইলেকট্রিক শেভার
ওয়াশিং মেশিন
ক এবং খ
5133. ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরের প্রধান অসুবিধা হলো-
এটি খুব দামি
এটি সহজেই বেশি গরম হয়ে যায়
এতে বেশি শক্তি অপচয় হয়
এটি ইলেকট্রো-ম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স তৈরি করে
5134. কোন বাল্বের ফিলামেন্টের রোধ 502 এবং দুই প্রান্তের বিভব পার্থক্য 200V হলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে-
2A
4A
6A
8A
5135. নাইক্রোম তার কীসের তৈরি?
নিকেলের
ক্রোমিয়ামের
লোহার
সবগুলো
5136. তাপনীতির উপর ভিত্তি করে যে অ্যাপ্লায়েন্স কাজ করে-
বৈদ্যুতিক ইস্ত্রি
ইলেকট্রিক ফ্যান
ব্লোয়ার
ওয়াশিং মেশিন
5137. ১০০ ওহমের ৪টি রোধকে সমান্তরালে সংযোগ করলে সমতুল্য রোধ কত?
৪০০ ওহম
১০০ ওহম
৫০ ওহম
২৫ ওহম
5138. ২২০ ভোল্টের সোর্সের সাথে একটি ১০০ ওয়াটের বাতি সিরিজে সংযোগ করলে বিদ্যুৎ অপচয় কত হবে?
২০০ ওয়াট
৫০ ওয়াট
১০০ ওয়াট
২৫ ওয়াট
5139. টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পে নিষ্ক্রিয় গ্যাস থাকার কারণে কত ডিগ্রি তাপমাত্রায়ও টাংস্টেন বাষ্পীভূত হয় না?
3100°C
2700°C
2200°C
2000°C
5140. হোম অ্যাপ্লায়েন্স কত প্রকার?
৮ প্রকার
৯ প্রকার
১০ প্রকার
১১ প্রকার