EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
5701. পলিপ্রোপাইলিনের মনোমার হলো-
মিথেইন
ইথেইন
প্রোপাইলিন
পলিথিন
ব্যাখ্যা: Polypropylene is a thermoplastic 'addition polymer made from the combination of Propylene monomers.
5702. বৈদ্যুতিক আলোর যতগুলো উৎস জানা আছে, তন্মধ্যে কোন ধরনের ল্যাম্প সর্বোচ্চ আলো প্রদানকারী?
মার্কারি ল্যাম্প
টিউব ল্যাম্প
সোডিয়াম আপার ল্যাম্প
নিয়ন ল্যাম্প
ব্যাখ্যা: ১-আকৃতির টিউবটির ভিতরে সোডিয়াম বাষ্প এবং স্বল্প পরিমাণে নিয়ন গ্যাস থাকে। টিউবটির দু'প্রান্তে দুটি টাংস্টেনের ফিলামেন্ট বা ইলেকট্রোড থাকে। সোডিয়াম ভ্যাপার ল্যাম্প সর্বোচ্চ আলো প্রদান করে।
5703. পাইপ জয়েন্টের জন্য ব্যবহৃত সিলিং টেপ প্রধানত তৈরি হয়-
ABS দ্বারা
টেফলন দ্বারা
PVC দ্বারা
এপক্সি রেসিন দ্বারা
ব্যাখ্যা: Taflon tape is commonly used in plumbing for sealing pipe threads. Thread seal tape lubricates allowing for a deeper seating of the threads and it helps prevent the threads from seizing when being unscrewed.
5704. সাধারণ গ্লাসের স্ট্রাকচার হলো-
আংশিক ক্রিস্টালাইন
পরিপূর্ণ ক্রিস্টালাইন
অ্যামরফস
ইথেইন
ব্যাখ্যা: Glasses do not exhibit the ordered crystalline structure of most other ceramics but instead have a highly disordered amorphous structure. Pure silica can be mode to exist as a glass and is called fused silica.
5705. কোনটি পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য নয়?
উচ্চ পরিবাহিতা
নেগেটিভ তাপমাত্রা সহগ
যথেষ্ট পরিমাণে নমনীয়তা
টান সহ্যক্ষমতা
ব্যাখ্যা: বিদ্যুৎ পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য: (i) নিম্নমানের আপেক্ষিক রেজিস্ট্যান্স। (ii) নিম্নমানের তাপমাত্রা সহগ। (iii) যান্ত্রিক টান সহন ক্ষমতা। (iv) ক্ষয়রোধক ক্ষমতা। (v) উচ্চ বিদ্যুৎ পরিবাহীতা। (vi) দামে সস্তা।
5706. নিওপ্রিন হলো-
প্লাস্টিক
রাবারের মতো প্লাস্টিক
রাবার
প্লাস্টিকের মতো রাবার
ব্যাখ্যা: Neoprene is a very pliable rubber like material with insulating properties similar to ruber or other solid plastics.
5707. সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের আলো প্রতি ওয়াটে কত লুমেন?
১০০ লুমেন
১৪০ লুমেন
২০০ লুমেন
২৫০ লুমেন
ব্যাখ্যা: সোডিয়াম ভ্যাপার ল্যাম্প 275W এবং 400W এর হয়। এর আলো প্রতি ওয়াটে 100lu এরও উপরে।
5708. একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পদার্থের ডিসি কন্ডাকট্যান্সকে সেই পদার্থের বলে।
অ্যাডমিট্যান্স
সাসসেস্ট্যান্স
রেজিস্টিভিটি
কন্ডাকটিভিটি
5709. সর্বোত্তম ম্যালিয়্যাবল পদার্থ-
স্বর্ণ
রৌপ্য
লৌহ
অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা: Malleability is hammering into sheets and ductility is stretching into thin wires. Gold is the most malleable and ductile metals. Nickel is the least malleable.
5710. পিভিসি-র কো-ইফিসিয়েন্ট অব এক্সপানশন স্টিলের কো-ইফিসিয়েন্ট অব এক্সপানশনের কত গুণ বেশি?
1/4 গুণ
2 গুণ
5 গুণ
10 গুণ
ব্যাখ্যা: The thermal expansion of PVC co-efficient of expansion is therefore about 5 times that of steel.
5711. বিল্ডিং-এ পাইপের জন্য ব্যবহৃত প্লাস্টিক সাধারণত তৈরি হয়-
ABS, PVC ও পলিইথিলিন দ্বারা
টেফলন দ্বারা
ব্যাকেলাইট দ্বারা
PVF দ্বারা
ব্যাখ্যা: Plastic pipe uses building: PVC Poly vinyl chloride ABS = Acrylonitrile Butadiene Styrene
5712. অপরিবাহী পদার্থের কোনটি বৈশিষ্ট্য নয়?
উচ্চ রেজিস্টিভিটি
উচ্চ ডাই-ইলেকট্রিক স্ট্রেংথ
উচ্চ ডাই-ইলেকট্রিক হিসটেরেসিস
ভালো তাপ পরিবাহিতা
ব্যাখ্যা: অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য: (i) উচ্চমানের ইনসুলেশন রেজিস্ট্যান্স। (ii) ক্ষয়রোধক ক্ষমতা। (iii) উচ্চ ডাই-ইলেকট্রিক ক্ষমতা। (iv) যান্ত্রিক ক্ষমতা। (v) বাতাসে আর্দ্রতা শোষণে অক্ষমতা। (vi) ভালো তাপ পরিবাহিতা।
5713. কোনটি অপরিবাহী পদার্থ নয়?
কার্বন
মাইকা
অ্যাজবেস্টস
ব্যাকেলাইট
ব্যাখ্যা: অপরিবাহী পদার্থ : অ্যাসবেসটস, ব্যাংকেসাইট, কাজ, এসোলাইট, মাইকা, কাগজ, প্যারাফিন, পলিদিন, চীনামাটি, রবার, প্লেট পাথর, মার্বেল পাথর, শুকনো কাঠে।
5714. কোনটি অর্ধপরিবাহী পদার্থ নয়?
সিলিকন
ইবোনাইট
জারমেনিয়াম
কার্বন
ব্যাখ্যা: অর্ধপরিবাহী পদার্থ: সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইড, সেলেনিয়াম, টেলুরিয়াম।
5715. টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পের ভিতরে কী গ্যাস থাকে?
Ar
C
H₂
O₂
ব্যাখ্যা: টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পে নাইট্রোজেন, আরগন, ক্রিপ্টন ইত্যাদি গ্যাস দ্বারা পূর্ণ থাকে। ল্যাম্পের ভিতরে গ্যাসের চাপ ল্যাম্পের বাইরের বায়ুর চাপের প্রায় তিন-চতুর্থাংশের সমান।
5716. ফ্লুওরেসেন্ট ল্যাম্পের টিউবের ভিতরের দেয়াল দিয়ে যে শ্বেতকায় পদার্থের প্রলেপ দেয়া হয়, তার নাম কী?
ফসফরাস পাউডার
কার্বন পাউডার
সালফার পাউডার
চকের গুঁড়া
ব্যাখ্যা: ফ্রুওরেসেন্ট টিউবের ভিতরের দেয়ালে ফসফরাস পাউডারের প্রলেপ দেয়া হয়। ফসফরাস পাউডারের প্রলেপ দেয়ার কারণ হলো, যখন এতে অতিবেগুণি রশ্মি নিপতিত হয়, তখন এ স্বতঃপ্রভ হয়ে উঠে এবং আলো সৃষ্টি হয়।
5717. নিম্নের কোন পলিমারটি ক্রিস্টালাইন?
পলিমিথাইল মেথাক্রাইলেট
পলিভিনাইল ক্লোরাইড
পলিভিনাইলিডেন ক্লোরাইড
পলিইথিলিন
ব্যাখ্যা: Polyethylene is a partially crystalline solid whose properties are highly dependent on the relative content of the crystalline phase and amorphous phase.
5718. গৃহস্থালি কাজে ব্যবহৃত সাধারণ গ্লাস হলো-
সোডালাইম গ্লাস
বোরো-সিলিকেট গ্লাস
হাই-সিলিকা গ্লাস
অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা: Soda-lime glass, most common form of glass produced. It is composed of about 70% silica (silicon dioxide), 15% soda (sodium oxide) and 9% lime (calcium oxide) will much smaller amounts of various other compounds.
5719. সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, 500W ५० ইনক্যানডিসেন্ট একটি ল্যাম্পের কত গুণ ৮১ ক বেশি আলো দেয়?
৫ গুণ
৬ গুণ
৭ গুণ
৮ গুণ
ব্যাখ্যা: সোডিয়াম ভ্যাপার ল্যাম্প, 500W ইনক্যান্ডিসেন্ট ৮৬ ক ল্যাম্পের প্রায় ১ গুণ বেশি আলো দেয়।
5720. কোনটি পরিবাহী পদার্থ নয়?
তামা
অ্যালুমিনিয়াম
টাংস্টেন
সিলিকন
ব্যাখ্যা: পরিবাহী পদার্থ: রূপা, তামা, অ্যালুমিনিয়াম, সোনা, টাংস্টেন, দস্তা, ক্যাডমিয়াম, পিতল, লোহা, নিকেল, ইস্পাত, জার্মান সিলভার, সীসা, ম্যাঙ্গানিজ, পারদ, নাইক্রোম, কার্বন।